Bratya Basu said that student elections in colleges may be held this year: অবশেষে রাজ্যের কলেজগুলিতে ছাত্র সংসদের নির্বাচন নিয়ে বড়সড় ইঙ্গিত দিলেন খোদ শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। সবকিছু ঠিকঠাক থাকলে, চলতি বছরেই হতে পারে ছাত্র সংসদের নির্বাচন। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে সবুজ সংকেত মিললেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
দীর্ঘদিন ধরে রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে নির্বাচন হয়নি। তারই জেরে একটা বড় অংশের পড়ুয়াদের মধ্যে অসন্তোষ বেড়েই চলেছে। গত কয়েক বছরে বিরোধী রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলি কলেজে ছাত্র ভোটের দাবিতে বিক্ষোভ দেখিয়েছে, আন্দোলন করেছে। সম্প্রতি কলকাতা হাইকোর্টও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। খোদ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, ছাত্র ভোটে দেরি হওয়ায় পড়ুয়াদের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন।
এই আবহে এবার রাজ্যের কলেজগুলিতে ছাত্র সংসদের নির্বাচন নিয়ে বড়সড় চিন্তাভাবনা কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রবিবার বোলপুরের এক সমাবেশে শিক্ষামন্ত্রী বলেন, "কলেজে ছাত্র সংসদের নির্বাচন নিয়ে আদালত যা বলেছে তা নিয়ে সহমত। গোটা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা খুবই প্রয়োজন। আমি অতীতেও বলেছি ও এখনও বলছি, ছাত্র সংসদের নির্বাচন হবে। সেটা এ বছরই করার কথা ভাবনাচিন্তা চলছে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।"
আরও পড়ুন- Kolkata Weather Today: আজ ঈদের দিনে কেমন থাকবে আবহাওয়া? বেলা গড়ালেই ঝেঁপে বৃষ্টি? জানুন ওয়েদার আপডেট
দিন কয়েক আগেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন, "আপনাদের (রাজ্য সরকার) একটা অবস্থান নিতে হবে। ছাত্র নির্বাচন না হওয়ায় পড়ুয়াদের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে।" এ ব্যাপারে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর কী ভাবছে তা হলফনামা আকারে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি।
আরও পড়ুন- West Bengal News Highlights: কটকে বেলাইন কামাক্ষ্যা এক্সপ্রেসের ১১টি বগি, নিহত ১ যাত্রী, আহত অনেকে