Anubrata Mondol: কোর কমিটির বৈঠকে অনুব্রতর ঘোষিত কর্মসূচিকে অনুমোদন, মমতাকে ফোনে কী জানালেন কেষ্ট?

Anubrata Mondol:বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেল অনুব্রত মণ্ডলের ঘোষিত কর্মসূচি। পাশাপাশি, আসন্ন বিধানসভা নির্বাচন পরিচালনার ভারও কোর কমিটির হাতেই থাকবে বলে জানিয়ে দেওয়া হয়।

Anubrata Mondol:বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেল অনুব্রত মণ্ডলের ঘোষিত কর্মসূচি। পাশাপাশি, আসন্ন বিধানসভা নির্বাচন পরিচালনার ভারও কোর কমিটির হাতেই থাকবে বলে জানিয়ে দেওয়া হয়।

author-image
Ashis Kumar Mondal
New Update
 kajal sheikh,anubrata mondol, birbhum Tmc political News West Bengal

অনুব্রত মণ্ডলের ঘোষিত কর্মসূচিতেই মান্যতা দিল কোর কমিটি

Birbhum TMC: অনুব্রত মণ্ডলের ঘোষিত কর্মসূচিকেই মান্যতা দেওয়া হল কোর কমিটির বৈঠকে৷ সেই সঙ্গে আগামী বিধানসভা নির্বাচন কোর কমিটিই পরিচালনা করবে বলে কাজল-কেষ্টর উপস্থিতিতে বীরভূম তৃণমূলের কোর কমিটির বৈঠকে বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে৷ বৈঠক চলাকালীন অনুব্রত মণ্ডলকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে তাঁদের মধ্যে কি কথাবার্তা হয়েছে সেটা জানা যায়নি।

Advertisment

রবিবার সকালে বোলপুরে দলীয় কার্যালয়ে নতুন কোর কমিটির বৈঠক ডাকেন বীরভূম জেলা তৃণমূলের চেয়ারপার্সন তথা বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। ছিলেন অনুব্রত মণ্ডল, জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বোলপুরের সাংসদ অসিত মাল, তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ৷ তবে বৈঠকে গরহাজির ছিলেন রাজ্যের কারামন্ত্রী তথা কোর কমিটির অন্যতম সদস্য চন্দ্রনাথ সিংহ ও বীরভূমের সাংসদ শতাব্দী রায়। 

আশিস বন্দ্যোপাধ্যায় জানান, শতাব্দী রায় দিল্লিতে রয়েছেন ও মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বিশেষ বৈঠকে বাইরে থাকায় আসতে পারেননি৷ তবে সভাপতি পদে না-থাকলেও বৈঠকের মধ্যমণি ছিলেন সেই অনুব্রত মণ্ডলই৷ বৈঠকে যাবতীয় তথ্য নথিভুক্ত করার জন্য ছিলেন আইপ্যাকের দুই প্রতিনিধিও ৷

গুরুত্বপূর্ণ মহাকাশ মিশনে বড় ধাক্কা খেল ইসরো! মন ভাঙল ১৪০ কোটি ভারতীয়'র

Advertisment

বৈঠক শেষে সাংবাদিকদের আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “২৫, ২৬ ও ২৭ মে তিনটি মহকুমায় একটি ঘোষিত কর্মসূচী ছিল। সেই কর্মসূচি কোর কমিটি অনুমোদন করেছে। ফলে প্রথম দিন রামপুরহাটে। দ্বিতীয়দিন বোলপুরে এবং শেষদিন সিউড়িতে মিছিল হবে। এছাড়া এবার থেকে সোশাল মিডিয়ায় অনুগামীদের বিভাজনমূলক পোস্ট নিয়ন্ত্রণ করার উপর জোর দেওয়া হবে৷ তাকে চিহ্নিত করে করা পদক্ষেপ গ্রহণ করা হবে। এবার থেকে মাসে দু'বার করে কোর কমিটির বৈঠক হবে। ১৪ জুন সিউড়িতে এবং ২৮ জুন বোলপুরে কোর কমিটির বৈঠক ডাকা হবে”।

জানা গিয়েছে, বৈঠক চলাকালীন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেন অনুব্রত মণ্ডলকে৷ বীরভূমের তিনটি মহকুমায় মহামিছিলের যে ডাক দিয়েছিলেন কেষ্ট। সেই মিছিল করার নির্দেশ দিয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ও।

উল্লেখ্য, তৃণমূল-কংগ্রেসের বীরভূম জেলা সভাপতির পদে আর ফেরানো হয়নি অনুব্রত মণ্ডলকে৷ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কোর কমিটির উপরেই ভরসা রাখেন দলের শীর্ষ নেতারা৷ সাতজনের কোর কমিটিতে রয়েছেন অনুব্রত মণ্ডলও৷ অন্তর্ভূক্ত করা হয়েছে সাংসদ শতাব্দী রায় ও অসিত মালকে৷

বৈঠক শেষে বাইরে বেরিয়ে অনুব্রত মণ্ডলের যুযুধান হিসাবে পরিচিত কাজল শেখ বলেন, "কোনও বিভ্রান্তি, বিভাজন নেই আমাদের মধ্যে নেই ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো কোর কমিটিই দল পরিচালনা করবে ৷ আমাদের নেত্রী যা নির্দেশ দিয়েছেন, তার বাইরে কিছুই হবে না ৷ আগামী দিনে কোর কমিটির নেতৃত্বে বীরভূম জেলার ১১ টি বিধানসভা আসনেই জিতব আমরা৷"

বিকাশ রায় চৌধুরী বলেন, “সভা চলাকালীন মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডলকে ফোন করেন। তাঁদের মধ্যে সদর্থক কথাবার্তা হয়েছে। এবং এদিনের বৈঠকে অনুব্রত মণ্ডলের গ্রহণ করা কর্মসূচীকে মান্যতা দেওয়া দেওয়া হয়েছে। তাঁর প্রতি অনেকেই আস্থা রেখেছেন। অনুব্রত মণ্ডল দলটাকে তিল তিল করে বড় করেছেন। এই জেলায় যখন লাল দুর্গ, হার্মাদদের রাজ, মানুষ কথা বলতে পারতেন না, সেদিন অনুব্রত মণ্ডলের নেতৃত্বে লড়াই করেছি। তাঁর যে ত্যাগ সেটা কল্পনাও করা যায় না। ফলে অনুব্রত মণ্ডলের প্রতি যাদের আনুগত্য আছে তারা বিজেপিতে যোগ দেবে এটা আমি বিশ্বাস করি না”।

বিধ্বংসী অগ্নিকান্ড, ঝলসে মৃত্যু ৬ শিশু সহ ১৭ জনের! বুকফাটা আর্তনাদ, কান্না-হাহাকার...!

 

 

tmc Anubrata Mandol