Advertisment

Boat Accident: বন্যা পরিস্থিতি দেখতে বিপত্তি! নদীতে উল্টে গেল স্পিড বোট, অল্পের জন্য রক্ষা বিধায়ক-সাংসদের

Boat Accident: বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে দুর্ঘটনার শিকার হলেন জেলা শাসক, জেলা পুলিশ সুপার, দুই সাংসদ, বিধায়ক সহ ১৩ জন। স্থানীয়দের তৎপরতায় তাদের উদ্ধার করা হয় জল থেকে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
flood situation

দুর্ঘটনায় পরের মুহূর্ত

Boat Accident: বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে দুর্ঘটনার শিকার হলেন জেলা শাসক, জেলা পুলিশ সুপার, দুই সাংসদ, বিধায়ক সহ ১৩ জন। স্থানীয়দের তৎপরতায় তাদের উদ্ধার করা হয় জল থেকে। তবে সেফটি জ্যাকেট না নিয়ে কেন স্পিড বোডে চড়লেন প্রশাসনের শীর্ষকর্তারা সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisment

জানা গিয়েছে, তিনদিনের অতি বৃষ্টিতে বীরভূমের লাভপুরে কুয়ে নদীর বাঁধ ভেঙে যায়। ফলে নদী সংলগ্ন বলরামপুর গ্রাম সম্পূর্ণ ভেসে যায়। পাশেপাশের আরও কয়েকটি গ্রাম এখনও জলমগ্ন। ওই গ্রামগুলির সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। সেই সমস্ত গ্রামের মানুষদের পাশে দাঁড়াতে বুধবার এলাকা পরিদর্শনে যান জেলা শাসক বিধান রায়, জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়, বোলপুর সাংসদ অসিত মাল, রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা ওরফে রানা সহ মোট ১৩ জন।

'বিচার ছিনিয়ে আনবই', নবান্নে বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে হুঙ্কার জুনিয়র ডাক্তারদের

সেফটি জ্যাকেট ছাড়াই একটি স্পিড বোর্ডে তাঁরা দুর্গত এলাকায় যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা বোর্ডটি কুয়ে নদীতে উল্টে যায়। জেলা পুলিশ সুপার ছাড়া সকলেই নদীতে পরে যান। উদ্ধারকারী দল এবং স্থানীয়দের প্রচেষ্টায় সকলকে উদ্ধার করা হয়। 

অসিত মাল বলেন, “হঠাত নদীর স্রোতে স্পিড বোর্ড উল্টে যায়। আমি সাঁতার জানতাম। কিন্নতু জলের স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে সাঁতার কাটতে পারছিলাম না। এরপর একটা গাছের ডাল ধরে ঝুলতে থাকি। কিছুক্ষনের মধ্যেই উদ্ধারকারী দলের সদস্যরা আমাকে উদ্ধার করে। মৃত্যুর মুখ থেকে বেঁচে এলাম”।

Flood Like Situation accident
Advertisment