Alipurduar Hotels Closed For Bangladeshis: কলকাতা, দার্জিলিংয়ের পর এবার অরণ্যসুন্দরী ডুয়ার্সের দরজাও বন্ধ হল বাংলাদেশি পর্যটকদের জন্য। বাংলাদেশি পর্যটকদের হোটেল, হোম-স্টে, লজ কোনও কিছুই ভাড়া দেবেন না আলিপুরদুয়ার জেলার হোটেল, হোম-স্টে কর্তৃপক্ষ। এমনটাই সাফ জানিয়ে দিলেন তাঁরা।
বেশ কিছুদিন ধরে ভারত-বাংলাদেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা সেই আগুনে ঘি দিয়েছে। সেই অপমানের জেরে ক্ষোভে ফুঁসছেন এপার বাংলার বাসিন্দারা। জাতীয় পতাকাকে বাংলাদেশিরা অপমান করেছে। সে কারণে আলিপুরদুয়ার জেলার হোটেল মালিকরা আপাতত বাংলাদেশি পর্যটকদের বয়কট করেছেন। সম্মান ফিরে পেলে তাঁরা বিবেচনা করবেন।
ভারতের জাতীয় পতাকাকে যাঁরা অপমান করেছেন তাঁদের হোটেলে থাকতে দেবেন না আলিপুরদুয়ার জেলার হোটেল, হোম-স্টে মালিকরা। আলিপুরদুয়ার টাউন হোটেল ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পবনকুমার পুরোহিত সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সর্বসম্মতিক্রমে বাংলাদেশের পর্যটকদের আপাতত বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এই বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই বৈঠকে প্রায় সব হোটেল, হোম-স্টে মালিকরা হাজির ছিলেন। সবাই এই বিষয়ে একমত যে আগে দেশ, তার পরে ব্যবসা। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে তাঁরা সবাই একমত হয়েছেন।
আরও পড়ুন 'আগে দেশ, পরে ব্যবসা', বাংলাদেশিদের জন্য এবার বন্ধ হল দার্জিলিংয়ের দরজাও
এদিকে প্রতিবারই এই সময় প্রচুর বাংলাদেশি পর্যটক আসেন ডুয়ার্সে। জয়ন্তী, বক্সা, জলদাপাড়া, চিলাপাতায় বেড়াতে আসেন তাঁরা। এবার আলিপুরদুয়ারের হোটেল অ্যাসোসিয়েশনও সিদ্ধান্ত নিয়েছে তারা বাংলাদেশিদের হোটেল ভাড়া দেবেন না। ফলে যদি ভিসা পেয়ে বাংলাদেশিরা চলেও আসেন, তাঁদের রুম দেওয়া হবে না।