/indian-express-bangla/media/media_files/2025/03/30/JqtmeXJC4pslq1CPoOxp.jpg)
Bengaluru-Kamakhya Express derails: ওড়িশার কটকের কাছে লাইনচ্যুত বেঙ্গালুরু-কামাক্ষ্যা এক্সপ্রেস
Latest West Bengal News Highlights: কামাক্ষ্যা এক্সপ্রেস বেলাইন হওয়ার জেরে ১ জন যাত্রী নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত আরও অনেকে। তাঁদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও ওড়িশার দমকল বিভাগে ডিজি সুধাংশু সারঙ্গী জানিয়েছেন, ৭ জন যাত্রী আহত হয়েছেন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। ওড়িশা টিভির প্রতিবেদন অনুযায়ী, কামাক্ষ্যা এক্সপ্রেসের ১১টি বগি লাইনচ্যুত হয়েছে। ১ জন যাত্রীর মৃত্যু হয়েছে। ট্রেনের গতি কম থাকায় মৃত্যুমিছিল এড়ানো গিয়েছে।
রাজ্য জুড়ে রামনবমী উপলক্ষ্যে বন্ধ থাকবে মাছ মাংসের দোকান। কড়া নির্দেশ জারি করা হল যোগী রাজ্যে। রাজ্যের তরফে জানানো হয়েছে মন্দিরের ৫০০ মিটারের মধ্যে রাম নবমীর দিন মাছ মাংসের দোকান খোলা রাখা যাবে না। নির্দেশ অমান্য করলে শাস্তির কবলে পড়তে হবে বলেও নির্দেশিকায় জানানো হয়েছে। ইতিমধ্যেই সকল জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ কমিশনারদের বেআইনি কসাইখানা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্দেশ মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশে লাগাতার সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি লোকসভায় বলেন, ২০২৪ সালে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ২৪০০টি হামলার ঘটনা ঘটেছে। এই বছর অর্থাৎ ২০২৫ সালের প্রথম তিন মাসে বাংলাদেশে হিন্দুদের উপর ৭২টি আক্রমণের ঘটনা ঘটেছে। পাশাপাশি তিনি বলেন, "আমরা বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনার উপর কড়া নজর রেখে চলেছি। বাংলাদেশের সরকারের কাছে ভারতের উদ্বেগের কথা জানিয়েছি"। উল্লেখ্য বাংলাদেশে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর হিন্দুদের উপর নেমে আসে লাগাতার অত্যাচারের ঘটনা।
ধ্বংসস্তূপ সরিয়ে চলছে প্রাণের সন্ধান! মৃত দেড় হাজার পার, মায়ানামারে ভারতের ‘অপারেশন ব্রহ্ম’
-
Mar 30, 2025 16:48 IST
West Bengal News Live: কটকে বেলাইন কামাক্ষ্যা এক্সপ্রেসের ১১টি বগি, নিহত ১ যাত্রী, আহত অনেকে
কামাক্ষ্যা এক্সপ্রেস বেলাইন হওয়ার জেরে ১ জন যাত্রী নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত আরও অনেকে। তাঁদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও ওড়িশার দমকল বিভাগে ডিজি সুধাংশু সারঙ্গী জানিয়েছেন, ৭ জন যাত্রী আহত হয়েছেন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। ওড়িশা টিভির প্রতিবেদন অনুযায়ী, কামাক্ষ্যা এক্সপ্রেসের ১১টি বগি লাইনচ্যুত হয়েছে। ১ জন যাত্রীর মৃত্যু হয়েছে। ট্রেনের গতি কম থাকায় মৃত্যুমিছিল এড়ানো গিয়েছে।
-
Mar 30, 2025 11:17 IST
West Bengal News Live: নবরাত্রি, রাম নবমীতে মাছ মাংস নয়, কড়া নির্দেশ জারি রাজ্যে
রাজ্য জুড়ে রামনবমী উপলক্ষ্যে বন্ধ থাকবে মাছ মাংসের দোকান। কড়া নির্দেশ জারি করা হল যোগী রাজ্যে। রাজ্যের তরফে জানানো হয়েছে মন্দিরের ৫০০ মিটারের মধ্যে রাম নবমীর দিন মাছ মাংসের দোকান খোলা রাখা যাবে না। নির্দেশ অমান্য করলে শাস্তির কবলে পড়তে হবে বলেও নির্দেশিকায় জানানো হয়েছে। ইতিমধ্যেই সকল জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ কমিশনারদের বেআইনি কসাইখানা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্দেশ মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
-
Mar 30, 2025 10:50 IST
West Bengal News Live: পুতিনের গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গাড়িতে বিস্ফোরণ!
মস্কোর রাস্তায় বিস্ফোরণের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বহরের একটি লিমুজিন গাড়িতে আগুন ধরে গেছে। এই ঘটনার পর, এলাকায় নিরাপত্তা তল্লাশি বাড়ানো হয়েছে।
BREAKING: Three Days After Zelensky Predicts Putin’s Imminent Death, The Russian President’s Limousine Exploded In Front of The FSB Headquarters
— Alex Jones (@RealAlexJones) March 29, 2025
Coinciding with this major provocation, the UK & France have announced the deployment of troops to Ukraine to directly join in the… pic.twitter.com/ruqDRM1SaGদুর্ঘটনাটি ঘটে এফএসবি সদর দপ্তরের কাছে। মস্কোর লুবিয়াঙ্কা এলাকায় অবস্থিত এফএসবি (সিক্রেট সার্ভিস) সদর দপ্তরের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। প্রতিবেদন অনুসারে, এই গাড়িটির দাম (প্রায় ২.৮ কোটি টাকা) বলে জানা গেছে। এই মডেলটি পুতিনের সরকারী গাড়িগুলির মধ্যে একটি।
বিস্ফোরণের সময় গাড়িতে কে ছিল তা প্রকাশ করা হয়নি। পাশাপাশি কী কারণে আগুন লাগার ঘটনা ঘটে সে সম্পর্কে কিছু জানানো হয়নি রুশ কর্তৃপক্ষের তরফে। তবে এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
-
Mar 30, 2025 09:49 IST
West Bengal News Live: নবান্ন ঘেরাওয়ের ডাক দিলীপ ঘোষের
গত বুধবার থেকে শুক্রবার, তিন দিন ধরে মালদার মোথাবাড়িতে অশান্তি ও গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় মোট ৬১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে এখনও পর্যন্ত ১৯টি মামলা রুজু করা হয়েছে। শনিবার ভবানী ভবনে রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম বলেন, ‘ঘটনা সামনে আসতেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।’ মোথাবাড়িতে সুকান্ত মুজমদারের যাওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, সুকান্ত বাবু গেছেন আমিও যাব। ডিএম অফিস ঘেরাও করব। যেখানে হিন্দুরা সংখ্যালঘু সেখানে তাদের উপর অত্যাচার করা হবে কেন? এটা বাংলাদেশ না পাকিস্তান? পশ্চিম বাংলায় এরকম শুরু হয়েছে৷ তার জন্যে যা করার দরকার আমরা করব। নবান্ন ঘেরাও করব"।
-
Mar 30, 2025 09:00 IST
West Bengal News Live: বাংলাদেশে হিন্দুরা কতটা নিরাপদ? সংসদে তথ্য দিয়ে সত্য সামনে আনলেন বিদেশমন্ত্রী
বাংলাদেশে লাগাতার সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি লোকসভায় বলেন, ২০২৪ সালে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ২৪০০টি হামলার ঘটনা ঘটেছে। এই বছর অর্থাৎ ২০২৫ সালের প্রথম তিন মাসে বাংলাদেশে হিন্দুদের উপর ৭২টি আক্রমণের ঘটনা ঘটেছে। পাশাপাশি তিনি বলেন, "আমরা বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনার উপর কড়া নজর রেখে চলেছি। বাংলাদেশের সরকারের কাছে ভারতের উদ্বেগের কথা জানিয়েছি"। উল্লেখ্য বাংলাদেশে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর হিন্দুদের উপর নেমে আসে লাগাতার অত্যাচারের ঘটনা। -
Mar 30, 2025 08:48 IST
West Bengal News Live: সংঘ সদর দফতরে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আরএসএস সদর দপ্তরে যাবেন মোদী। আরএসএসের প্রথম দুই সরসঙ্ঘচালক হেডগেওয়ার (প্রতিষ্ঠাতা) এবং গোলওয়ালকরকে শ্রদ্ধা জানাবেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে সাংবিধানিক পদে অধিষ্ঠিত থাকাকালীন নরেন্দ্র মোদী এই প্রথমবারের মতো সংঘের সদর দপ্তর পরিদর্শনে যাচ্ছেন। সংঘ বলছে যে এর আগে, অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন সংঘের সদর দপ্তর পরিদর্শন করেছিলেন। নাগপুর সফরে প্রধানমন্ত্রী আরএসএস প্রধানের ভাগবতের সঙ্গে এক বৈঠক করবেন। বৈঠকে উভয়ের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। উল্লেখ্য, এর আগে, প্রধানমন্ত্রী অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে সংঘ প্রধানের সাথে জনসমক্ষে উপস্থিত ছিলেন।
-
Mar 30, 2025 07:56 IST
West Bengal News Live: ইদ, রাম নবমীতে অশান্তির ছক ফাঁস করল রাজ্য পুলিশ
সামনেই ইদ এবং তারপরই রামনবমী। এই দুই ধর্মীয় অনুষ্ঠানকে নিয়ে সতর্ক পুলিশ। রামনবমীর দিন অশান্তির আশঙ্কা করেছে বঙ্গ বিজেপি। পাশাপাশি এক কোটি হিন্দুকে মাঠে নামার ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুই অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে কোন রকমের অশান্তি না ছড়ায় তার জন্য তৎপর রাজ্য। শনিবার সাংবাদিক সম্মেলন করে এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম এবং এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার জানিয়ে দিয়েছেন যে কোন ধরণের অশান্তি রুখতে তৎপর পুলিশ প্রশাসন। পাশাপাশি জনসাধারণকে কোন প্ররোচনায় পা দেওয়ার আবেদনও জানানো হয়েছে।