Advertisment

West Bengal News Live Updates: পকসো মামলায় গ্রেফতার বিকাশ মিশ্র, কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত বিনয়ের ভাই

West Bengal News Updates Today 24 Nov, 2024: পকসো মামলায় গ্রেফতার কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্র। কয়লা পাচার কাণ্ডে সিবিআইয়ের মামলায় অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই বিকাশ।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
News in West Bengal Live: কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র

News in West Bengal Live: কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র

Latest West Bengal News Updates: পকসো মামলায় গ্রেফতার কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্র। কয়লা পাচারকাণ্ডে সিবিআইয়ের মামলায় অন্যতম অভিযুক্ত বিকাশ বিনয় মিশ্রের ভাই। শনিবার আসানসোল আদালতে কয়লা পাচার কাণ্ডে সিবিআইয়ের মামলায় চার্জ গঠন হয়। তার আগে চার্জশিটে নাম থাকা বিকাশ মিশ্রকে পকসো মামলায় গ্রেফতার করা হয়েছে। 

Advertisment

ঘাটালে দেবের সামনেই লঙ্কাকাণ্ড

সাংসদ-অভিনেতা দেবের সামনেই শাসকদলের গোষ্ঠী কোন্দলের বেনজির ছবি। দেব-শংকর অনুগামীদের মধ্যে হাতাহাতিতে উত্তপ্ত ঘাটালের অরবিন্দ স্টেডিয়াম। তৃণমূল সাংসদের সামনেই চলল কিল, চড়, ঘুষি, লাথি। দেবের অনুগামীদের সঙ্গে শঙ্কর দুলুইয়ের অনুগামীদের হাতাহাতি। ঘাটাল স্টেডিয়ামে চরম উত্তেজনা। কোনমতে দেহরক্ষীদের ঘটনাস্থল ছাড়েন সাংসদ দেব।

সরকারি টাকায় বাড়ি আলোয়-আলো! শাসক বিধায়কের শাশুড়ির আজব সাফাই...

রাজ্যে ফের অস্ত্র উদ্ধার

কুলটিতে ২ আন্তঃরাজ্য পাচারকারীকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। জানা গিয়েছে দুজনের নাম মিনারুল ইসলাম ও সফিকুল মণ্ডল। তল্লাশিতে উদ্ধার হয়েছে ১০টি পাইপ  গান ও ৫৪ টি কার্তুজ। কুলটি থানায় ধৃত দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। কারা বরাত দিয়েছিল, কোথা থেকে আনা হচ্ছিল এই বিপূল পরিমাণে অস্ত্র? তা খতিয়ে দেখতে ধৃত ২ জনকে হেফাজতে নিয়ে জেরা করতে চাইছে তদন্তকারী আধিকারিকরা।

'উন্নত ভারত গড়তে তরুণদের বিরাট ভূমিকা...'! মন কি বাত অনুষ্ঠানে ডিজিট্যাল অ্যারেস্ট নিয়ে বড় বার্তা মোদীর

কলকাতায় ফের অগ্নিকাণ্ড

সাত সকালেই পুড়ে ছাই ১০-১২টি ঝুপড়ি। উলটোডাঙ্গার রেললাইনের পাশের ঝুপড়িতে আগুন। এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৬টি ইঞ্জিন। যদিও কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার ঘটনায় বেশ কয়েকটি ঝুপড়ি একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘিঞ্জি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। মুহূর্তে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। মানুষজন বাড়িঘর ছেড়ে বেরিয়ে আসেন।বন্ধ বাড়িতে প্রদীপ, ধূপ  থেকেই অগ্নিকাণ্ড বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন- উপনির্বাচনে ৬-এ ছয় 

বাংলার ৬টি আসনে উপনির্বাচনে বিজেপির ভরাডুবি-

কেন্দ্রীয় নেতৃত্বকে নিশানা করলেন বিজেপি নেতা তথাগত রায়। পাশাপাশি তিনি এদিন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে 'পার্টটাইম সভাপতি' বলেও উল্লেখ করেন। বাংলার মত গুরুত্বপূর্ণ রাজ্যে কেন নেই পূর্ণ সময়ের রাজ্য সভাপতি প্রশ্ন তুললেন তিনি। পাশাপাশি তিনি বলেন, 'মানুষকে কী বলতে হবে   কেউ তা জানে না। বিজেপি বাঙালি বিরোধী, মমতার এই নিশানায় পালটা কোন বিরোধীতা নেই বঙ্গ বিজেপির তরফে'। বিজেপির হারের মন্তব্যে  বিস্ফোরক তথাগত রায়। হার নিয়ে মন্তব্য করতে গয়ে এভাবেই রাজ্য বিজেপির পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বকেও নিশানা করেন তিনি।

আরও পড়ুন- মহারাষ্ট্রে অক্ষত মহায্যুতির দাপট, ঐতিহ্যের ধারা ভেঙে ঝাড়খণ্ডের ইতিহাস গড়লেন হেমন্ত সোরেন

 

  • Nov 24, 2024 17:38 IST
    West Bengal News Live: পকসো মামলায় গ্রেফতার বিকাশ মিশ্র

    পকসো মামলায় গ্রেফতার কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্র। কয়লা পাচারকাণ্ডে সিবিআইয়ের মামলায় অন্যতম অভিযুক্ত বিকাশ বিনয় মিশ্রের ভাই। শনিবার আসানসোল আদালতে কয়লা পাচার কাণ্ডে সিবিআইয়ের মামলায় চার্জ গঠন হয়। তার আগে চার্জশিটে নাম থাকা বিকাশ মিশ্রকে পকসো মামলায় গ্রেফতার করা হয়েছে। 



  • Nov 24, 2024 15:00 IST
    West Bengal News Live Updates: খুন করে পুঁতে দিল প্রেমিকার দেহ, বাংলার বুকে হাড়হিম ঘটনা

    নদীয়ার ভীমপুর থানা এলাকায় উদ্ধার নাবালিকার মৃতদেহ। পরিবার সূত্রের খবর, গত চার-পাঁচ দিন ধরেই নিখোঁজ ছিল ওই নাবালিকা। রবিবার মাটি খুঁড়ে উদ্ধার করা হয় নাবালিকার মৃতদেহ। ঘটনার জেরে ছড়িয়েছে চূড়ান্ত চাঞ্চল্য।



  • Nov 24, 2024 13:41 IST
    West Bengal News Live Updates: দেবের সামনেই তৃণমূলের গোষ্ঠী কোন্দল, হাতাহাতিতে লঙ্কাকাণ্ড ঘাটালে

    লঙ্কাকাণ্ড ঘাটালে। শিশুমেলার আয়োজন ঘিরে মিটিং চলাকালীন ধুন্ধুমার। দেবের সামনেই ঘটল হাতাহাতির ঘটনা। দেবের সামনেই শাসকদলের গোষ্ঠী কোন্দল। দেব-শংকর অনুগামীদের মধ্যে হাতাহাতিতে উত্তপ্ত ঘাটাল। তৃণমূল সাংসদের সামনেই কিল, চড়, ঘুষি, লাথি। দেবের অনুগামীদের সঙ্গে শঙ্কর দুলুইয়ের অনুগামীদের হাতাহাতি। ঘাটাল স্টেডিয়ামে চরম উত্তেজনা।

    তৃণমূল সাংসদ দেবের সামনেই লাঠি হাতে ঝাঁপিয়ে পড়লেন শাসক দলের দুই গোষ্ঠীর সমর্থকরা। শিশুমেলার মিটিং চলকালীন ধুন্ধুমার। মেলার রাশ কার হাতে থাকবে তা নিয়েই গোলমালের সূত্রপাত। দুই শাসক নেতার অনুগামীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঝরল রক্ত। 



  • Nov 24, 2024 13:22 IST
    West Bengal News Live Updates: মমতার হুঁশিয়ারি, অ্যাকশনে নামতেই উদ্ধার বিপূল পরিমাণ অস্ত্র

    রাজ্যে ফের অস্ত্র উদ্ধার। কুলটিতে ২ আন্তঃরাজ্য পাচারকারীকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। জানা গিয়েছে দুজনের নাম মিনারুল ইসলাম ও সফিকুল মণ্ডল। তল্লাশিতে উদ্ধার হয়েছে ১০টি পাইপগান, ৫৪ রাউন্ড ৮ এমএম ও চার রাউন্ড ৯ এমএম কার্তুজ।। কুলটি থানায় ধৃত দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। কারা বরাত দিয়েছিল, কোথা থেকে আনা হচ্ছিল এই বিপূল পরিমাণে অস্ত্র? তা খতিয়ে দেখতে ধৃত ২ জনকে হেফাজতে নিয়ে জেরা করতে চাইছে তদন্তকারী আধিকারিকরা। এসটিএফ সূত্রে খবর, ভিন রাজ্য থেকে অস্ত্র মূলত পাচারের উদ্দেশ্যেই রাজ্যে আনা হয়।

    firearms recovered
    উদ্ধার হওয়া অস্ত্র



  • Nov 24, 2024 13:04 IST
    West Bengal News Live Updates: সরকারি টাকায় বাড়ি আলোয়-আলো!

    বিদ্যুৎ চুরি রুখতে সর্বতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য বিদ্যুৎ দপ্তর। হুকিং রুখতে রাজ্য সরকার প্রচারও চালাচ্ছে। এর মাঝেই বিদ্যুৎ চুরির অভিযোগ উঠল খোদ শাসক দলের বিধায়কের শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। 



  • Nov 24, 2024 11:31 IST
    West Bengal News Live Updates: 'উন্নত ভারত গড়তে তরুণদের ভূমিকা'র উল্লেখ মোদীর

    মন কি বাত অনুষ্ঠানের ১১৬ তম পর্বে দেশবাসীর সঙ্গে নিজের চিন্তা-ভাবনা ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী এদিন মন কি বাত অনুষ্ঠানে বলেন, উন্নত ভারতে তরুণরা বড় ভূমিকা পালন করেছে।



  • Nov 24, 2024 11:08 IST
    West Bengal News Live Updates: শীতেও ডেঙ্গুর বাড়বাড়ন্ত, চিন্তার ভাঁজ স্বাস্থ্য দফতরের কপালে

    দিনে দিনে রাজ্যে বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান চমকে দেওয়ার মতই। প্রতি মাসেই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে চলতি বছর রাজ্যে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৭,১৪২ জন। 



  • Nov 24, 2024 10:35 IST
    West Bengal News Live Updates: 'আপনার একটি ভোট শুধু জিততে নয়, দেশ গড়ার শক্তিশালী হাতিয়ার '

    মহারাষ্ট্রে বিরাট সাফল্যের পর প্রধানমন্ত্রী মোদী মহারাষ্ট্রের জনসাধারণকে অভিনন্দন জানিয়ে বলেন,' 'আপনার একটি ভোট শুধু জিততে নয়, দেশ গড়ার শক্তিশালী হাতিয়ার '।



  • Nov 24, 2024 09:57 IST
    West Bengal News Live Updates: বরফে ঢাকবে দার্জিলিং?

    নভেম্বরের শেষ সপ্তাহেই জাঁকিয়ে শীত? ফের বরফের চাদরে ঢাকবে দার্জিলিং?

    পড়ুন বিস্তারিত- বরফে ঢাকবে দার্জিলিং?



  • Nov 24, 2024 09:55 IST
    West Bengal News Live Updates: 'মমতা চিরকাল বাংলা শাসন করবেন', বিজেপি নেতার বিস্ফোরক পোস্ট

    উপনির্বাচনেও বাজিমাত তৃণমূলের। ৬টি কেন্দ্রের ৬টিতেই বিপুল জয় শাসকদলের প্রার্থীদের। দাগ কাটতেই পারলেন না বিরোধী প্রার্থীরা। এরপরই বিজেপি নেতার পোস্ট ঘিরে তুঙ্গে চর্চা। 

    পড়ুন বিস্তারিত-  'মমতা চিরকাল বাংলা শাসন করবেন'



tmc bjp kolkata bypoll fire westbengal
Advertisment