Advertisment

Malda News: বর্ডার টপকে বেপরোয়া লুঠ, BSF-এর উপর হামলা, বাংলাদেশিদের বাঁশপেটা করে তাড়াল ভারতীয়রা

India-Bangladesh Border: বাংলাদেশ থেকে শতাধিক দুষ্কৃতী ভারতে ঢুকে লুঠপাট শুরু করেছিল। বিএসএফ বাধা দিলেই হামলা চালায় তারা। ভারতীয় গ্রামবাসীরা বিএসএফ-এর সঙ্গে মিলে দুষ্কৃতীদের তাড়া করে।

author-image
Madhumita Dey
আপডেট করা হয়েছে
New Update
Malda News,India Bangladesh Border,west bengal news,মালদার খবর,ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা

India-Bangladesh Border: ভারত-বাংলাদেশ সীমান্তে তুমুল উত্তেজনা।

tension again in Sukdevpur on India Bangladesh border of Malda: মালদার বৈষ্ণবনগরের সুকদেবপুরে ভারত-বাংলাদেশ সীমান্তে ফসল লুঠ করাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল শনিবার। ওপার সীমান্তের বাংলাদেশীরা এপারের সীমান্তে ঢুকে কৃষকদের ফসল লুঠ করে বলে অভিযোগ। শুধু তাই নয়, বেশ কয়েকটি সীমান্তের আম গাছও কেটে ফেলে বাংলাদেশী দুষ্কৃতীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএসএফের ১১৯ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের ঘটনাস্থলে ছুটে যেতে হয়। কিন্তু কর্তব্যরত জওয়ানদের লক্ষ্য করে ইঁট, পাথর ছুড়ে বাংলাদেশী দুষ্কৃতীরা। তাতেই দুই বিএসএফ জওয়ান জখম হন। সেই সময় মালদার সুকদেবপুর গ্রামের বাসিন্দারা হাতে বাঁশ, লাঠি নিয়ে বাংলাদেশীদের ধাওয়া করে।

Advertisment

তখনই পরিস্থিতি বেগতিক দেখে সীমান্তের ওপারে পালিয়ে যায় বাংলাদেশী দুষ্কৃতীরা। এই ঘটনায় বিজিবি (বর্ডার গার্ড অফ বাংলাদেশ) সদস্যদের মদত দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার সকাল ১১ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সুকদেবপুর সীমান্তের চলে দুই সীমান্তের বাসিন্দাদের মধ্যে খন্ডযুদ্ধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই পক্ষের সীমান্ত সুরক্ষা বাহিনীদের শূন্যে কাঁদানে গ্যাস ছুঁড়তে হয় বলে অভিযোগ উঠেছে। যদিও বিএসএফের পদস্থ কর্তাদের উপস্থিতির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু এই ঘটনার পর এখনও থমথেমে রয়েছে মালদার সুকদেবপুর ভারত-বাংলাদেশ সীমান্ত। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সুকদেবপুর গ্রামের গোপাল মন্ডল এবং তপন ঘোষের গমের জমির ফসল লুঠ করছিল বাংলাদেশীরা। শুধু তাই নয়, সংশ্লিষ্ট এলাকার এক তৃণমূল দলের পঞ্চায়েত সদস্য বিনয় মন্ডলের আমবাগান কেটে সাফ করে দেয় বাংলাদেশী দুষ্কৃতীরা। সেই সময় প্রথমেই কর্তব্যরত বিএসএফের ১১৫ নম্বর ব্যাটেলিয়ানে জওয়ানেরা বাঁধা দেয়। তখন ওপারের একশোরও বেশি বাংলাদেশীরা ইঁট ,পাথর ছুঁড়ে বিএসএফকে জখম করার চেষ্টা চালায়। এই পরিস্থিতির বিষয়টি সীমান্তের এপারে গ্রামবাসীদের নজরে আসতেই হাতে বাশ, লাঠি নিয়ে বাংলাদেশী দুষ্কৃতীদের ধাওয়া করা হয়। তখনই মুহূর্তের মধ্যে দুই প্রান্তের বাসিন্দাদের মধ্যে গোলমাল বেঁধে যায়। যদিও পরে বিএসএফের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন- RG Kar Doctor Murder Case Verdict:আরজি কর কাণ্ডে দোষী সঞ্জয়, রায়ে হতাশ চিকিৎসক-নাগরিকদের একাংশ, বড়সড় আন্দোলনের ডাক

Advertisment

বৈষ্ণবনগর থানার বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের সুকদেবপুর এলাকার তৃণমূল দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য বিনয় মন্ডল বলেন, "এদিন শতাধিক বাংলাদেশীরা সুকদেবপুরের সীমান্ত দিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে গ্রামের দুই বাসিন্দা গোপাল মন্ডল ও তপন ঘোষের জমির ফসল লুঠ করেছিল। শুধু তাই নয়, ওরা আমার বাগানের পনেরোটা আম গাছ কেটে নিয়ে যাচ্ছিল। তখনই সীমান্তে বিএসএফের ১১৫ নম্বর ব্যাটেলিয়ানের কর্তব্যরত জওয়ানেরা প্রতিবাদ জানিয়ে বাধা দেয়। কিন্তু সেই সময় বিএসএফকে লক্ষ্য করে ইঁট ,পাথর ছোঁড়া হয়। তাতে দুই বিএসএফ জওয়ান জখম হন।" 

আরও পড়ুন-West Bengal News Highlights: 'বাংলাদেশে পালিয়ে যাচ্ছিল, থামাতে গেলেই গুলি', পাল্টা গুলিতে সাজ্জাকের মৃত্যু, জানালেন ADG আইনশৃঙ্খলা

এরপরই সুকদেবপুরের গ্রামবাসীরা হাতে বাঁশ ,লাঠি নিয়ে সীমান্তে ছুটে যায়। ধাওয়া করা হয় বাংলাদেশীদের। পরিস্থিতি বেগতিক দেখে বাংলাদেশী দুষ্কৃতীরা ওপার সীমান্তে পালিয়ে যায়। কিন্তু সুকদেবপুর সীমান্ত এলাকার বেশ কিছু জমির ফসল নষ্ট করেছে বাংলাদেশীরা। এদিকে বিএসএফ সূত্রে জানা গিয়েছে, দুই সীমান্তের কৃষকদের মধ্যে একটা গোলমালের সৃষ্টি হয়েছিল। ওপার সীমান্তের কিছু মানুষ এপারে ফসল লুঠ করার চেষ্টা চালায়। সেই থেকে গোলমালের সূত্রপাত। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। 

আরও পড়ুন-RG Kar Doctor Murder Case Verdict:'আমাকে ফাঁসানো হচ্ছে, আমি কিছু করিনি', আদালতে চিৎকার সঞ্জয়ের

Bangladesh Malda Maldah Bangla News Bengali News Today India-Bangladesh Border news in west bengal news of west bengal
Advertisment