Advertisment

বনির মায়ের বড় গলা!, 'এবার ইডিই সব জানাবে', কী বললেন পিয়া সেনগুপ্ত?

নিয়োগ দুর্নীতিতে বনি সেনগুপ্তের নাম জড়ানোয় দিন কয়েক ধরেই টলিপাড়া নিয়ে গুঞ্জনের শেষ নেই।

author-image
IE Bangla Web Desk
New Update
Bony has done no wrong says his mother Piya Sengupta

বনির টাকা ফেরত নিয়ে মুখ খুললেন তাঁর মা পিয়া সেনগুপ্ত।

নিয়োগ দুর্নীতিতে বনি সেনগুপ্তের নাম জড়ানোয় দিন কয়েক ধরেই টলিপাড়া নিয়ে গুঞ্জনের শেষ নেই। তবে শুধু বনিই নন, নিয়োগ দুর্নীতি নিয়ে টলিপাড়ার কমপক্ষে আরও তিন থেকে চারজন অভিনেতা-অভিনেত্রীও নাকি ইডির স্ক্যানারে রয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়েছে। তবে বৃহস্পতিবারই কুন্তলের থেকে গাড়ি কেনার জন্য নেওয়া ৪৪ লক্ষ টাকা ইডিকে ফেরত দিয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত, এমনই খবর সূত্রের। এদিকে ছেলের এই টাকা ফেরত প্রসঙ্গে অভিনেত্রী তথা বনির মা পিয়া সেনগুপ্ত বললেন, 'বনি অন্যায়ের সঙ্গে আপোস করে না। সেটা আপনারা জানতে পারবেন। বাকি সব কথা ইডির মাধ্যমেই জানতে পারবেন।'

Advertisment

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে একটা সময় ভালো রকম পরিচয় ছিল অভিনেতা বনি সেনগুপ্তের। কুন্তলের প্রযোজনায় ছবি করার কথা ছিল বনির। সেই ছবির অগ্রিম বাবদ বনি কুন্তলের থেকে ৪৪ লক্ষ টাকা নিয়েছিলেন বলে দাবি। যদিও সরাসরি সেই টাকা নিজে নেননি অভিনেতা। গাড়ি কেনার জন্য বনির হয়ে সেই টাকা নির্দিষ্ট একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়েছিলেন কুন্তল ঘোষ।

আরও পড়ুন- কুন্তলের ৪০ লক্ষ ফেরালেন বনি, ‘মানে-মানে’ বিপুল টাকা ফেরত ‘বন্ধু’ সোমারও

তবে বৃহস্পতিবারই কুন্তল ঘোষের কাছ থেকে গাড়ি কেনার জন্য নেওয়া ৪৪ লক্ষ টাকা বনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্তাদের ফেরত দিয়েছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। বনির মাও টলিপাড়ার খ্যতনামা অভিনেত্রী পিয়া সেনগুপ্ত। ছেলের এই টাকা ফেরানো নিয়ে পিয়া এদিন সংবাদমাধ্যমে বলেন, 'বনি কোনও অন্যায়ের সঙ্গে থাকে না। অন্যায়ের সঙ্গে আপোস করে না। সেটা আপনারা জানতে পারবেন। বাকি কথাও ইডির মাধ্যমেই আপনারা জানতে পারবেন। ও যেটা করেছে নিজের থেকেই করেছে।'

আরও পড়ুন- গোয়ায় হোটেল, ত্রিপুরায় চা বাগান? এতদিনে ‘ঝেড়ে কাশলেন’ কুন্তল!

এদিকে, বনি ছাড়াও বৃহস্পতিবার কুন্তল ঘোষের কাছ থেকে নেওয়া ৫৫ লক্ষ ৬৩ হাজার টাকা ইডিকে ফিরিয়ে দিয়েছেন সোমা চক্রবর্তীও। কুন্তল ঘোষের বান্ধবী ছিলেন সোমা। সোমা নামে এই তরুণীর পার্লারের ব্যবসা রয়েছে। কুন্তল ব্যবসার কাজে সহায়তা করতেই ওই টাকা সোমাকে দিয়েছিলেন বলে দাবি।

আরও পড়ুন- ‘বাংলায় তো তৃণমূলের অনেক কম নেতা জেলে’, হঠাৎ কেন একথা অখিলেশের মুখে?

tollywood West Bengal Bony Sengupta Recruitment Scam Recruitment WB SSC Scam
Advertisment