/indian-express-bangla/media/media_files/dG6k0Id09RLtB63mu0mJ.jpg)
বিরাট বিপাকে শেখ হাসিনা, বাংলাদেশের রাজনীতিতে তোলপাড়
Latest West Bengal News Updates: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১৩ সালে হেফাজতে থাকাকালীন বিক্ষোভকারীদের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ মানবতাবিরোধী এই অপরাধের তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এই সিদ্ধান্তের পর বাংলাদেশের রাজনীতিতে আলোড়ন সৃষ্টি হয় এবং বিরোধী দলগুলোর মধ্যে খুশির ঢেউ ছড়িয়ে পড়ে। বিএনপি এবং অন্যান্য বিরোধী দলগুলি এই সিদ্ধান্তকে 'ন্যায়বিচারের জয়' বলে উল্লেখ করেছে।
দোল ও হোলি উপলক্ষে বসন্তোৎসব আয়োজন করছে রাজ্য সরকার। ১২ মার্চ ধনধান্য প্রেক্ষাগৃহে বিশেষ বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় বসন্তোৎসব। এখান থেকে সম্প্রীতির বিরাট বার্তা মুখ্যমন্ত্রীর। মমতা এদিন বলেন, "আপনারা সবাই যে যার ধর্ম পালন করুন। বাংলা সকলের জন্য খোলা, বিহারি, রাজস্থানি, জৈন, মুসলিম, সকলেই বাংলায় আনন্দে থাকেন। এটাই আমাদের সম্প্রতীর বাংলা। আমরা আগুন নিয়ে খেলতে চাইন না। বিচ্ছেদের জন্য আগুন লাগাবে কেউ তা আমরা বরদাস্ত করব না। সবাই ভাল থাকলে বাংলা ভাল থাকবে, বাংলা ভাল থাকলে ভারত দেশ ভালো থাকবে। আগুন খাবার বানানোর জন্য, বিভেদের জন্য নয়। আমরা শান্তি চাই ভৌগলিক ভাবে বাংলার গুরুত্ব অপরিসীম। স্বাধীনতার লড়াইয়ে বাংলার ভূমিকা সকলের জানা। বাংলায় কিছু হয়ে গেলে দেশ ভালো থাকবে না। বাংলা ৪-৫টা দেশের গেটওয়ে। দেশের কাছে বাংলার গুরুত্ব অপরিসীম"।
এই রাজ্যে ক্ষমতায় এলে সংখ্যালঘু বিধায়কদের 'চ্যাংদোলা' করে বিধানসভা থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি বিধায়কের করা সেই মন্তব্যের তীব্র প্রতিবাদে গর্জে উঠেছেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। শুভেন্দু অধিকারীকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে হুমায়ুন কবীর এদিন বলেছেন, "উনি যদি মারতে আসেন আমরা কি রসগোল্লা খাওয়াব? যা জবাব দেওয়ার তাই দেওয়া হবে। শুভেন্দু অধিকারী ৭২ ঘণ্টার মধ্যে নিজের মন্তব্য প্রত্যাহার না করলে এবং মুসলিম বিধায়কদের কাছে ক্ষমা না চাইলে, বিধানসভায় তাঁর ঘরের বাইরে তাঁকে বুঝে নেওয়া হবে। আমার নেতৃত্বে ৪২ জন মুসলিম বিধায়ক বুঝে নেবে।"
বিধানসভার অন্দরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খুনের চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলতে উঠতেই প্রতিবাদ করতে থাকেন বিজেপি বিধায়করা। "আপনারা ধর্মীয় কার্ড খেলছেন", বিজেপিকে খোঁচা দিতেই পাল্টা বিধানসভার অন্দরে বিক্ষোভ দেখাতে শুরু করেন শঙ্কর ঘোষ-সহ বাকি বিজেপি বিধায়করা। বিধানসভায় কালো পোশাক পড়ে এদিন গিয়েছিলেন বিজেপি বিধায়করা। বিক্ষোভ দেখাতে দেখাতে বাইরে বেরিয়ে আসেন তাঁরা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, "বিরোধী দলনেতা অনুপস্থিত। ফাঁকা মাঠে খেলতে চান মুখ্যমন্ত্রী। বিধানসভায় খুন করা হতে পারে বিরোধী দলনেতাকে। আমরা এমনই আশঙ্কা করছি।"
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে এবার 'আজাদ কাশ্মীর' গ্রাফিতে ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। কলকাতা পুলিশ অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এই ঘটনাকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে ওই গ্রাফিতির নিচে লেখা অতিবাম সংগঠন পিডিএসএফের নাম। ইতিমধ্যেই এই সংগঠনের সদস্যদের গতিবিধির ব্যাপারে খোঁজখবর চালানো শুরু হয়েছে। সূত্রের খবর, তদন্ত আর খানিকটা এগোলেই পিডিএসএফের কয়েকজন নেতা-কর্মীকে ডেকে পাঠিয়ে এব্যাপারে জিজ্ঞাসাবাদও করতে পারে পুলিশ।
-
Mar 12, 2025 20:28 IST
West Bengal News Live: জাফর এক্সপ্রেস জঙ্গিমুক্ত, বন্দীদের সরিয়ে নেওয়ার কাজ চলছে
মঙ্গলবার (১১ মার্চ, ২০২৫) পাকিস্তানের বেলুচিস্তানে জাফর এক্সপ্রেসটি ছিনতাই করে বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)। পাকিস্তানি নিউজ চ্যানেল ডনের খবর অনুযায়ী, পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ট্রেনে দখল নেওয়া বালুচ লিবারেশন আর্মির সকল সদস্যকে হত্যা করেছে। বন্দিদের সরিয়ে নেওয়ার কাজ এখন চলছে।
-
Mar 12, 2025 19:03 IST
West Bengal News Live: যাদবপুরে এবার পুলিশ আউটপোস্ট
যাদবপুরে এবার পুলিশ আউটপোস্ট, লালবাজার থেকে চিঠি দিয়ে জায়গা চিহ্নিত করতে কর্তৃপক্ষকে অনুরোধ। ১মার্চ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে ধরে বিক্ষোভ। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় রীতিমত ধুন্ধুমার পড়ে যায়। এরপর জল গড়িয়েছে বহুদূর। উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন। যদিও পুলিশ আউটপোস্ট নিয়ে ছাত্র-ছাত্রীদের একাংশের অন্দরে শুরু হয়ে গিয়েছে জোর চর্চা।
-
Mar 12, 2025 18:49 IST
West Bengal News Live: স্কুলের সামনে ছাত্রীদের উদ্দেশ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি
স্কুলের সামনে ছাত্রীদের উদ্দেশ্য করে অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগের এক যুবককে গ্রেফতার করলো পুলিশ । ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর এলাকায়। মঙ্গলবারের এই ঘটনার পর জেলা পুলিশের সোশ্যাল পেজে অভিযুক্ত যুবকের ছবি দিয়ে বিষয়টি প্রকাশ্যে এনেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে তদন্তকারী পুলিশকর্তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সুমিত দাস। তার বাড়ি পুরাতন মালদার নিত্যানন্দপুর এলাকায়। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ সাহাপুর গার্লস হাইস্কুলের সামনেই একাংশ ছাত্রীদের উদ্দেশ্য করে একটি পরিত্যক্ত বাড়ির ছাদ থেকে ওই যুবক অশ্লীল অঙ্গভঙ্গি করছিল বলে অভিযোগ।
-
Mar 12, 2025 18:47 IST
West Bengal News Live: যোগেশ চন্দ্র কলেজে ধুন্ধুমার
যোগেশ চন্দ্র কলেজে ধুন্ধুমার। রঙ ছোঁড়াকে কেন্দ্র উত্তাল শিক্ষা প্রতিষ্ঠান। বহিরাগতের দাপাদাপির ভয়ঙ্কর অভিযোগ। বুধবারই হাইকোর্টে মামলা দায়ের করেছে কলেজের এক পড়ুয়া। ক্যাম্পাসে সিসিটিভি , নিরাপত্তার দাবি। বহিরাগত তান্ডব ঠেকাতে নির্দেশ দিক আদালত, এমনই দাবি পড়ুয়াদের একাংশের। আজ বুধবার যোগেশচন্দ্র ল কলেজে পরিচালন সমিতির বৈঠকে অংশ নেন সাংসদ মালা রায়। বৈঠক শেষ করে তিনি যখন বেরোতে যান, সেই সময় একাংশ পড়ুয়া তাঁর গাড়ির সামনে বসে বিক্ষোভ দেখান। বহিরাগতদের কলেজে অনুপ্রবেশ বন্ধ করতে হবে দাবি পড়ুয়াদের। আগামী ১৫ মার্চ পর্যন্ত কলেজ বন্ধের নির্দেশ অধ্যক্ষের। -
Mar 12, 2025 17:21 IST
West Bengal News Live: মণিপুরে মৃত্যু বাংলার জওয়ানের
চলন্ত খাদে পড়ে মৃত্যু হল বিএসএফ জওয়ানের। মৃত জওয়ানের নাম বাচ্চু মণ্ডল ( ৩৫ )। বাড়ি বীরভূমের ময়ূরেশ্বর থানার টেগেড্ডা গ্রামে। তিনি মণিপুরে বিএসএফের ৩৭ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন। মঙ্গলবার সেখানেই গাড়ি সহ খাদে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয় বলে পরিবার সূত্রের খবর। জানা গিয়েছে, বছর বারো আগে বিএসএফ'এ যোগ দেন বাচ্চু। বাবা কৃষ্ণচন্দ্র মণ্ডল পেশায় কৃষক। মা শিখারানি গৃহবধূ। স্ত্রী রিক্তা ৫ বছরের মেয়ে ঈশিতার পড়াশোনার জন্য বোলপুরে থাকেন। স্বামীর মৃত্যুর খবর পেয়ে বুধবার সকালে গ্রামের বাড়িতে এসে পৌঁছোন রিক্তা। সকলেই কান্নায় ভেঙে পড়েছেন। -
Mar 12, 2025 16:59 IST
West Bengal News Live: শুভেন্দুর বিরুদ্ধে এবার থানায় অভিযোগ
সংখ্যালঘু বিধায়কদের বিধানসভায় হুমকি, থানায় গেলেন কংগ্রেসে নেতা আলি ইমরান। মুখ্যমন্ত্রী ও প্রশাসনের কাছে চিঠি দিয়ে শুভেন্দুর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টার মারাত্মক অভিযোগ বিরোধী দলনেতার বিরুদ্ধে। চাকুলিয়া থানায় বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন কংগ্রেস নেতা আলি ইমরানের। কেন এখনও গ্রেফতার করা হয়নি বিরোধী দলনেতাকে সেই প্রশ্নও তুলেছেন কংগ্রেস নেতা।
-
Mar 12, 2025 16:09 IST
West Bengal News Live:ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রার্থী শুভেন্দু?
মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষের জবাব দিতে দেরি করলেন না শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতার নাম না নিয়ে তাঁকে খোঁচা দিয়ে বলেছিলেন, "অন্য দলে যাওয়ার রিকোয়েস্ট এল বলে।" মুখ্যমন্ত্রীর সেই খোঁচার পাল্টা এবার শুভেন্দু বললেন, "আপনাকে ভবানীপুরেও হারাব।"
বিস্তারিত পড়ুন- Mamata-Suvendu: ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রার্থী শুভেন্দু? মুখ্যমন্ত্রীর আক্রমণের পাল্টা 'জবাব' বিরোধী দলনেতার
-
Mar 12, 2025 15:59 IST
West Bengal News Live:ফের ট্রলিতে মৃতেদহ
কুমোরটুলির পর এবার কল্যাণী এক্সপ্রেসওয়ে। ঘটনাক্রম খানিকটা একই। যুবককে খুন করে তাঁর দেহ ট্রলি ব্যাগে পুরে ফেলেছিল অন্য দুই যুবক। মৃতদেহ ট্রলি ব্যাগে ভরে অ্যাপ ক্যাবে উঠেছিল আততায়ীরা। তবে শেষ রক্ষা হয়নি। ট্রলিব্যাগটি দেখেই সন্দেহ হয় অ্যাপক্যাব চালকের। ট্রলিতে কী রয়েছে তা জিজ্ঞাসা করেন তিনি। তখনই দুই যুবকের সঙ্গে তুমুল তর্কাতর্কি শুরু হয়ে যায় গাড়িচালকের। ঠিক সেই সময়ে এলাকা দিয়ে যাচ্ছিল পুলিশের টহলদারি ভ্যান। পুলিশ দেখেই এক যুবক পালিয়ে যায়। অন্যজন পালাতে গিয়ে ধরা পড়ে। ট্রলি ব্যাগে মিলেছে এক যুবকের মৃতদেহ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিস্তারিত পড়ুন- Ghola Incident: কলকাতায় ফের আঁতকে ওঠার মতো নৃশংস কাণ্ড! ট্রলিতে রক্তাক্ত দেহ, ধৃত ২
-
Mar 12, 2025 15:30 IST
West Bengal News Live:কাকাকে খুনের অভিযোগ ভাইপো-বউদির বিরুদ্ধে
ইট এবং হাতুড়ি দিয়ে আঘাত করে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল তাঁরই বউদি ও ভাইপোর বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম, হানেফ মণ্ডল। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার চাঁদা জামতলা এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে দুই পরিবারের মধ্যে। বুধবার সকালে জমি নিয়ে হানেফ মণ্ডলের সঙ্গে ঝামেলা শুরু হয় তার দাদার পরিবারের সদস্যদের। এই ঘটনাকে কেন্দ্র করে ইয়ানুর মণ্ডল ও তার মা আজিফা মণ্ডল হানেফকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তার উপরে চড়াও হয়। এরপর হানেফকে মাটিতে ফেলে তাকে ইট ও হাতুড়ি দিয়ে আঘাত করে তারা। বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা হানেফকে মৃত বলে ঘোষণা করেন।
-
Mar 12, 2025 15:28 IST
West Bengal News Live:পশ্চিমবঙ্গে কয়লা খনন কার্যকর হতে দেরি
পশ্চিমবঙ্গে মোট ১৫টি কয়লা ব্লক বরাদ্দ করা হয়েছে। তবে বেশ কয়েকটি এখনও চালু হয়নি, যা জ্বালানি উৎপাদন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রভাব ফেলছে। কার্যকর না হওয়া বিশেষ কয়লা ব্লকগুলোর মধ্যে রয়েছে, দেওচা পাচামি-দেওনগঞ্জ-হারিনসিঙ্ঘা (২০১৯) – ভারতের বৃহত্তম কয়লা ব্লক, এখনও কাজ শুরু হয়নি। গৌরাঙ্গদীহ এ-বি-সি (২০১৬) – ২০১৬ সালে বরাদ্দ করা হলেও এখনও কাজ শুরু হয়নি। দামাগড়িয়ার পূর্ব (২০১৯) জগন্নাথপুর বি (২০২০) কাস্ত পূর্ব (২০২২) কাগরা জয়দেব (২০২৩) বিনোদপুর ভবানীগঞ্জ (২০২৪)।
-
Mar 12, 2025 15:00 IST
West Bengal News Live:ছিঁড়ল সাড়ে ৩০০ বছরের অস্পৃশ্যতার বেড়াজাল!
অবশেষে প্রায় তিনশো বছর পর প্রশাসনের হস্তক্ষেপে ভাঙল অস্পৃশ্যতা ও জাত-পাতের বৈষম্যের বেড়াজাল। বুধবার প্রথম পূর্ব বর্ধমানের কাটোয়ার গীধেশ্বর শিব মন্দিরে প্রবেশাধিকার পেলেন স্থানীয় দাসপাড়ার দলিত সম্প্রদায়ের মানুষজন। ফুল, ফল, মিষ্টি, ধূপ-বাতি সহযোগে ডালা সাজিয়ে নিয়ে পাঁচ দলিত পরিবারের বধূ বুধবার গীধেশ্বর মন্দিরে ঢোকেন। পুরোহিত নাম-গোত্র দিয়ে তাঁদের পুজো দেবতা গীধেশ্বরের কাছে নিবেদন করেন। দীর্ঘদিনের মন বাসনা এদিন পূর্ণ হওয়ায় পুলিশ ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন গীধগ্রামের দাস পাড়ার দলিত সম্প্রদায়ের মানুষজন।
বিস্তারিত পড়ুন- Purba Bardhaman News: খুলে গেল সাড়ে ৩০০ বছরের অস্পৃশ্যতার শৃঙ্খল! বাংলার এই গ্রামে নতুন ইতিহাস রচনা
-
Mar 12, 2025 13:30 IST
West Bengal News Live:অপারশেন করবে রোবট
বাংলার স্বাস্থ্য ক্ষেত্রে এ যেন এক নতুন যুগের সূচনা। রাজ্যে এই প্রথম, অত্যাধুনিক প্রযুক্তিতে অপারেশনের লক্ষ্যে কলকাতার SSKM হাসপাতালে চালু হতে চলেছে রোবটিক সার্জারি (Robotic Surgery)। সবচেয়ে আনন্দের খবর হল একেবারে বিনামূল্যে সরকারি এই হাসপাতালে রোবটিক সার্জারি হবে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, এসএসকেএম হাসপাতালে এই রোবট আনতে বা বসাতে খরচ হচ্ছে ৬ কোটি ৪৪ লক্ষ টাকার মতো।
বিস্তারিত পড়ুন- Robotic Surgery: বাংলার স্বাস্থ্যক্ষেত্রে নতুন যুগের সূচনা! সরকারি হাসপাতালে অপারশেন করবে রোবট
-
Mar 12, 2025 12:55 IST
West Bengal News Live:চেয়ারম্যানের ইস্তফা
পানিহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে শেষমেশ ইস্তফাই দিলেন মলয় রায়। মলয় রায়কে পদ ছাড়তে নির্দেশ দিয়েছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও খানিকটা জটিলতা চলছিল। গতকাল রাতে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন মলয়। পুরমন্ত্রীকেই তিনি তাঁর ইস্তফাপত্র জমা দিয়েছেন। পানিহাটি এলাকার নাগরিক পরিষেবা-সহ নানা বিষয়ে পুরসভার ভূমিকায় প্রশ্ন উঠেছিল। তারই জেরে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী চেয়ারম্যানকেই ইস্তফা দিতে নির্দেশ দিয়েছিলেন।
-
Mar 12, 2025 12:26 IST
West Bengal News Live:গ্রেফতার অধীর চৌধুরীর 'কাছের লোক'
ফের চর্চায় প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। তোলাবাজির অভিযোগে এবার অধীর চৌধুরীর আপ্ত সহায়ককে গ্রেফতার করেছে পুলিশ। নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন প্রদীপ্ত রাজপণ্ডিত নামে ওই ব্যক্তি। নীল বাতিওয়ালা গাড়িতে চেপে ঘুরে বেড়াতেন তিনি।
বিস্তারিত পড়ুন- Adhir Ranjan Chowdhury: তোলাবাজি-সহ মারাত্মক সব অভিযোগ, গ্রেফতার অধীর চৌধুরীর 'কাছের লোক'
-
Mar 12, 2025 11:51 IST
West Bengal News Live:হাসপাতালের শৌচালয়ে মিলল মহিলার দেহ
উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা হাসপাতালের শৌচালয় থেকে মহিলার মৃতদেহ উদ্ধার। বুধবার সকালে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতের মেয়ে জানিয়েছেন, তাঁর মা চপলা হাজরা তাঁরই ছেলেকে হাসপাতালে ভর্তি করিয়েছিলেন। নাতির জন্য কিছু কিনতে হাসপাতালের বাইরে যাবেন বলে বেরিয়েছিলেন তিনি। তবে আর ফেরেননি। পরিবারের সদস্যরা তাঁকে অনেক খোঁজাখুঁজি করেছেন, তবে তাঁর হদিশ মেলেনি। বুধবার সকালে হাসপাতালেরই শৌচালয় থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ।
-
Mar 12, 2025 09:35 IST
West Bengal News Live:বাংলার ভোটে লড়বে AIMIM
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। আসন্ন বিধানসভা নির্বাচনে এবার বাংলায় লড়বে আরও একটি রাজনৈতিক দল। আসাদউদ্দিন ওয়েইসির AIMIM আগামী বছর রাজ্যে বিধানসভা ভোটে পূর্ণ শক্তিতে লড়াই করবে বলে জানিয়েছে। মঙ্গলবার কলকাতায় এই দলের তরফে সাংবাদিক সম্মেলন করা হয়েছিল। সেখানেই AIMIM নেতৃত্বের দাবি, "বর্তমানে এরাজ্যে মুসলিম জনসংখ্যা ৪০ শতাংশেরও বেশি।" এরপরেই আগামী বছরে নির্বাচনে লড়ার কথাও জানায় দলটি।
বিস্তারিত পড়ুন- AIMIM: ‘রাজ্যে এখন ৪০% এর বেশি মুসলিম’, সামনের ভোটেই দুরন্ত লড়াইয়ের বার্তা AIMIM-এর
-
Mar 12, 2025 08:49 IST
West Bengal News Live:অটোর ধাক্কায় সিভিক ভলান্টিয়ারের মৃত্যু
রাস্তার পাশে দাঁড়িয়ে পরিচিতের সাথে কথা বলার সময় অটোর ধাক্কায় গুরুতর জখম হন এক সিভিক ভলান্টিয়ার। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃতের নাম শুভাশিস বিশ্বাস(৩৮)। দিন কয়েক আগে ঘটনাটি ঘটেছে বাসন্তীর কালিবটতলা এলাকায়। বাসন্তীর ৩ নম্বর সোনাখালির বাসিন্দা শুভাশিসকে একটি দ্রুতগতিতে এসে একটি অটো ধাক্কা মারলে গুরুতর জখম হন তিনি। তাঁকে স্থানীয়রা ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। সেখানেই চিকিৎসা চলাকালীন ওই যুবকের মৃত্যু হয়।
-
Mar 12, 2025 08:49 IST
West Bengal News Live:লোকালয়ে কুমির
দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমার ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় লোকালয়ে কুমির। কুমিরটিকে গ্রামে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়া বনদফতরে খবর দেন। বনদফতরের লোকজন এসে চতুর্দিকে জাল দিয়ে ঘিরে ফেলে কুমিরটি ধরে ফেলেন। কুমিরটিকে রামমোঙ্গা রেঞ্জের এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর আবারও নদীতে ছেড়ে দেওয়া হয় কুমিরটিকে।
-
Mar 12, 2025 08:49 IST
West Bengal News Live:কাকুকে খুনে ভাইপোর আজীবন কারাবাস
কাকুকে খুনের ঘটনায় ভাইপোকে দোষী সাব্যস্ত ভাইপোকে আমৃত্যু সশ্রম কারাদণ্ডের সাজা দিল বারুইপুর আদালত। কাকিমাকেও ধারালো অস্ত্রের কোপ মারার ঘটনায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। বাড়িতে টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে কাকা ও ভাইপোর মধ্যে ঝামেলা হয়। ঘটনাটি ঘটে বারুইপুর থানা এলাকার রামনগরে। ২০১৭ সালের ১ মে কাকু গোপাল হালদারকে ধারালো অস্ত্র দিয়ে একাধিক কোপ মারে তাঁরই ভাইপো। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন কাকিমা মায়া হালদারও। পরে আশঙ্কাজনক হওয়ায় গোপাল হালদারকে বারুইপুর মহকুমা হাসপাতাল থেকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হলে পথেই মারা যান তিনি। এই ঘটনায় তদন্তে নেমে অভিযুক্ত শুভঙ্করকে গ্রেফতার করে পুলিশ। শেষমেশ তাকেই যাবজ্জীবন সাজা দিল আদালত।
-
Mar 12, 2025 08:48 IST
West Bengal News Live: আক্রান্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য
দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে ইফতার অনুষ্ঠানে যাওয়ার পথে তৃণমূলের পঞ্চায়েত সদস্য-সহ কয়েকজনের উপর হামলার অভিযোগ। হামলার অভিযোগ আইএসএফ-এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটে ভাঙড়ের কোচপুকুর ও চালতা বেড়িয়া এলাকায়। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। অবস্থার অবনতি হওয়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে আরজি কর হাসপাতালে রেফার করা হয়েছে। এই ঘটনায় উত্তর কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
-
Mar 12, 2025 08:37 IST
West Bengal News Live:দোলের দোন ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনও সকাল-সন্ধেয় ঠান্ডার আমেজ টের পাওয়া যাচ্ছে। বেলা বাড়লে গরমের অনুভূতি মিললেও সন্ধ্যের পর থেকে পরিস্থিতি পুরোপুরি পাল্টে যাচ্ছে। তবে আবহাওয়ার এই পরিস্থিতি আর মাত্র কয়েকদিন, আগামী দিন কয়েকেই চড়তে শুরু করবে পারদ। সামনেই দোল (Dol), দোলের দিন ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়।
বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today: দোলের দোন ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়, তাপমাত্রার পতনে ফিরবে 'শীত'?