Iran Israel Conflict: 'এটা তো স্রেফ ট্রেলার' নেতানিয়াহুর ভয়ঙ্কর হুঁশিয়ারির পরই পরপর মিসাইল হানা, তেহরানে মৃত্যুমিছিল

Iran Israel Conflict: শুক্রবারের পর দ্বিতীয় দিনের মতো ইরানের উপর ভয়ঙ্কর বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, এই অভিযান এখন আরও জোরদার হবে।

Iran Israel Conflict: শুক্রবারের পর দ্বিতীয় দিনের মতো ইরানের উপর ভয়ঙ্কর বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, এই অভিযান এখন আরও জোরদার হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Iran Israel Conflict:

তেহরানে মৃত্যুমিছিল

Iran Israel Conflict: "এটা তো স্রেফ ট্রেলার" নেতানিয়াহুর ভয়ঙ্কর হুঁশিয়ারির পরই পরপর মিসাইল হানা – তেহরানে শিশু-সহ নিহত ৬০

Advertisment

আরও পড়ুন- ৪০ বছর পর মহাকাশে উড়বে জাতীয় পতাকা! 

শুক্রবারের পর দ্বিতীয় দিনের মতো ইরানের উপর ভয়ঙ্কর  বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, এই অভিযান এখন আরও জোরদার হবে। এদিকে, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরমাণু আলোচনা স্থগিত করে দিয়েছে। ফলে এখনই যুদ্ধ থামার কোন লক্ষণ দেখছেন না বিশেষজ্ঞমহল। শুক্রবার ইজরায়েলের আকস্মিক হামলায় ইরানের একাধিক শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।

Advertisment

নেতানিয়াহু'র বার্তা "এখনও কিছুই দেখেনি ইরান"

এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, “আমরা ইরানের উপর যেটুকু হামলা চালিয়েছে সেটা স্রেফ ট্রেলার, এখনও ছবি বাকি আছে। আগামী দিনে আরও বড় হামলার জন্য তৈরি থাকুক ইরান।”

তেহরানে শিশুসহ নিহত ৬০, ইসরায়েল দাবি করল ১৫০টি লক্ষ্যবস্তু ধ্বংস

NDTV সূত্রে, তেহরানের একটি আবাসিক ভবনে ইজরায়েলের মিসাইল হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৯ জন শিশু। ইজরায়েল দাবি করেছে তারা ইতিমধ্যেই ১৫০টির বেশি জায়গায় হামলা চালিয়েছে।

ইরানের পাল্টা প্রতিক্রিয়া ও আমেরিকার হুঁশিয়ারি

শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ইরানও ইজরায়েলে পাল্টা হামলা চালায়, যাতে অন্তত ৩ জন নিহত হয়েছেন। বিভিন্ন শহরে সাইরেন বেজে ওঠে, আকাশে দেখা যায় ড্রোন এবং ইন্টারসেপ্টর মিসাইল।
এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “ইরান থামলে ভালো, না হলে ফল আরও ভয়াবহ হবে।” তিনি ইরানকে দ্রুত মার্কিন আলোচনায় ফিরতে আহ্বান জানান।

আরও পড়ুন- ২১ জুলাইয়ের পোস্টারে শুধু মমতার মুখ!

Israel-Iran War