Advertisment

India-Bangladesh Border: ফের বাংলাদেশ সীমান্তে চলল গুলি, BSF-এর মহিলা জওয়ানদের সাহসিকতায় রণে ভঙ্গ দিল গরু পাচারকারীরা

India-Bangladesh Border at Malda: বৃহস্পতিবার বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে এমন ঘটনা কথা জানানো হয়েছে। যদিও এই ঘটনায় কোন হতাহতের খবর নেই।

author-image
Madhumita Dey
New Update
India-Bangladesh Border: বিএসএফের প্রতিরোধে চোরাকারবারীর দল সীমান্তের ওপারে পালিয়ে যায়

India-Bangladesh Border: বিএসএফের প্রতিরোধে চোরাকারবারীর দল সীমান্তের ওপারে পালিয়ে যায়

Indo-Bangladesh Border News: ফের মালদার ভারত-বাংলাদেশ সীমান্তে চলল গুলি। উদ্ধার হয়েছে পাঁচটি গবাদি পশু। বুধবার মধ্যরাতে বাংলাদেশি দুষ্কৃতীদের সীমান্তে গরুপাচার ঠেকাতেই বিএসএফের মহিলা জওয়ানদের গুলি ছুঁড়তে হয়। যদিও পাল্টা দুষ্কৃতীরা বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে ইঁট, পাথর, অস্ত্র ছোঁড়ে। কিন্তু বিএসএফের প্রতিরোধে চোরাকারবারীর দল সীমান্তের ওপারে পালিয়ে যায় বলে অভিযোগ। 

Advertisment

এই ঘটনায় বিএসএফ পাঁচটি মোষ উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার ধুমপুর গ্রাম পঞ্চায়েতের নাঙ্গোলবান্দা সীমান্ত এলাকায়। বৃহস্পতিবার বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে এমন ঘটনা কথা জানানো হয়েছে। যদিও এই ঘটনায় কোন হতাহতের খবর নেই। 

বিএসএফ সুত্রে জানা গিয়েছে, হবিবপুর থানার ধুমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত - বাংলাদেশ সীমান্তে নজরদারিতে রয়েছে বিএসএফের ৮৮ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। এদিন রাত ২.৩০টা নাগাদ ওই এলাকার সীমান্তের কাঁটাতারবিহীন এলাকা দিয়েই বাংলাদেশি দুষ্কৃতীরা গরুপাচারের চেষ্টা চালাচ্ছিল বলে অভিযোগ। বিষয়টি নজরে আসতেই ৮৮ ব্যাটেলিয়নের কর্তব্যরত কয়েকজন মহিলা জওয়ান রুখে দাঁড়ান। কিন্তু বাংলাদেশি দুষ্কৃতিরা অস্ত্র এবং ইঁট, পাথর ছুঁড়ে বিএসএফকে হামলা চালানোর চেষ্টা চালায়। 

আর পড়ুন বাংলাদেশ সীমান্তে উত্তেজনা, কাঁটাতার লাগানো ঘিরে বচসায় জড়াল BSF-BGB

Advertisment

এরপরই মহিলা জওয়ানদের তৎপরতাই পাল্টা মোকাবিলা করা হয়। দুষ্কৃতীদের উদ্দেশ্যে তিন রাউন্ড গুলি ছোঁড়া হলে গবাদি পশু ছেড়ে সীমান্তের ওপারে পালিয়ে যায় তারা। 

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এদিন ওপার সীমান্তের ১৫ থেকে ২০ জন সশস্ত্র একটি দুষ্কৃতীর দল জড়ো হয়েছিল। মালদার হবিবপুর সীমান্তের নাঙ্গোলবান্দা এলাকা দিয়ে গরু-মোষ পাচারের চেষ্টা চালিয়েছিল দুষ্কৃতীরা। কিন্তু বিএসএফের প্রহরারত মহিলা জওয়ানরা অত্যন্ত সাহসিকতার সঙ্গেই বাংলাদেশি দুষ্কৃতীদের অপরাধ ঠেকিয়েছে। পরে উদ্ধার হওয়া ওই পাঁচটি গবাদি পশু হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ কর্তৃপক্ষ। 

West Bengal Malda BSF Cattle Smuggling West Bengal News India-Bangladesh Border west bengal latest news
Advertisment