/indian-express-bangla/media/media_files/2025/05/14/IJTZzUhBQM47CvAWciHe.jpg)
'প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বেই...গর্বিত দেশবাসী', পূর্ণম সাউয়ের মুক্তিতে মোদীকে ধন্যবাদ সুকান্ত'র
Purnam Shaw Returned To India: 'প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বেই...গর্বিত দেশবাসী', রিষড়ার BSF জওয়ান পূর্ণম কুমার সাউয়ের মুক্তির খবরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এক আবেগঘন বার্তায় সুকান্ত মজুমদার জানিয়েছেন,“আপনার বলিষ্ঠ ও সিদ্ধান্তমূলক নেতৃত্বে কোনও ভারতীয়ই কখনও পিছনে পড়ে থাকে না। আজ পূর্ণম কুমার সাউ’-এর প্রত্যাবর্তন কেবল স্বস্তির নয়, ভারতের সংকল্প, কূটনীতি এবং গর্বের বিজয়।”
A heartfelt thank you to Hon’ble Prime Minister Shri @narendramodi Ji for once again proving that under your strong and decisive leadership, no Indian is ever left behind.
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) May 14, 2025
Today, the safe return of @BSF_India jawan Shri Purnam Kumar Shaw, who was in Pakistan's custody since…
অবশেষে দেশে ফিরলেন রিষড়ার BSF জওয়ান পূর্ণম কুমার সাউ। পাঞ্জাবের আটারি-ওয়াঘা সীমানা দিয়ে কিছুক্ষণ আগেই ভারতে ফেরেন তিনি। গত ২৩ এপ্রিল থেকে পাকিস্তানের হাতে আটক ছিল বাংলার এই জওয়ান।
অবশেষে ভারতে ফিরলেন পাকিস্তানের হাতে আটক বাংলার BSF জওয়ান, পূর্ণম কুমার সাউয়ের মুক্তিতে স্বস্তি রিষড়ার বাড়িতে। সেই সঙ্গে স্বস্তিতে ১৪০ কোটি দেশবাসী। পাক রেঞ্জারদের হাতে ২৩ এপ্রিল আটক হন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার শাও। বুধবার মুক্তি পেয়ে দেশে ফিরলেন BSF জওয়ান।
'আজকের যুবসমাজের মধ্যে নেশার যে কি প্রভাব', প্রীতমের মৃত্যুতে 'খোলামেলা' দিলীপ, বিশেষ কোন ইঙ্গিত?
বিএসএফ-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, "আজ, ২৩ এপ্রিল ২০২৫ থেকে পাক রেঞ্জারদের হেফাজতে থাকা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে সকাল ১০:৩০ মিনিটে ভারতের হাতে হস্তান্তর করা হয়। এই হস্তান্তর প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে এবং সকল প্রোটোকল অনুসরণ করে সম্পন্ন হয়েছে।"
আওয়ামী লীগকে 'নিষিদ্ধ' করায় ইউনূসকে 'তুলধোনা', হাসিনার পাশে দাঁড়িয়ে বিরাট বার্তা ভারতের
উল্লেখ্য রিষড়ায় জওয়ান পূর্ণম সাউ ফিরোজপুর জেলায় ভুল বশত আন্তর্জাতিক সীমানা পার করায় পাক রেঞ্জারদের হাতে আটক হন। এরপর থেকেই পূর্ণমের মুক্তি নিয়ে নানান টালবাহানা করতে থাকে পাকিস্তান। পূর্ণমের স্ত্রী রজনী সাউ স্বামীর মুক্তি চেয়ে দেখা করেন বিএসএফ শীর্ষ আধিকারিকদের সঙ্গেও। দিন কয়েক আগেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা করারও ইচ্ছা প্রকাশ করেন। অবশেষে ভারতের চাপের কাছে মাথা নত করতে বাধ্য হল পাকিস্তান। দেশে ফিরলেন বাংলার BSF জওয়ান। খুশির হাওয়া পরিবারে।
Pakistan hands over BSF jawan Purnam Shaw, apprehended by Rangers on April 23, at Attari border in Punjab. pic.twitter.com/3GURldLYva
— Press Trust of India (@PTI_News) May 14, 2025
সংবাদ মাধ্যমে পূর্ণমের বাবা ভোলানাথ সাউ জানিয়েছেন, 'গতকাল রাতেই মুক্তির বিষয়ে জানতে পারি। প্রথমে বিশ্বাস হয়নি। দিল্লির তরফে ফোনে যোগাযোগ করা হয়েছিল। আজ সকালে মুক্তির বিষয়ে নিশ্চিত হই। দেশে ফিরেছে ছেলে খুবই ভালো লাগছে'।
পূর্ণমের মুক্তিতে স্ত্রী রজনীকে শুভেচ্ছে শুভেচ্ছা জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়
I am happy to receive the information that our Purnam Kumar Shaw, the BSF jawan, has been released. I had all along been in touch with his family and spoke thrice with his wife here at Rishra, Hugli. Today also I called her. All the very best wishes for my brother-like jawan, his…
— Mamata Banerjee (@MamataOfficial) May 14, 2025