Advertisment

West Bengal News Highlights: চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আরও মামলা দায়ের, জোর প্রস্তুতি চট্টগ্রাম আদালতে

West Bengal News Highlights 08 Dec, 2024: হাসিনা সরকারের পতনের পর থেকে প্রতিবেশী দেশে হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর হামলা অব্যাহত। ভাংচুর চালানো হচ্ছে মন্দিরে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের ঘরবাড়ি।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Chinmoy Krishna Das,ISKCON<Bangladesh,চিন্ময়কৃষ্ণ দাস, ইসকন,বাংলাদেশ

চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আরও মামলা দায়ের, জোর প্রস্তুতি চট্টগ্রাম আদালতে

Latest West Bengal News Updates: চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আরও মামলা দায়ের

Advertisment

১৩ দিন ধরে জেলবন্দী রয়েছেন ইসকনের মুখপাত্র হিন্দু সন্ন্যাসী সিন্ময় কৃষ্ণ দাস। এবার আদালতে হিন্দু সন্ন্যাসীর বিরুদ্ধে আরও মামলা দায়ের করতে আসরে নেমেছে ইউনূস সরকার। এনামূল হক নামে এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আরও মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। চিন্ময় কৃষ্ণ দাস সহ মোট ১৬৪ জনের বিরুদ্ধে মামলার দায়েরের তোড়জোড়। কোর্ট চত্ত্বরে তান্ডব, গাড়ি ভাংচুর চালানো সহ একাধিক মামলা দায়ের করার প্রস্তুতি শুরু হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে। পাশাপাশি বিদেশি নাগরিকদের বিরুদ্ধে নির্দেশিকা জারি করল বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রক। 

বাংলায় ফের ধর্ষণ করে খুনের অভিযোগ 

আদিবাসী তরুণীর রহস্যমৃত্যু। তিন দিন ধরে নিখোঁজ ছিলেন আদিবাসী ওই তরুণী। এবার তাঁর হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চূড়ান্ত চাঞ্চল্য সন্দেশখালিতে। ন্যাজাটের কালীনগরের  ঘটিহারা এলাকার ঘটনা। তাঁকে খুন করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। তবে ধর্ষণ হয়েছে কিনা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে তাদের মেয়েকে। মৃতার ঠাকুমা জাতীয় মহিলা কমিশনকে চিঠি দিয়ে সুবিচার দাবি করেছেন। পুলিশ ঘটনার তদন্ত করছে। 

কালীঘাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ

কালীঘাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ। ৭৩ নম্বর ওয়ার্ডের মণ্ডল পাড়া লেনে পুরনো বাড়ির দোতলার একটি অংশ হঠাৎ ভেঙে পড়ায় ছড়িয়ে পড়ে চূড়ান্ত আতঙ্ক। খবর পেয়েই পুলিশ ও দমকলের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। গতকাল রাতে এই ঘটনা ঘটে।  দমকল সূত্রে জানা গেছে,  ধ্বংসাবশেষের ভিতরে কেউ আটকে নেই। এই শতাব্দী-প্রাচীন বাড়িটির দোতলার অংশে কেউ থাকতেন না, তবে নীচের অংশে অনেকেই ভাড়া থাকতেন। আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং নীচের অংশের ভাড়াটেদের বের করে নেন। এরপর স্থানীয় থানা ও দমকল কর্মীদের খবর দেওয়া হয় এবং স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন।

কলকাতা দখলের ডাক বাংলাদেশিদের 

বাংলাদেশে মাথাচাড়া দিচ্ছে ভারতবিরোধী বিদ্বেষ। ভারতকে ‘ব্যান্ডউইথ ট্রানজিট’ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের পর ভারতের বিরুদ্ধে আর সুর চড়িয়েছে বাংলাদেশ। মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল শনিবার বলেছেন, ‘‘ভারতকে বুঝতে হবে, বাংলাদেশের মানুষ আর নতজানু নীতি মেনে নেবে না, আমরা সমঅধিকার এবং সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্ব চাই।’’হাসিনা সরকারের পতনের পর থেকে প্রতিবেশী দেশে হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর হামলা অব্যাহত। ভাংচুর চালানো হচ্ছে মন্দিরে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের ঘরবাড়ি। বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে আগামী সোমবারই ঢাকা সফর করবেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি । এদিকে আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে বিক্ষোভের প্রেক্ষিপ্তে  ঢাকায় ভারতীয় হাইকমিশনে বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপির তিন সংগঠন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিল ঢাকায় ভারতীয় হাইকমিশনে পৌঁছে স্মারকলিপি জমা দেবে। ঢাকায় ভারত বিরোধী বিক্ষোভ মিছিল থেকে চারদিনের মধ্যে কলকাতা দখলের ডাক দেওয়া হয়। পাশাপাশি মিছিল থেকে মোদী-শাহকে নিশানা করা হয়। 'ভারত তো দূরের কথা আমেরিকাও বাংলাদেশের শক্তির সামনে টিকবে না' মিছিল থেকে ছোঁড়া হয় হুঙ্কার।   

আবহাওয়ার ভোলবদল

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে এবং উত্তর-পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। এর ফলে রবিবার থেকে পশ্চিমবঙ্গের উত্তরের থেকে দক্ষিণে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। আজ উত্তরের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দার্জিলিঙে তুষারপাতও হতে পারে। তবে দক্ষিণবঙ্গের কোনো জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। অন্য দিকে, উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্ঝা রয়েছে। ফলে রবিবার থেকে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। বুধবারের পর রাজ্যে ফের পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ৮ জেলায়। রবিবার উত্তরের কয়েক জেলায় হতে পারে বৃষ্টি। দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজ দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল এবং উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হয়েছে, যার ফলে রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। নিম্নচাপের কারণে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে কালিম্পং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

  • Dec 08, 2024 14:36 IST
    West Bengal News Live Updates: চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আরও মামলা দায়ের করার জোর প্রস্তুতি

    ১৩ দিন ধরে জেলবন্দী রয়েছেন ইসকনের মুখপাত্র হিন্দু সন্ন্যাসী সিন্ময় কৃষ্ণ দাস। এবার আদালতে হিন্দু সন্ন্যাসীর বিরুদ্ধে আরও মামলা দায়ের করতে আসরে নেমেছে ইউনূস সরকার। এনামূল হক নামে এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আরও মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। চিন্ময় কৃষ্ণ দাস সহ মোট ১৬৪ জনের বিরুদ্ধে মামলার দায়েরের তোড়জোড়। কোর্ট চত্ত্বরে তান্ডব, গাড়ি ভাংচুর চালানো সহ একাধিক মামলা দায়ের করার প্রস্তুতি শুরু হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে। পাশাপাশি বিদেশি নাগরিকদের বিরুদ্ধে নির্দেশিকা জারি করল বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রক। 



  • Dec 08, 2024 13:36 IST
    West Bengal News Live Updates: বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের আগেই বেপরোয়া বাংলাদেশ

    উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে সোমবারই ঢাকা সফরে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। ঠিক তার আগেই বাংলাদেশের বিএনপি নেতা বাংলা-বিহার-ওড়িশাকে ছিনিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি দেওয়া হয় ভারত বিরোধী স্লোগান। 



  • Dec 08, 2024 13:18 IST
    West Bengal News Live Updates: লজ্জার বাংলা, দিকে দিকে শিশু নিগ্রহ, মমতাকে নিশানা করে গর্জে উঠলেন সুকান্ত

    কলকাতার ফুটপাথে সাত মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন থেকে শুরু করে মুর্শিদাবাদে ৫ বছরের শিশুকন্যাকে বাড়ি থেকে অপহরণ করে ধর্ষণের ঘটনা চোখে আঙ্গুল তুলে প্রশ্ন তুলেছে রাজ্যে নারী সুরক্ষা দিতে ব্যর্থ সরকার। রাজ্য জুড়ে প্রতিনিয়ত বাড়ছে শিশু নিগ্রহের ঘটনা।  পাশাপাশি মহিলাদের বিরুদ্ধে অপরাধেও লাগাম টানতে ব্যর্থ রাজ্য সরকার। মহিলাদের বিরুদ্ধে লাগাতার অত্যাচারের ঘটনার জেরে স্বাভাবিকভাবেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মহিলা মুখ্যমন্ত্রীর শাসনকালে রাজ্যে মহিলাদের সুরক্ষা কোথায়? এবিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত কাঠগড়ায় তুলেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার



  • Dec 08, 2024 11:15 IST
    West Bengal News Live Updates: 'ইন্ডিয়া জোট'কে নেতৃত্ব দেবেন মমতা?

    জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এসপি) সাংসদ সুপ্রিয়া সুলে সংবাদ সংস্থা এএনআই-এর সাথে কথা বলার সময় বলেছেন, "বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের অবিচ্ছেদ্য  অঙ্গ। প্রাণবন্ত গণতন্ত্রে বিরোধীদের একটি বড় ভূমিকা এবং দায়িত্ব রয়েছে, তাই যদি সেই বিরোধী জোটকে আরও বেশি শক্তিশালী করতে যদি মমতা আরও বেশি দায়িত্ব নিতে চান তবে আমি ব্যক্তিগত ভাবে খুশি"। 



  • Dec 08, 2024 10:49 IST
    West Bengal News Live Updates: 'স্বাধীনতা' স্লোগানে মুখরিত সিরিয়া

    সিরিয়ার বিদ্রোহীদের দখলে চারটি বড় শহর। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শক্তিশালী দুর্গ দামেস্কও ভেঙে পড়ার পথে। ইতিমধ্যে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সিরিয়া ছেড়ে অজানা স্থানে পালিয়ে যাওয়ার খবর প্রকাশ্যে এসেছে।



  • Dec 08, 2024 10:48 IST
    West Bengal News Live Updates: ভারতের সেনাবাহিনীর কাছে কাছে নেহাতই তুচ্ছ বাংলাদেশ, তাও হুঙ্কার! কোথা থেকে পাচ্ছে এই সাহস?

    পাকিস্তান ছাড়াও বাংলাদেশের সীমান্তে ভারতীয় সেনাবাহিনীও সতর্ক রয়েছে, ভারতীয় সেনা ও গোয়েন্দা সংস্থাগুলি সীমান্তে বাড়তি নজর রাখছে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ সেনাবাহিনী কখনো ভারতের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি ঠিক কেমন হবে? 



  • Dec 08, 2024 09:31 IST
    West Bengal News Live Updates: বাংলাদেশে লাগাতার হিন্দু নির্যাতন নিয়ে সরব আমেরিকা

    বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার আক্রমণ নিয়ে এবার সরব হল মার্কিন যুক্তরাষ্ট্র। ইউনূস সরকারের হিন্দু নির্যাতন নিয়ে সরব হন মার্কিন কংগ্রেস সদস্য রাজা কৃষ্ণমূর্তি। তিনি দীপ্ত কন্ঠে বলেছেন, হিন্দুদের উপর এই হিংসা মেনে নেওয়া যায় না।



  • Dec 08, 2024 09:30 IST
    West Bengal News Live Updates: পারদ পতনের মাঝেই কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা

    পারদ পতনের মাঝেই কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঠান্ডার আমেজ থাকলেও বেশ কিছুটা তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।



  • Dec 08, 2024 09:29 IST
    West Bengal News Live Updates: শখের বসেই যেন অসাধ্য সাধন

    বাঁশ দিয়ে অপূর্ব সব কাজ! তাঁর নিপুণ হাতের অনন্য শিল্পকলার তারিফ না করে পারে না আট থেকে আশি! বাঁশ দিয়ে যে এতকিছু বানানো যায় তা বোধ হয় চন্দননগর হরিদ্রাডাঙায় না এলে বোঝাই যেত না। এখানকারই বাসিন্দা বছর চল্লিশের গণেশ ভট্টাচার্য। তাঁর হাতে বাঁশের তৈরি নানা সামগ্রীর কদর এখন তুঙ্গে। এমনকী সেই সব সামগ্রীর বিক্রিতেই সংসার চালাচ্ছেন এই ব্যক্তি। এককথায় তিনি একজন বাঁশ শিল্পী। হাতে কলমে এই কাজ তিনি কারও কাজ থেকে শেখেননি। কেবল মনের জোরে নতুন কিছু করার তাগিদে পড়াশোনার পাট চুকিয়েই একাজে নেমে পড়েন গণেশ। 



  • Dec 08, 2024 09:28 IST
    West Bengal News Live Updates: ইউনূস বাহিনীর নিশানায় ইসকন, সরকারকে ডেডলাইন বেঁধে ধর্মীয় সংগঠনকে নিষিদ্ধ করার ডাক

    ISKCON কে নিষিদ্ধ না করলে হাতে অস্ত্র তোলার ডাক, ভয়ঙ্কর কাণ্ড বাংলাদেশে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন জারি। ফের ইসকনের মন্দিরে আগুন মৌলবাদীদের। ভয়ে সিঁটিয়ে হিন্দুরা। 



westbengal Bangladesh Crisis
Advertisment