India-Bangladesh Border News: মালদার ভারত-বাংলাদেশ সীমান্তের সুকদেবপুর এলাকার কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয় নিয়ে দুই দেশের সীমান্ত বাহিনীর সঙ্গে বৈঠক হলেও কোন সুরাহা হল না। বৃহস্পতিবার বাংলাদেশের সোনা মসজিদ এলাকায় বিএসএফ এবং বিজিবি'র মধ্যে আন্তর্জাতিক সীমান্ত সমস্যা নিয়ে একটি সমন্বয়মূলক বৈঠকের আয়োজন করা হয়। কিন্তু সেই বৈঠকে সীমান্তের চোরাকারবার ঠেকানো, শান্তি - শৃঙ্খলা বজায় রাখার-সহ নানান বিষয়ে মতামত বিনিময় করা হয়। কিন্তু মালদার বৈষ্ণবনগর থানার বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের সুকদেবপুর সীমান্তের কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, সেব্যাপারে কোনওরকম আলোচনায় করা হয়নি বলে বিএসএফ সূত্রে খবর।
বৃহস্পতিবার বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্ত সংযোগ কর্তৃপক্ষের তরফ থেকে দুই দেশের সীমান্ত সুরক্ষা বাহিনীর সমন্বয় মূলক বৈঠকের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে সুকদেবপুরের কাঁটাতারের বেড়ার কাজ কতদিনে সম্পন্ন হবে সেব্যাপারে কোন কিছু জানানো হয়নি। ফলে মালদার সুকদেবপুর গ্রামের বাসিন্দারা এখনও আতঙ্কের মধ্যে রয়েছেন। তবে এই বৈঠকের পর সুকদেবপুর সীমান্তবর্তী এলাকায় নির্দিষ্ট সময়ের মধ্যে কৃষকদের চাষবাসের জন্য যাতায়াতের নির্দেশ দিয়েছে বিএসএফ কর্তৃপক্ষ।
এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ) প্রতিনিধি দলের সেক্টর হেড কোয়ার্টার্স বিএসএফ মালদার ডিআইজি তরুণ কুমার গৌতম এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সেক্টর হেডকোয়ার্টার্স বিজিবি রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল মহম্মদ ইমরান ইবনে রউফ। প্রতিনিধিদলে উভয় বাহিনীর নিজ নিজ ব্যাটালিয়ন কমান্ডার এবং স্টাফ অফিসাররা ছিলেন।
আরও পড়ুন বর্ডার টপকে বেপরোয়া লুঠ, BSF-এর উপর হামলা, বাংলাদেশিদের বাঁশপেটা করে তাড়াল ভারতীয়রা
এদিন বাংলাদেশের সোনা মসজিদে বিওপি বিএসএফ মালদা সেক্টরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এবং বিজিবি রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডারের মধ্যে একটি সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এই উচ্চ পর্যায়ের বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক সীমান্তের পবিত্রতা নিশ্চিত করার প্রতি উভয়ে আলোচনা করে।
বৈঠকের পর বিএসএফের প্রেস রিলিজ সূত্রে জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় পারস্পরিক স্বার্থের গুরুত্বপূর্ণ বিষয়গুলি বৈঠকে আলোচনা করা হয়। দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা, সীমান্ত এলাকায় অবৈধ কার্যকলাপ নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক সীমান্তের কাছে কৃষক ছাড়া অন্যদের চলাচল রোধের মতো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়। উভয় পক্ষই পারস্পরিক সংলাপ এবং ঐকমত্যের মাধ্যমে সীমান্ত সম্পর্কিত সমস্যার সমাধান খুঁজে বের করার উপর জোর দিয়েছে।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি মালদার বৈষ্ণবনগর থানার সুকদেবপুর সীমান্তে দুই সীমান্তের গ্রামবাসীদের মধ্যে ব্যাপক গোলমাল বাধে। বাংলাদেশিদের বিরুদ্ধে ভারতীয় ভূখণ্ডে ঢুকে ফসল লুঠের অভিযোগ উঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বিএসএফের ১১৯ নম্বর ব্যাটেলিয়ানের দুই জওয়ান বাংলাদেশি দুষ্কৃতীদের হামলায় জখম হন। এরপরই সীমান্তেই সাধারণ মানুষের যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা করা হয়েছিল। সেদিকে লক্ষ্য রেখেই এদিন বিএসএফ এবং বিজিবি'র সমন্বয়মূলক বৈঠক অনুষ্ঠিত হয়।
সুকদেবপুর এলাকার গ্রামবাসীদের বক্তব্য, সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় থাকুক এটা সবাই চাই। কিন্তু এখনো ওই এলাকার সীমান্তে ১০০ মিটার কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ বন্ধ রয়েছে। এই কাজে বাধা দিচ্ছে বিজিবি। এক্ষেত্রে চোরাকারবার বেড়ে যাওয়া এবং বাংলাদেশিদের এপারে ঢুকে ফসল লুঠ করার মতো ঘটনার সম্ভাবনা রয়েছে। তাই অবিলম্বে সীমান্তে কাঁটাতার বেড়া দেওয়ার কাজ সম্পন্ন করুক বিএসএফ।
বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক এন কে পাণ্ডে জানিয়েছেন দুই দেশের সীমান্তের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে একটি সমন্বয় মূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তাতে বিভিন্ন ধরনের আলোচনা এবং একে অপরের প্রতি সুসম্পর্ক বজায় রাখার কথা বলা হয়েছে।