Kolkata Metro: যাত্রী স্বার্থে মেট্রোর দুরন্ত উদ্যোগ,নয়া পরিষেবার প্রশংসা সর্বত্র

Kolkata Metro: যাত্রী স্বার্থে বরাবর একাধিক নজরকাড়া উদ্যোগ নিয়েছে কলকাতা মেট্রো। এবারও তার কোন ব্যাতিক্রম নেই! আর এমন উদ্দোগ্যের প্রশংসা সর্বত্র।

Kolkata Metro: যাত্রী স্বার্থে বরাবর একাধিক নজরকাড়া উদ্যোগ নিয়েছে কলকাতা মেট্রো। এবারও তার কোন ব্যাতিক্রম নেই! আর এমন উদ্দোগ্যের প্রশংসা সর্বত্র।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata metro

যাত্রী স্বার্থে মেট্রোর দুরন্ত উদ্যোগ,নয়া পরিষেবা প্রশংসা সর্বত্র

Kolkata Metro: UPSC পরীক্ষার কথা মাথায় বিরাট উদ্যোগ কলকাতা মেট্রোর। রবিবারও চালু থাকবে মেট্রো পরিষেবা। 

Advertisment

যাত্রী স্বার্থে বরাবর একাধিক নজরকাড়া উদ্যোগ নিয়েছে কলকাতা মেট্রো। এবারও তার কোন ব্যাতিক্রম নেই! UPSC পরীক্ষার কথা মাথায় রেখে প্রার্থীদের সুবিধার জন্য অতিরিক্ত মেট্রো চালাবে কর্তৃপক্ষ। মেট্রো সূত্রে জানানো হয়েছে ২৫ মে রবিবার, ব্লু লাইনে চলবে ১৩৮টি ট্রেন। 

UPSC সিভিল সার্ভিস (প্রিলিমিনারি) পরীক্ষা ২০২৫-এর প্রার্থীদের সুবিধার জন্য কলকাতা মেট্রো ব্লু লাইনে (Kolkata Metro Blue Line) অতিরিক্ত মেট্রো পরিষেবা চালুর ঘোষণা করেছে। ২৫ মে ২০২৫ রবিবার UPSC প্রার্থীদের সুবিধার্থে ব্লু লাইনে চলবে অতিরিক্ত রেক। ওইদিন মোট আপ ও ডাউনে মোট ১৩৮টি মেট্রো চলবে। যেখানে সাধারণত ১৩০টি ট্রেন চলে। 

২ বছরের শিশুর দেহে এবার মিলল করোনার নয়া স্ট্রেন, দেশ জুড়ে বিরাট উদ্বেগে চূড়ান্ত সতর্ক কেন্দ্র

Advertisment

মেট্রোর তরফে জানানো হয়েছে 
সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত আপ ও ডাউন—উভয় দিকেই ৩০ মিনিট অন্তর ছুটবে মেট্রো।

প্রথম মেট্রো ট্রেন চলবে-

  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর – সকাল ৭:০০ টায় (সাধারণত রবিবার  ৯:০০ টা থেকে পরিষেবা শুরু হয়)
  • নোয়াপাড়া থেকে কবি সুভাষ – সকাল ৭:০০ টা
  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ – সকাল ৭:২০ টা
  •  শেষ মেট্রো ট্রেনের সময় অপরিবর্তিত:
  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর – রাত ৯:২৭ মিনিটে। 
  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ – রাত ৯:৩৩ মিনিটে
  • কবি সুভাষ থেকে দমদম – রাত ৯:৪০ মিনিটে 
  • Green Line-2 (Esplanade to Howrah Maidan) – স্বাভাবিক পরিষেবা চালু থাকবে।
  • Green Line-1, Purple Line এবং Orange Line – যেহেতু রবিবার, তাই এই লাইনগুলোতে নিয়মমাফিক পরিষেবা বন্ধ থাকবে।

বিকেল গড়াতেই আবহাওয়ার ভোলবদল! কোন কোন জেলায় বিরাট দুর্যোগের পুর্বাভাস? মিনিটে জানুন বাংলার লেটেস্ট ওয়েদার আপডেট

kolkata metro