/indian-express-bangla/media/media_files/2025/08/02/death-2025-08-02-15-22-41.jpg)
West bengal News Live Updates: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
Kolkata News Live Updates: প্রসব যন্ত্রণায় কাতর মহিলা! হাসপাতালে তড়িঘড়ি নিয়ে আসা হয় সন্তান সম্ভবা ওই মহিলাকে। সেখানে আরএমও পরিচয়ে এক অবিনাশ কুমার নামে এক ব্যক্তি রোগিণীকে দেখেন। প্রেসক্রিপশনে ওষুধ লেখার পাশাপাশি ইনজেকশনও দেওয়া হয়। এরপরই গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়। পরে রোগীর পরিবার জানতে পারেন আরএমও পরিচয়ে ওই ব্যক্তি আদতে চিকিৎসকের সহকারী। গুরুতর অভিযোগে একবালপুরের নার্সিং হোমে তালা ঝোলালো স্বাস্থ্য কমিশন। পাশাপাশি রোগিণীকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশও দেওয়া হয়েছে কমিশনের তরফে।
আরও পড়ুন-ধেয়ে আসছে তুমুল দুর্যোগ! কলকাতা সহ জেলায় জেলায় জারি সতর্কতা,ভারী বৃষ্টিতে নাকাল হবে জনজীবন
আগামী ২৮ অগাস্ট টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস। ওই দিনে নির্ধারিত পরীক্ষা পিছিয়ে দিল বোলপুরের বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যানবাহনের সমস্যা এবং পড়ুয়াদের আর্জি মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ২৮ অগাস্টের বদলে পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ অগাস্ট। একই দিনে টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসকে ঘিরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা তৈরি হয়। টিএমসিপি এবং বিরোধী ছাত্র সংগঠনের সংঘাতে পরিস্থিতি চরমে ওঠে। যদিও শেষ পর্যন্ত সিন্ডিকেট বৈঠকে পরীক্ষার দিন বদলের প্রস্তাব খারিজ করা হয়।
আরও পড়ুন- তোলা না দেওয়ায় মহিলাকে কুপ্রস্তাব, দাপুটে শাসক নেতার 'বিস্ফোরক' অভিযোগে উত্তাল বাংলা
বিরাট দুর্ঘটনা থেকে রক্ষা! চলন্ত ট্রেনের উপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মালদা-আজিমগঞ্জ এক্সপ্রেস। রেল সূত্রে জানা গিয়েছে নিউ ফারাক্কা স্টেশন ঢোকার মুখে ছিঁড়ে পড়ে বিদ্যুতের তার। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায় ট্রেনটি। ঘটনার জেরে তুমুল আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। ঠিক কী কারণে দুর্ঘটনা? রক্ষণাবেক্ষণে কোন ঘাটতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন-টাকা মার যাওয়ার কোন ভয় নেই, ভালো রিটার্নের ১০০ শতাংশ গ্যারান্টি, পোস্ট অফিসের এই স্কিমটি জানেন তো?
- Aug 24, 2025 15:05 IST
West Bengali News LIVE UPDATES:পণের দাবিতে স্ত্রীকে খুন, পুলিশি হেফাজত থেকে পালানোর চেষ্টা, এনকাউন্টার
গ্রেটার নয়ডায় পণের দাবিতে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে গ্রেফতার হওয়া অভিযুক্ত বিপিন পুলিশি হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। রবিবার ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ। বিপিনের পায়ে গুলি লেগেছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, শনিবার বিপিনকে গ্রেফতার করা হয়। অভিযোগ, তিনি স্ত্রী নিক্কিকে পুড়িয়ে হত্যা করেন। এই মামলায় বিপিন ছাড়াও তার ভাই রোহিত, মা দয়া, বাবা সৎবীর এবং বোনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ভারতীয় ন্যায় সনহিতা (Bharatiya Nyaya Sanhita)-এর ১০৩(১) (খুন), ১১৫(২) (ইচ্ছাকৃত আঘাত), এবং ৬১(২) (অপরাধমূলক ষড়যন্ত্র) ধারায় মামলা রুজু করা হয়েছে।
- Aug 24, 2025 14:03 IST
West Bengali News LIVE UPDATES: নরেন্দ্রপুরে দোকান থেকে উদ্ধার রক্তাক্ত দেহ
নরেন্দ্রপুর থানা এলাকার সাহাপাড়ায় চাঞ্চল্যকর ঘটনা। বাইপাসের ধারে একটি পুরানো জিনিসপত্র বিক্রির দোকান থেকে উদ্ধার হল এক ব্যক্তির রক্তাক্ত দেহ। মৃতের নাম কালাম শেখ, বাড়ি বারুইপুরের মল্লিকপুরে। জানা গিয়েছে, দোকানেই থাকতেন তিনি। শনিবার সকালে অন্যান্যরা এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক অনুমান, ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
- Aug 24, 2025 14:02 IST
West Bengali News LIVE UPDATES:রাস্তায় মদ্যপানের প্রতিবাদ আক্রান্ত শিক্ষক, পদক্ষেপ বেলঘরিয়া থানার
রাস্তায় মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত হলেন এক শিক্ষক। এই ঘটনায় বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষক।তাঁর অভিযোগ, শনিবার ভোরে পুজো দিয়ে বাড়ি ফেরার সময় রাস্তায় কিছু যুবককে মদ্যপান করতে দেখেন তিনি। আপত্তি জানাতেই তাঁকে প্রথমে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় এবং পরে মারধর করা হয়। গুরুতরভাবে চোখ, মুখ ও মাথার পিছনে আঘাত পান তিনি। এরপরই তাঁকে ভর্তি করা হয় সাগর দত্ত মেডিকেল কলেজে। শিক্ষকের কথায়, “ভোর ছ’টার সময় আমি একটি অনুষ্ঠানের পর বাড়ি ফিরছিলাম। দেখি কয়েকজন যুবক রাস্তায় মদ্যপান করছে। আমি প্রতিবাদ করতেই তারা আমার উপর চড়াও হয়। আমাকে মাটিতে ফেলে চোখ, মুখ ও মাথায় আঘাত করে।”ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই এক তরুণীকে গ্রেফতার করেছে এবং আরও দু’জনকে আটক করেছে। পুলিশের দাবি, অভিযুক্তরা নিমতা থানা এলাকার বাসিন্দা। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান খতিয়ে দেখা হচ্ছে, বাকিদেরও শীঘ্রই গ্রেফতার করা হবে।ঘটনার তীব্র নিন্দা করেছেন স্থানীয় কাউন্সিলর ও টাউন কমিটির সভাপতি বিশ্বজিৎ সাহা। তাঁর কথায়, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা কোনওভাবেই এ ধরনের সমাজবিরোধী কার্যকলাপকে সমর্থন করি না।”
- Aug 24, 2025 14:01 IST
West Bengali News LIVE UPDATES: অনুপ্রবেশ নিয়ে পরিসংখ্যান দিল শুভেন্দু
অনুপ্রবেশ ইস্যুতে রাজ্যে এসে সুর চড়িয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি ঘিরে ফের সরগরম রাজ্য-রাজনীতি। শনিবার নিশীথ প্রামাণিকের একটি বই প্রকাশ অনুষ্ঠানে তিনি বড় দাবি করে বলেন, ইতিমধ্যেই প্রায় ৪ লক্ষ বাংলাদেশিকে পুশব্যাক করেছে ভারত সরকার। তাঁর কথায়, “আমি ভারত সরকার ও বিএসএফকে ধন্যবাদ জানাই। তারা ইতিমধ্যেই ৪ লক্ষ বাংলাদেশিকে পুশব্যাক করেছে। পাশাপাশি, বিজিবিকেও ধন্যবাদ, কারণ তারা ওই অনুপ্রবেশকারীদের নিতে বাধ্য হয়েছে।” রাজ্য সরকারকে নিশানা করে তিনি বলেন, ৫৪০ কিলোমিটার এলাকাতে ফেন্সিংয়ের জন্য জমি দেন নি। ২০১৬ সাল থেকে জমি চাওয়া হলেও মমতা ব্যানার্জী জমি দিচ্ছে না। ফেন্সিং না থাকার কারণে রাজ্যে অবাধে অনুপ্রবেশ ঘটছে। অবৈধ বাংলাদেশি মুসলিমরা এদেশে ঢুকে ভোট জেহাদ, ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, ধর্মীয় জেহাদ সব কাজই করছে। এদিন তিনি রাজ্য সরকারের ভূমিকা নিয়েও তোপ দাগেন। শুভেন্দুর অভিযোগ, “গুজরাট, হরিয়ানা-সহ দক্ষিণের একাধিক রাজ্য থেকে অবৈধ বাংলাদেশিদের 'পুশব্যাক' করা হয়েছে। মহারাষ্ট্রে সবচেয়ে বেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হয়েছে। কিন্তু রাজ্য সরকার এ ব্যাপারে কোনও ভূমিকা নিচ্ছে না। বরং তুষ্টিকরণের রাজনীতির স্বার্থে কেন্দ্রকে সহযোগিতা করছে না।” তাঁর দাবি, গত এক দশকে বাংলায় বিপুল সংখ্যক বাংলাদেশি মুসলিম অবৈধভাবে প্রবেশ করেছে। সব মিলিয়ে ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে বাংলাদেশি অনুপ্রবেশ ও পুশব্যাক প্রসঙ্গ নতুন করে রাজ্য রাজনীতিকে উসকে দিল।
- Aug 24, 2025 14:00 IST
West Bengali News LIVE UPDATES: মেট্রো উদ্বোধনের কৃতিত্ব কার? জোর তরজা
সদ্য তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই মেট্রো উদ্বোধনের কৃতিত্ব কার তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। গত ২২ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউ গড়িয়া–দমদম বিমানবন্দর পর্যন্ত সম্প্রসারিত মেট্রো রেলের শুভ সূচনা করেন। কিন্তু উদ্বোধনের পরপরই কৃতিত্বের লড়াই ঘিরে উত্তাল রাজনীতি।ঋত্বিক ঘটক মেট্রো স্টেশনের কাছে টাঙানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ একটি ব্যানার। সেখানে লেখা— “নিউ গড়িয়া-দমদম বিমানবন্দর পর্যন্ত মেট্রো রেল সূচনার অন্যতম কান্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাই ধন্যবাদ।” জানা গেছে, এই ব্যানার লাগিয়েছেন ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। তার দাবি, “২০০৯-১০ সালের অর্থবর্ষে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো রেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কাজ তিন বছরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, প্রায় ১৬ বছর লেগে গেল। ভোটের আগে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করার চেষ্টা করছে বিজেপি। আসলে বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার আরও একটি নিদর্শন । তাই মানুষের সামনে সত্যিটা তুলে ধরতেই এই ব্যানার।”অপরদিকে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, "বাংলার সৌভাগ্য এখনও পর্যন্ত হাওড়া ব্রিজে পোস্টার পড়েনি যে সেটাও মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তৈরি হয়েছে। মানুষকে এতটা অচেতন বা মূর্খ ভাবার কোনও কারণ নেই। এই ধরনের পোস্টার আসলে মানুষের রাজনৈতিক স্মৃতিশক্তিকে অপমান করা।”