/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/arrest.jpg)
প্রতীকী ছবি।
Bodies found stuffed in trolley bag on Kalyani Expressway near Ghola, 2 arrested: খাস কলকাতা শহরের বুকে আবারও এক হাড় হিম করা ঘটনা। কুমোরটুলির পর এবার উত্তর ২৪ পরগনার ঘোলা। ফের সেই ট্রলি ব্যাগ থেকেই উদ্ধার হল এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ। এই ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা রাজস্থানের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
কল্যাণী এক্সপ্রেসওয়ের ধরে একটি অ্যাপ ক্যাবে যাচ্ছিলেন দুই ব্যক্তি। ওই দুইজনের সঙ্গে ছিল একটি বড় আকারের ট্রলিব্যাগ। নাগেরবাজার থেকে অ্যাপ ক্যাবে চড়েছিলেন দু'জন। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে তাঁরা যাবে বলেছিলেন। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারেই নির্জন কোনও জায়গায় ট্রলিব্যাগটি ফেলে দেওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। তবে দুই ব্যক্তির হাতে বড় আকারের ট্রলিটি দেখে ও দুই ব্যক্তির আচরণে সন্দেহ হয় অ্যাপ ক্যাব চালকের। ঘোলার কাছে যেতেই ট্রলি ব্যাগে কী রয়েছে তা জানতে চান গাড়িচালক। গাড়িচালক এ প্রশ্ন করতেই রীতিমতো ক্ষেপে যান দুই ব্যক্তি। তাদের সঙ্গে বচসা শুরু হয়ে যায় অ্যাপ-ক্যাব চালকের।
কল্যাণী এক্সপ্রেস ওয়েতে পুলিশের গাড়ি দেখেই সিগন্যাল দিয়ে সেটি দাঁড় করান ওই গাড়িচালক। এরই মধ্যে এক ব্যক্তি পালিয়ে যায়। তবে বাকি কৃষ্ণরাম সিং নামে একজনকে ধরে ফেলে পুলিশ। জেরায় সব কথা স্বীকার করে নেয় অভিযুক্ত। অপর ব্যক্তি পালিয়ে গেলেও পরে কলকাতার মুক্তারামবাবু স্ট্রিট থেকে করণ সিং নামে ওই ব্যক্তিকেও পুলিশ গ্রেফতার করে। নিহত ব্যক্তির নাম ভাগ রাম সিং। কলকাতার বড় বাজারে কাপড়ের ব্যবসা রয়েছে তাঁর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত করন সিং নিহত ভাগ রাম সিংয়ের কাছ থেকে টাকা পেতেন। বারবার সেই টাকার তাগাদা করছিলেন করন। টাকা না মেলায় শেষমেষ ভাগরামকে খুনের পরিকল্পনা করেছিলেন করন সিং। খুনের পর দেহ লোপাট করার চেষ্টা হয়। প্রথমে বড় বাজার থেকে হলুদ ট্যাক্সি করে নাগেরবাজার নিয়ে যাওয়া হয় ট্রলি ভর্তি মৃতদেহ। নাগেরবাজার থেকে অ্যাপ ক্যাব বুক করে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে যাচ্ছিলেন তারা। নির্জন কোনও জায়গায় ট্রলি ভর্তি মৃতদেহ ফেলে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের।তবে অ্যাপ ক্যাব চালকের তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে যায়।
আরও পড়ুন- AIMIM: ‘রাজ্যে এখন ৪০% এর বেশি মুসলিম’, সামনের ভোটেই দুরন্ত লড়াইয়ের বার্তা AIMIM-এর