Advertisment

বারুইপুরে পুকুর থেকে উদ্ধার ভাই-বোনের মৃতদেহ

পুকুর থেকে উদ্ধার ১১ বছরের দিদি ও বছরের ভাইয়ের মৃতদেহ। ভাই আকাশকে বাঁচাতে গিয়ে দিদি সঙ্গীতাও ডুবে গেছে বলে অনুমান প্রতিবেশীদের।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

জলে ডুবে মারা গেল দুই শিশু

একদিন নিখোঁজ থাকার পর শুক্রবার সকালে পুকুরে ভেসে উঠতে দেখা গেল ভাই-বোনকে। ঘটনাটি ঘটেছে বারুইপুরের রামকৃষ্ণ পল্লিতে। মৃত দুজনের নাম সঙ্গীতা সর্দার (‌১১)‌ এবং আকাশ সর্দার (‌৭)‌। এদিন সকালে তাদের মৃতদেহ পুকুরে ভাসতে দেখেন এলাকার মানুষ। তাঁরাই বারুইপুর থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে দেহ উদ্ধার করে। মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস।

Advertisment

আরও পড়ুন, ১৫ দিনের শিশুকন্যার মাটির নিচে পোঁতা মৃতদেহ উদ্ধার, বাবা-মা ফেরার

পুলিস সূত্রে জানা গেছে, রামকৃষ্ণ পল্লিতে ফুচকা বিক্রেতা সোমনাথ সর্দারের ৩ ছেলে এবং ১ মেয়ে। মেয়ে সঙ্গীতা বড় আর ছোট ছেলে আকাশ। বারুইপুরের ফুলতলা নিবেদিতা প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণিতে পড়ত আকাশ। সঙ্গীতা পড়ত নিবেদিতা হাই স্কুলের পঞ্চম শ্রেণিতে। মা বৃহস্পতি সর্দার জানান, ‘‘বৃহস্পতিবার সকাল থেকেই দুজনেই বাইরে ঘুরে বেড়াছিল। পরে সকাল ১০ টায় স্নান করতে ২ জন মিলে পুকুরে নামে। এলাকার লোকজন ওদের জল থেকে উঠিয়ে দেন। আবার ফাঁকা ঘাটে কেউ না থাকার সুযোগ নিয়ে ওরা জলে নামে। প্রতিদিন দুপুরে বাড়ি আসে। সেদিন আসে নি। সন্ধায় বারুইপুর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। আর শুক্রবার সকালে বাড়ি থেকে ৩ মিনিট দূরত্বে ওই পুকুরেই ছেলে –মেয়েকে ভাসতে দেখেন এলাকার লোকজন।’’

publive-image এই পুকুরেই ভেসে উঠেছে জোড়া মৃতদেহ

স্থানীয় বাসিন্দারা জানান, ‘‘সঙ্গীতা সাঁতার জানত। ভাইকে বাঁচানোর চেষ্টা করতে গিয়েই দুজনে তলিয়ে গেছে বলে মনে করা হচ্ছে।’’ ‌

South 24 Pgs
Advertisment