Advertisment

Nandigram Agricultural Cooperative Elections: নন্দীগ্রামে ধুন্ধুমার! চলল দেদার বোমাবাজি, হুলস্থূল...

Nandigram Agricultural Cooperative Elections: বোমা বাজির অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ইতিমধ্যে ঘটনাস্থলে হাজির হয়েছেন প্রাক্তন সাংসদ তথা বর্তমান বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী।

author-image
IE Bangla Web Desk
New Update
bombing at nandigram during cooperative bank election

নন্দীগ্রামে ধুন্ধুমার! দেদার বোমাবাজি, হুলস্থূল...

Nandigram Agricultural Cooperative Elections: রাজ্যের দ্বিতীয় বৃহত্তম কৃষি সমবায় ব্যাংকের নির্বাচনকে কেন্দ্র করে ধুন্ধুমার হয়ে উঠল পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম। সকাল থেকে নন্দীগ্রামে এই কৃষি সমবায় নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূল উত্তেজনা ছিল টানটান। 

Advertisment

কয়েক ঘন্টা ভোট হতেই নন্দীগ্রামের কাঞ্চননগর হাইস্কুলের সামনে বোমাবাজির ঘটনা ঘটল। যাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে। ভোটগ্রহণ কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে এই বোমা বাজির অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ইতিমধ্যে ঘটনাস্থলে হাজির হয়েছেন প্রাক্তন সাংসদ তথা বর্তমান বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী। 

উল্লেখ্য, আজ তমলুক এগ্রিকালচার কো-অপারেটিভ ব্যাংকের নির্বাচন চলছে বারটি ব্লক জুড়ে। যেখানে মোট আসন সংখ্যা ৬৯ টি। মোট ভোটার ৫৫ হাজার ৪৭১ জন। ২০০৯ সালের পর এই প্রথম এই কৃষি সমবায় ব্যাংকে নির্বাচন হচ্ছে। একপ্রকার শুভেন্দু বিজেপিতে যাওয়ার পর এই প্রথম নির্বাচন। তাই বিজেপি এবং তৃণমূল উভয়পক্ষ নিজেদের ক্ষমতা ধরে রাখতে প্রস্তুত বলা চলে।

Advertisment

চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আরও মামলা দায়ের, জোর প্রস্তুতি চট্টগ্রাম আদালতে

তমলুক সাংগঠনিক জেলা  বিজেপির সাধারণ সম্পাদক মেঘনাথ পাল জানান, " আদালতের নির্দেশে তমলুক এগ্রিকালচার কো-অপারেটিভ ব্যাংকের নির্বাচন আজ শুরু হয়। বেলা বাড়তেই শাসক দলের মদতপুষ্ট দুষ্কৃতিরা বোমাবাজি করে অশান্তি সৃষ্টি করে। আমরা শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়েছি প্রশাসনের কাছে"।

তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অসিত  ব্যানার্জি জানান, "রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর বিধানসভায় ক্ষমতা ধরে রাখতেই প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী উপস্থিতিতে বোমাবাজি হয়। ক্ষমতায় থাকায় এলাকায় অশান্তি সৃষ্টি করার চেস্টা করে চলেছে ওরা। ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে। ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।

Suvendu Adhikari nandigram
Advertisment