Dilip Ghosh: 'আজকের যুবসমাজের মধ্যে নেশার যে কি প্রভাব', প্রীতমের মৃত্যুতে 'খোলামেলা' দিলীপ, বিশেষ কোন ইঙ্গিত?

Dilip Ghosh: প্রাতঃভ্রমণ সেরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কথা বলেন স্ত্রী রিঙ্কুর একমাত্র ছেলে প্রীতম দাশগুপ্তের অস্বাভাবিক মৃত্যু থেকে শুরু করে বাংলাদেশ-নেপালের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে।

Dilip Ghosh: প্রাতঃভ্রমণ সেরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কথা বলেন স্ত্রী রিঙ্কুর একমাত্র ছেলে প্রীতম দাশগুপ্তের অস্বাভাবিক মৃত্যু থেকে শুরু করে বাংলাদেশ-নেপালের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে।

author-image
Joyprakash Das
New Update
dilip-ghosh-on-preetam-death-bangladesh-nepal-politics

'আজকের যুবসমাজের মধ্যে নেশার যে কি প্রভাব', প্রীতমের মৃত্যুতে 'খোলামেলা' দিলীপ, বিশেষ কোন ইঙ্গিত?

Dilip Ghosh On Rinku Majumder's Son Death: গতকালই মৃত্যু হয়েছে দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র সন্তান প্রীতম দাশগুপ্তের। বুধবার সকালে নিউটাউনের ইকোপার্কে প্রতিদিনের মতই দেখা গেল বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে। প্রাতঃভ্রমণ সেরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কথা বলেন স্ত্রী রিঙ্কুর একমাত্র ছেলে প্রীতম দাশগুপ্তের অস্বাভাবিক মৃত্যু থেকে শুরু করে বাংলাদেশ-নেপালের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে।

Advertisment

'বন্ধুত্বের' অনেক আগে দেশ! ট্রাম্পকে এবার বুঝিয়েই দিলেন মোদী

বছর ২৬-এর আইটি কর্মী প্রীতম দাশগুপ্তের আকস্মিক মৃত্যু গভীরভাবে নাড়া দিয়েছে বিজেপির 'ডাকাবুকো' নেতা দিলীপ ঘোষকে। প্রীতমের মৃত্যু নিয়ে এদিন বিজেপি নেতা বলেন, “ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল, তা ময়নাতদন্তের সম্পূর্ণ রিপোর্ট না এলে বলা যাবে না। একা থাকেনি সেইভাবে। ড্রাগের সমস্যা ওর আগে থেকেই ছিল। ওর কাউন্সেলিং চলছিল। ওর অফিসের ডাক্তার দেখত। হঠাৎ করে কেন হল কি হল রিপোর্ট এলে বুঝতে পারব। একটা তরতাজা ছেলে। আজকের যুব সমাজের মধ্যে নেশার যে কি প্রভাব, তার এটা একটা নমুনা। ঠিক কি হয়েছিল বলার আগেই তো ছেলেটা শেষ হয়ে গেল। আমাদের সবার কাছে এটা একটা বড় শিক্ষা। আমাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে কি করছে? তাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করে দিলেই দায়িত্ব শেষ হয়না। তারপরেও এতবড় রিস্ক থেকে যায়। এটাই চিন্তার বিষয়"। 

বাংলাদেশে 'আওয়ামী লীগ'কে নিষিদ্ধ করেছে ইউনূস সরকার। এবিষয়ে ভারতের তরফে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “এটা নতুন কিছু নয়। অতীতে বাংলাদেশে সেনা প্রধান খুন হয়েছেন, অভ্যুত্থান হয়েছে। প্রত্যেক ক্রিয়ার প্রতিক্রিয়া আছে। মৌলবাদী দেশগুলিতে এ ধরনের ঘটনা লেগেই থাকে।” তিনি আরও যোগ করেন,
“আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নতুন ফ্রন্ট গঠনের চেষ্টা চলছে। জামাত ইসলামির মতো চরমপন্থী গোষ্ঠী এই সুযোগে ক্ষমতায় আসতে চাইছে। এই সুযোগে বিশ্বের দাদাগিরি করা দেশ নাক গলানোর সূযোগ পাবে। নেপালেও তাই। রাজ পরিবারকে শেষ করে একটা সরকার চাপিয়ে দেওয়া হয়েছে। নেপাল একটি গরীব দেশ। নিজস্ব কোনো রিসোর্স নেই। তারা আরও ক্ষতিগ্রস্থ হচ্ছে। প্রতিবেশীদের সমস্যা হলে তার আঁচ আমাদের দেশের গায়ে লাগে। সেটাই চিন্তার বিষয়।  

Advertisment

আওয়ামী লীগকে 'নিষিদ্ধ' করায় ইউনূসকে 'তুলধোনা', হাসিনার পাশে দাঁড়িয়ে বিরাট বার্তা ভারতের

ভারতের অবস্থান প্রসঙ্গে বলেন প্রাক্তন বিজেপি নেতা বলেন,“আমাদের বিদেশনীতি দৃঢ়। কেউ সেখানে নাক গলানোর সুযোগ পায় না। সেই কারণে আশপাশের দেশগুলোতে গোলমাল বাঁধানোর চেষ্টা চলছে। তবুও ভারতের নেতৃত্বে এই সমস্যা মোকাবিলা ও সমাধানের নিরন্তর চেষ্টা চালানো হচ্ছে ।” দিলীপ ঘোষ আরও বলেন, নেপাল একটা স্বাধীন দেশ। মানুষ ঠিক করবেন ওখানে রাজতন্ত্র বা হিন্দু রাষ্ট্র ফিরিয়ে আনা হবে কিনা! বিশ্বের অনেক দেশে এইভাবে দেশ টুকরো হয়ে গেছে। 

dilip ghosh