Bratya Basu: 'একজন ছাত্র থাকলেও স্কুল চালু থাকবে', শিক্ষায় নজিরবিহীন 'অগ্রগতি' তুলে ধরে বললেন ব্রাত্য

Bratya Basu-Jadavpur University: বিধানসভায় শিক্ষা বাজেট নিয়ে বক্তব্য রাখতে গিয়ে ফের একবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিকম ঘটনা নিয়েও মুখ খুলেছিলেন শিক্ষামন্ত্রী।

Bratya Basu-Jadavpur University: বিধানসভায় শিক্ষা বাজেট নিয়ে বক্তব্য রাখতে গিয়ে ফের একবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিকম ঘটনা নিয়েও মুখ খুলেছিলেন শিক্ষামন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
Police files molestation assault case against Bratya Basu Omprakash Mishra and others on Jadavpur Row: যাদবপুর কাণ্ডে ব্রাত্য বসু, ওমপ্রকাশ মিশ্রদের বিরুদ্ধে শ্লীলতাহানি, মারধরের মামলা রুজু

Bratya Basu: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

Bratya Basu says schools will remain open even if there is one student: 'একজন ছাত্র থাকলেও স্কুল চালু থাকবে', বিধানসভায় শিক্ষা বাজেটের উপর বক্তব্য রাখতে গিয়ে এমনই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নীতিতেই বিশ্বাসী বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সেই সঙ্গে আরও একবার যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়েও মুখ খুলেছেন ব্রাত্য বসু।

Advertisment

মঙ্গলবার শিক্ষা বাজেট নিয়ে বিধানসভায় বক্তব্য রাখতে উঠেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তখনই তিনি জানিয়েছেন, ছাত্র-ছাত্রীরা যাতে তাঁদের বাড়ির কাছে স্কুলে পড়তে পারে রাজ্য সরকার সেদিকে লক্ষ্য রাখে। একজন ছাত্র বা ছাত্রী যদি কোনও স্কুলে থাকে তাকে পড়ানোর দায়িত্বও রাজ্যের।

২০১১ সালে রাজ্যে তৃণমূল নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকে শিক্ষাক্ষেত্রে রাজ্যে যত কাজ হয়েছে তার বিস্তারিত বিবরণ গতকাল বিধানসভায় তুলে ধরেছিলেন ব্রাত্য বসু। সেই সঙ্গে সংক্ষিপ্ত ভাষণে গতকাল ফের একবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ তোলেন শিক্ষামন্ত্রী। ব্রাত্য বসু জানিয়েছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেমন এসএফআই আছে তেমনই অন্যান্য বামপন্থী সংগঠনও রয়েছে। তাঁর কথায়, " যাদবপুরে গেলেই ঝাঁপিয়ে পড়বে এটাও তো কাম্য নয়। এবিভিপি থাকবে, তেমনই টিএমসিপি থাকবে, এসএফআইয়ের থাকাতেও কোনও সমস্যা নেই। এই গণতান্ত্রিক পরিবেশেই আমাদের সরকার বিশ্বাস করে।"

আরও পড়ুন- West Bengal News Live: রাজ্য সরকারি কর্মীদের জন্য বাম্পার সুখবর! বেতন বৃদ্ধির নয়া বিজ্ঞপ্তি প্রকাশ

Advertisment

উল্লেখ্য, সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। তাঁর গাড়ি ঘিরে চলে প্রবল বিক্ষোভ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বামপন্থী সংগঠনের সদস্যরা ব্রাত্য বসুকে চূড়ান্ত হেনস্থা করেছেন বলে অভিযোগ ওঠে। কার্যত ওই সেই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহেরা নিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। পরে কলকাতা হাইকোর্টেও বিষয়টির জল গড়ায়। উচ্চ আদালতের নির্দেশে যাদবপুর কাণ্ডে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে পুলিশ এফআইআর পর্যন্ত দায়ের করে।

news of west bengal news in west bengal Bengali News Today bratya basu