BSF Jawan Shot Dead: কর্মরত অবস্থায় দুই বিএসএফ জওয়ানের ঝামেলা! চলল গুলি, গুলিবিদ্ধ হয়ে বিএসএফ জওয়ান মৃত্যু। তুমুল চাঞ্চল্য সামশেরগঞ্জে।
দুই বিএসএফএ জওয়ানের মধ্যে ঝামেলায় চলল গুলি। গুলিতে মৃত্যু হল এক বিএসএফ জওয়ানের। শনিবার রাত সাড়ে দশটা নাগাদ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ধুলিয়ানের পাহারঘাটি এলাকায়। ইতিমধ্যেই গুলিবিদ্ধ ওই বিএসএফ জওয়ানকে প্রথমে অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসক। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে বিএসএফ জওয়ানকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।
বিএসএফ সুত্রে জানা যায়, মৃত বিএসএফ জওয়ানের নাম রতন সিং। বিএসএফ কর্মীর গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয় এলাকা জুড়ে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে বিএসএফ এবং পুলিশ।
মৃত বিএসএফ জওয়ানের নাম রতন সিং। গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটির সত্যতা স্বীকার করে জঙ্গিপুর জেলা পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, বিএসএফএর নিজেদের মধ্যেই ঝামেলা। অভিযুক্ত বিএসএফ পলাতক। তার খোঁজে চলছে তল্লাশি।