/indian-express-bangla/media/media_files/2025/03/19/LGCG4YMxp07p31dLUt43.jpg)
রাষ্ট্রপতি শাসনের দাবি শুভেন্দুর
Latest West Bengal News Highlights: বারুইপুরে শুভেন্দুর রোড শো ঘিরে ধুন্ধুমার। বিরোধী দল নেতাকে ঘিরে বিক্ষোভ। উঠল বিজেপির বিরুদ্ধে স্লোগান। এদিন বিকেল বিধানসভা থেকে বারুইপুর পৌঁছান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বারুইপুরের রাস মাঠ থেকে এসপি অফিসের সামনে পর্যন্ত মিছিলে কথা ছিল শুভেন্দুর। মিছিলের রাস্তাতেই ২ জায়গায় তৃণমূলের মঞ্চ। দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত তৃণমূলকে সভার অনুমতি পুলিশের। তারপরেও শুভেন্দুর কনভয় দেখে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মী সমর্থকরা। ওঠে চোর চোর স্লোগান। এরপাশাপাশি বিরোধী দলনেতাকে-গো ব্যাক গ্লোগান, কালো পতাকা দেখানো হয়।
বারুইপুরের ঘটনার পরিপ্রেক্ষিপ্তে বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি জানান বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, "নির্বাচন কমিশন দেখুক বাংলায় রাষ্ট্রপতি শাসন ছাড়া নির্বাচন পরিচালনা সম্ভব কিনা। আমি রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছি। জলে লঙ্কার গুঁড়ো মিশিয়ে জল ছোঁড়া হয়েছে। আমি আমার কোন কর্মী আঘাত প্রাপ্ত হোক চাই না। ৩০ বার লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। আমরা হিন্দুর বাচ্চা কাউকে ভয় করিনা। এখানকার পুলিশ, এসপি যা করলেন তার হিসাবে হবে। গাড়িতে না থাকলে লাঠির ঘা আমার মাথায় পড়ত। তোলাবাজ বিমান বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে"। ২৭ তারিখ বারুইপুর এসি অফিস অভিযানের ডাক শুভেন্দু আরও বলেন, " আমি চাই না আমার কোন কর্মীর রক্ত ঝরুক, বাংলার জন্য মরতেও রাজি"।
মহাকাশচারী সুনীতা উইলিয়ামসকে 'ভারতরত্ন' দেওয়া উচিত বলে মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৯ মাস পর পৃথিবীতে ফিরেছেন সুনীতা উইলিয়ামস। বুধবার বিধানসভায় সুনীতা উইলিয়ামসদের উদ্দেশ্যে অভিনন্দন বার্তা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "যেভাবে তাঁরা যন্ত্রণা সহ্য করেছেন সে বিষয়ে আমি খোঁজখবর নিতাম। সেই সঙ্গে ওঁদের উদ্ধারকারী দলকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সুনীতা ভারতের মেয়ে। তাঁকে 'ভারতরত্ন' দেওয়ার আবেদন জানাচ্ছি কেন্দ্রীয় সরকারের কাছে।" এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন আরও জানিয়েছেন, তিনি মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন।
গ্রামের পুজোয় মত্ত যুবকদের দাপাদাপি রুখতে গিয়ে রক্ত ঝরল পুলিশের। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সাগরপুরের এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে হয়ে পড়ে। ওই এলাকায় মদ্যপান করে কিছু যুবক ব্যাপক গোলমাল করছে বলে খবর পেয়ে যায় পুলিশ। মদ্যপদের দৌরাত্ম্য রুখতে গিয়ে শেষমেশ পুলিশকর্মীদেরই আক্রান্ত হতে হল স্থানীয়দের হাতে। কয়েকশো গ্রামবাসী ঘিরে ফেলে মারধর শুরু করে পুলিশকর্মীদের। মারধরের জেরে এক পুলিশকর্মীর মাথা ফেটেছে। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
এবার একটানা দু'সপ্তাহেরও বেশি সময় ধরে একাধিক ব্যান্ডেল লোকাল ট্রেন বাতিল থাকছে। রেল ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্যই আজ অর্থাৎ ১৯ মার্চ থেকে আগামী ৯ এপ্রিল পর্যন্ত টানা ১৬ দিন ধরে ব্যান্ডেল-কাটোয়া সেকশনের একাধিক লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। রেলের তরফে জানানো হয়েছে, ১৯ মার্চ থেকে শুধুমাত্র বৃহস্পতিবার এবং রবিবার বাদে প্রতিদিনই একাধিক লোকাল বাতিল করা হবে।
পৃথিবীর মাটি ছুঁয়েই উচ্ছ্বাসে ভাসলেন সুনিতা, আত্মবিশ্বাসে চমকে উঠল গোটা বিশ্ব!
-
Mar 19, 2025 19:04 IST
West Bengal News Live: অবশেষে সাত মাস পর ডেথ সার্টিফিকেট পেলেন আরজি করের নির্যাতিতার পরিবার
অবশেষে সাত মাস পর ডেথ সার্টিফিকেট পেলেন আরজি করের নির্যাতিতার পরিবার। বারুই পুরে শুভেন্দুর গাড়িতে হামলার অভিযোগে এবার 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রাষ্ট্রপতি শাসনের দাবিতে সুর চড়ান বিধানসভার বিরোধী দলনেতা।
-
Mar 19, 2025 16:57 IST
West Bengal News Live: বাংলার জন্য মরতেও রাজি: শুভেন্দু
বিরোধী দল নেতাকে ঘিরে বিক্ষোভ। উঠল বিজেপির বিরুদ্ধে স্লোগান। এদিন বিকেল বিধানসভা থেকে বারুইপুর পৌঁছান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বারুইপুরের রাস মাঠ থেকে এসপি অফিসের সামনে পর্যন্ত মিছিলে কথা ছিল শুভেন্দুর। মিছিলের রাস্তাতেই ২ জায়গায় তৃণমূলের মঞ্চ। দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত তৃণমূলকে সভার অনুমতি পুলিশের। তারপরেও শুভেন্দুর কনভয় দেখে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মী সমর্থকরা। ওঠে চোর চোর স্লোগান। এরপাশাপাশি বিরোধী দলনেতাকে-গো ব্যাক গ্লোগান, কালো পতাকা দেখানো হয়। বারুইপুরের ঘটনার পরিপ্রেক্ষিপ্তে বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি জানান বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, "নির্বাচন কমিশন দেখুক বাংলায় রাষ্ট্রপতি শাসন ছাড়া নির্বাচন পরিচালনা সম্ভব কিনা। আমি রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছি। জলে লঙ্কার গুঁড়ো মিশিয়ে জল ছোঁড়া হয়েছে। আমি আমার কোন কর্মী আঘাত প্রাপ্ত হোক চাই না। ৩০ বার লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। আমরা হিন্দুর বাচ্চা কাউকে ভয় করিনা। এখানকার পুলিশ, এসপি যা করলেন তার হিসাবে হবে। গাড়িতে না থাকলে লাঠির ঘা আমার মাথায় পড়ত। তোলাবাজ বিমান বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে"। ২৭ তারিখ বারুইপুর এসি অফিস অভিযানের ডাক শুভেন্দু আরও বলেন, " আমি চাই না আমার কোন কর্মীর রক্ত ঝরুক, বাংলার জন্য মরতেও রাজি"।
-
Mar 19, 2025 16:14 IST
West Bengal News Live: বারুইপুরে শুভেন্দুর রোড শো'! পালটা তৃণমূলের স্লোগান, কালো পতাকা
বারুইপুরে শুভেন্দুর রোড শো'! পালটা তৃণমূলের স্লোগান, কালো পতাকা। উঠল গো ব্যাক স্লোগান। সম্মুখ সমরে বিজেপি ও তৃণমূল কংগ্রেস। তৃণমূলের বিক্ষোভ কর্মসূচী থেকে উঠল চোর, গো ব্যাক স্লোগান। পরিস্থিতি সামলাতা পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়।
-
Mar 19, 2025 15:27 IST
West Bengal News Live:২৫০টি সিসিটিভি ফুটেজ দেখে চুরির কিনারা
গত মাসের শেষ সপ্তাহে বাগুইআটি বাজারের কালী মন্দির থেকে ঠাকুরের গয়না চুরি যায়। সেই ঘটনার তদন্তে নামে বাগুইআটি থানার পুলিশ। এরপরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে চুরি করে দুস্কৃতীরা দমদম স্টেশন থেকে কৃষ্ণনগর লোকালে চেপে চম্পট দেয়। এরপরে পুলিশ তিনটে দলে ভাগ হয়ে নদিয়ার চাকদা থেকে চুরি যাওয়া গয়না উদ্ধার করে। যিনি গয়নাগুলি নিয়েছিলেন তাকে গ্রেফতার করে পুলিশ। এরই পাশাপাশি সেখান থেকে চোর-কেও গ্রেফতার করে পুলিশ। বিধাননগর পুলিশের ডিসি এয়ারপোর্ট ঐশ্বর্য সাগর জানান, তদন্তে তারা প্রায় ২৫০টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুস্কৃতীদের শনাক্ত করেছেন।
-
Mar 19, 2025 15:24 IST
West Bengal News Live:বেতন বাড়ছে
রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাড হক বোনাস ও উৎসব অগ্রিম বেড়েছে। মঙ্গলবার অর্থ দফতরের তরফে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে এই তথ্য জানানো হয়েছে। শারদোৎসব এবং ঈদের আগে এই বোনাস ও অগ্রিম টাকা পাওয়া যাবে বলে জানা গিয়েছে। ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত রাজ্য সরকারের যে সমস্ত কর্মীদের বেতন মাসে ৪৪ হাজার টাকা বা তার নিচে তাঁরা অ্যাড হক বোনাস হিসেবে পাবেন ৬ হাজার ৮০০ টাকা। অন্যদিকে মাসে ৪৪ হাজার থেকে ৫২ হাজার টাকা পর্যন্ত যাদের বেতন তাঁরা উৎসব অগ্রিম হিসেবে এ বছর পাবেন ২০ হাজার টাকা।
-
Mar 19, 2025 13:25 IST
West Bengal News Live:স্থায়ী উপাচার্য পেল বিশ্বভারতী
অবশেষে স্থায়ী উপাচার্য নিয়োগ করা হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য পদে নিয়োগ করা হয়েছে ড: প্রবীর কুমার ঘোষকে। দীর্ঘ ১৫ মাস পর স্থায়ী উপাচার্য নিয়োগ করা হয়েছে বিশ্বভারতীতে। শিক্ষা মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে বিশ্বভারতীতে নতুন উপাচার্য নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে।
-
Mar 19, 2025 12:09 IST
West Bengal News Live:হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি
যাদবপুর কাণ্ডে আরও এক ছাত্রকে গ্রেফতারি নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। গত ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল শিক্ষা কর্মী সংগঠন শিক্ষা বন্ধুর অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ের হওয়া মামলার ভিত্তিতে গতকাল যাদবপুর থানায় ডেকে পাঠানো হয়েছিল সৌপ্তিক চন্দ্র নামে যাদবপুরের এক পড়ুয়াকে। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করেছে পুলিশ। মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে সৌপ্তিককে, এই দাবি করে যাদবপুর থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। প্রয়োজনে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
-
Mar 19, 2025 11:37 IST
West Bengal News Live:বেড়েছে গণ্ডারের সংখ্যা, উচ্ছ্বসিত বনমন্ত্রী
গত কয়েক বছরের রাজ্যের বনাঞ্চলগুলিতে চোরাশিকারীদের দৌরাত্ম্য বন্ধে নানাবিধ উদ্যোগ নিয়েছিল বনদফতর। রাজ্য বনবিভাগের সেই লাগাতার প্রচেষ্টারই এবার হাতেনাতে ফল মিলেছে। চোরাশিকারীদের দৌরাত্ম্য তলানিতে ঠেকতেই বনাঞ্চলে বেড়েছে বন্যপ্রাণের সংখ্যা। রাজ্যের দুই জাতীয় উদ্যানে গণ্ডারের সংখ্যা-বৃদ্ধিতে রীতিমতো খুশি বনমন্ত্রী থেকে শুরু করে বদফতরের শীর্ষকর্তারা। খুশি পশুপ্রেমী মানুষজনও।
বিস্তারিত পড়ুন-Rhino: জলদাপাড়া, গরুমারায় বেড়েছে গণ্ডারের সংখ্যা, উচ্ছ্বসিত বনমন্ত্রী
-
Mar 19, 2025 10:49 IST
West Bengal News Live:উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে বড় ঘোষণা
শেষ হয়েছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিনেই ফল প্রকাশ নিয়ে বড়সড় ঘোষণা করে দিলেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। পুরনো নিয়মে এবছরই ছিল শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে সেমেস্টার পদ্ধতিতে হবে পরীক্ষা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে মে মাসে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়ে যাবে। তবে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে এখনই নির্দিষ্ট করে কোনও তারিখের উল্লেখ তিনি করেননি।
বিস্তারিত পড়ুন-HS Result 2025: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে বড় ঘোষণা, কী জানালেন সংসদ সভাপতি?
-
Mar 19, 2025 10:18 IST
West Bengal News Live:একজন ছাত্র থাকলেও স্কুল চালু থাকবে: ব্রাত্য
'একজন ছাত্র থাকলেও স্কুল চালু থাকবে', বিধানসভায় শিক্ষা বাজেটের উপর বক্তব্য রাখতে গিয়ে এমনই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নীতিতেই বিশ্বাসী বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সেই সঙ্গে আরও একবার যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়েও মুখ খুলেছেন ব্রাত্য বসু।
বিস্তারিত পড়ুন- Bratya Basu: 'একজন ছাত্র থাকলেও স্কুল চালু থাকবে', শিক্ষায় নজিরবিহীন 'অগ্রগতি' তুলে ধরে বললেন ব্রাত্য
-
Mar 19, 2025 09:28 IST
West Bengal News Live: মানবিক পুলিশ!
আইনশৃঙ্খলা রক্ষা করা পুলিশের প্রধান কাজ। কিন্তু তার বাইরেও মানবিক দায়িত্বের এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছেন দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার পুলিশ কর্মীরা। শুধু মানুষের সুরক্ষা নয়, এবার প্রকৃতি ও প্রাণীদের প্রতিও তাঁরা বাড়িয়ে দিয়েছেন সহানুভূতির হাত। সুন্দরবনের অদূরে অবস্থিত এই থানার চারপাশে রয়েছে অসংখ্য গাছ। এই গাছগুলিকে ঘিরেই শুরু হয়েছে এক সুন্দর উদ্যোগ। গাছের ডালে ডালে বাসা বেঁধেছে অসংখ্য পাখি। আর এই উড়ন্ত অতিথিদের যত্ন নিতে থানার পুলিশকর্মীরা হয়েছেন প্রকৃত বন্ধু।
-
Mar 19, 2025 09:28 IST
West Bengal News Live: বেধড়ক মারধরে গর্ভপাত মহিলা আইনজীবীর
পুলিশের কর্মী পরিচর দেওয়া ব্যক্তিকে ধীরে বাইক চালানোর কথা বলায় ভয়ঙ্কর পরিণতির শিকার হতে হয় অন্তঃসত্ত্বা মহিলা আইনজীবী ও তাঁর স্বামীকে। মারধোরের জেরে ওই মহিলা আইনজীবীর গর্ভপাত পর্যন্ত হয়ে যায়। তারপরেও অভিযোগ না নিয়ে মহিলা আইনজীবীকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়ে দায় সারে বর্ধমান থানা। অন্যদিকে, হাসপাতালও পুলিশের কাছ থেকে লিখিত কিছু না পেলে চিকিৎসা করবে না বলে আইনজীবীকে ফিরিয়ে দেয়। এমন ঘটনার বিচার পেতে বুধবার কাজ বন্ধ রেখে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত বর্ধমান বার অ্যাসোসিয়েশনের। এই সিদ্ধান্তের কথা বারের পক্ষ থেকে জেলা জজকেও জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও ঘটনাটি মুখ্যমন্ত্রী সহ পুলিশ প্রশাসনের উপর মহলেও জানানো হয়েছে।
বিস্তারিত পড়ুন- Purba Bardhaman News: নক্কারজনক কাণ্ডে তোলপাড়! পুলিশ পরিচয়ে বেধড়ক মারধরে গর্ভপাত মহিলা আইনজীবীর
-
Mar 19, 2025 09:27 IST
West Bengal News Live: ফের ঝেঁপে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
গত রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার বদল চোখে পড়েছে। ঝড়-বৃষ্টির জেরে অনেকটাই মনোরম হয়েছে পরিবেশ। আবহাওয়া দফরের পূর্বাভাস, রাজ্যের বিভিন্ন প্রান্তে আবারো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আগামী কয়েক দিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।
বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today: ফের ঝেঁপে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়ায় দুরন্ত বদল কবে থেকে?