/indian-express-bangla/media/media_files/2025/01/12/XxZijAa6b9DntuO9Noxt.jpg)
বাংলাদেশ সীমান্তে তোলপাড়!
BSF: সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় বিএসএফের হাতে আটক বাংলাদেশ পুলিশের শীর্ষ কর্মকর্তা। শনিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্ত পোস্টের কাছে এই ঘটনা ঘটে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সীমান্তে টহলদারির সময় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় ওই ব্যক্তিকে। পরে তল্লাশির সময় তাঁর কাছ থেকে বাংলাদেশ পুলিশের পরিচয়পত্র উদ্ধার হয়।
ঘটনার পরপরই বিএসএফ কর্মকর্তারা তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। বর্তমানে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারীরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন। তবে তদন্ত চলায় ওই কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। কেন তিনি সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন এবং তিনি একাই ছিলেন নাকি কোনও বড় নেটওয়ার্কের অংশ—তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন- মেট্রো উদ্বোধনের কৃতিত্ব নিয়ে জোর দড়ি টানাটানি! শাসক নেতার ব্যানার ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা
অধিকাংশ ক্ষেত্রেই অনুপ্রবেশকারীরা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে, কিন্তু বাংলাদেশ পুলিশের একজন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের এভাবে ধরা পড়া নজিরবিহীন বলেই মনে করছেন নিরাপত্তা কর্মকর্তারা। এতে সীমান্ত সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে।
ভারত–বাংলাদেশ সীমান্ত বিশ্বের অন্যতম দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা, যার মধ্যে প্রায় ২,২১৭ কিলোমিটার রয়েছে সীমান্ত রয়েছে বাংলার সঙ্গে। উত্তর ২৪ পরগনায় জেলা জুড়ে বহুদিন ধরেই সীমান্ত অনুপ্রবেশ, চোরাচালানের ঘটনা সামনে এসেছে। ঘনবসতি, নদীঘেরা এলাকা এবং শহরের নিকটবর্তী হওয়ার কারণে চোরাচালানকারীরা দীর্ঘদিন ধরে এই রুট ব্যবহার করে আসছে।
এই প্রেক্ষাপটে বিএসএফের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবাদি পশু পাচার থেকে শুরু করে মাদক ও ভুয়ো নোটের লেনদেন আটকাতে দীর্ঘদিন ধরেই সীমান্ত পাহারায় নজরদারি বাড়ানো হয়েছে। কিন্তু বাংলাদেশ পুলিশের এক আধিকারিকের এভাবে ধরা পড়া ঘটনাকে নিরাপত্তার জন্য বড়সড় সতর্কবার্তা হিসেবেই দেখা হচ্ছে।
আরও পড়ুন- ধেয়ে আসছে তুমুল দুর্যোগ! কলকাতা সহ জেলায় জেলায় জারি সতর্কতা,ভারী বৃষ্টিতে নাকাল হবে জনজীবন
এক শীর্ষ নিরাপত্তা আধিকারিকের কথায়, “এই ধরনের ঘটনা আমাদের সীমান্ত সুরক্ষায় আরও বেশি নজরদারির ও সতর্কতামূলক ব্যবস্থাকে আরও বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়টিকেই তুলে ধরেছে । কেন্দ্রীয় বাহিনী, গোয়েন্দা সংস্থা ও রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় আরও জোরদার করা হচ্ছে যাতে ভবিষ্যতে এ ধরনের প্রচেষ্টা ভেস্তে দেওয়া যায়।”