/indian-express-bangla/media/media_files/2025/05/18/cLCPUtByonulvHpwI9wj.jpg)
গুরুত্বপূর্ণ মহাকাশ অভিযানে বড় ধাক্কা খেল ইসরো! মন ভাঙল ১৪০ কোটি ভারতীয়'র
ISRO Satellite Launch:মহাকাশ অভিযানে ধাক্কা খেল ইসরো! মন ভাঙল ১৪০ কোটির। ১০১তম মহাকাশ অভিযান ব্যর্থ হল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। মাঝপথেই থেমে গেল PSLV-C61-এর উৎক্ষেপণ
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) রবিবার তাদের ১০১তম মহাকাশ মিশন চালু করলেও তা মাঝপথে ব্যার্থ হয়েছে। শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ হওয়া PSLV-C61 রকেটের মাধ্যমে EOS-09 উপগ্রহ মহাকাশে পাঠানোর পরিকল্পনা ছিল ইসরোর। কিন্তু অভিযানটি মাঝপথেই থমকে যায়। ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, উৎক্ষেপণের দ্বিতীয় ধাপ পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলেও তৃতীয় ধাপে কারুগরি কিছু সমস্যা দেখা দেয়, যার ফলে মিশনটি সম্পূর্ণ করা যায়নি।
জলের দরে বাজার কাঁপানো ল্যাপটপ, মাত্র ১৫ হাজারেই এত্ত ফিচার! অবাক তো হবেনই
ইসরো এক্স-এ একটি পোস্টে জানিয়েছে, “আজ, ১০১তম উৎক্ষেপণ, PSLV-C61-এর কর্মক্ষমতা দ্বিতীয় পর্যায় পর্যন্ত স্বাভাবিক ছিল। তৃতীয় পর্যায়ের একটি সমস্যার কারণে, মিশনটি সম্পন্ন করা যায়নি।” এর ফলে স্পষ্ট হয়, PSLV রকেটের তৃতীয় ধাপে কারিগরি ত্রুটির কারণেই এই ব্যর্থতা।
#WATCH | Indian Space Research Organisation (ISRO) launches PSLV-C61, which carries the EOS-09 (Earth Observation Satellite-09) into a SSPO orbit, from Sriharikota, Andhra Pradesh.
— ANI (@ANI) May 18, 2025
EOS-09 is a repeat satellite of EOS-04, designed with the mission objective to ensure remote… pic.twitter.com/KpJ52Wge0w
গুরুত্বপূর্ণ ছিল EOS-09 মিশন
EOS-09, যেটি RISAT-1B নামেও পরিচিত। এটি ছিল একটি অত্যাধুনিক পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ। এটি মূলত রাডার ইমেজিং স্যাটেলাইট, যা যেকোনো আবহাওয়ায় – এমনকি মেঘলা বা অন্ধকার পরিবেশেও – ছবি তুলতে সক্ষম। এই স্যাটেলাইট সীমান্ত পর্যবেক্ষণ এবং অনুপ্রবেশ শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। এছাড়া এটি আবহাওয়া ও পরিবেশসংক্রান্ত তথ্য সংগ্রহেও বিশেষ ভূমিকা পালন করতে পারত।
রবিবার ভোর ৫টা ৫৯ মিনিটে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে PSLV-C61 রকেট EOS-09 নিয়ে যাত্রা শুরু করে। শনিবার থেকেই শুরু হয় কাউন্টডাউন। কিন্তু উৎক্ষেপণের কিছুক্ষণের মধ্যেই তৃতীয় ধাপে গিয়ে সমস্যা দেখা দেয় এবং মিশনটি ব্যর্থ হয়।
#WATCH | Sriharikota, Andhra Pradesh | ISRO Chief V Narayanan says, "Today we attempted a launch of PSLV-C61 vehicle. The vehicle is a 4-stage vehicle. The first two stages performed as expected. During the 3rd stage, we are seeing observation...The mission could not be… pic.twitter.com/By7LZ8g0IZ
— ANI (@ANI) May 18, 2025
ইসরো প্রধান জানিয়েছেন, PSLV রকেটের মোট চারটি ধাপ রয়েছে। প্রথম ও দ্বিতীয় ধাপে কোনো সমস্যা না থাকলেও, তৃতীয় ধাপেই বিপত্তি ঘটে। তিনি বলেন, “বিশ্লেষণের পর আমরা ফের ফিরে আসব।” ইসরোর বিজ্ঞানীরা এখন ব্যর্থতার কারন বিশ্লেষণ করছেন। ভবিষ্যতে যাতে এই ধরনের ত্রুটি আর না ঘটে, সেজন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।