Bomb Scare At RG Kar Medical College: তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনে ঘটনায় প্রতিবাদের মধ্যে কলকাতার আরজি কর মেডিকেল কলেজে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমা আতঙ্ক ছড়ায়। খবর যায় পুলিশে। বম্ব স্কোয়াডের আধিকারিকদেরও খবর দেওয়া হয়।
আরজি কর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনা নিয়ে রাজ্য জুড়ে যখন আন্দোলনে জুনিয়র ডাক্তাররা, ঠিক সেই সময় আরজি কর হাসপাতালে ধর্না মঞ্চের কাছে এক পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখে তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আগামীকালই জেলমুক্তি কেজরিওয়ালের? সুপ্রিম সিদ্ধান্তের দিকে তাকিয়ে গোটা দেশ
উল্লেখ্য, হাসপাতালের ঢোকার ঠিক মুখেই আলাদা অবস্থান মঞ্চ তৈরি করা হয়েছে। তার কিছুটা দূরেই সকাল থেকে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। এই পরিত্যক্ত ব্যাগকে ঘিরে ছড়িয়েছে বোমাতঙ্ক। ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডে, পুলিশের আধিকারিকরা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। গোটা এলাকা কার্যত ঘিরে রাখা হয়েছে।
অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও আরজি কর হাসপাতালে অবস্থানে ছিলেন জুনিয়র ডাক্তাররা। হঠাৎ করেই আন্দোলনকারীদের চোখে পড়ে একটি ব্যাগ। বারবার জানতে চান ওই ব্যাগটি কার। কিন্তু একাধিকবার জিজ্ঞেস করারও পরও মেলেনি ব্যাগের কোন দাবিদার। এরপরই ওই অজানা ব্যাগকে ঘিরে তৈরি হয় বোমাতঙ্ক। ব্যাগে বোমা রয়েছে দাবি করে সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। দেরি না করে ডাক্তাররাই বম্ব স্কোয়াড-পুলিশে খবর দেন।
চারঘন্টারও বেশি সময় স্থায়ী থাকবে বছরের শেষ চন্দ্রগ্রহণ! শুরু কবে কখন?