tension over wire fencing along India-Bangladesh border in Malda: এবার ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মালদা জেলার সুকদেবপুর এলাকায় কাঁটাতার ঘটনা। কেন্দ্রীয় সরকারের পূর্ত সড়ক বিভাগ BSF-এর সহযোগিতায় সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি করার কাজ করছিল। কিন্তু সেই কাজে বাধা দেয় BGB। বাংলাদেশ বর্ডার গার্ডের সেই বাধার জেরে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ বন্ধ করে দিতে হয়। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। সেই ভিডিও ছড়িয়ে পড়ার পরেই বিষয়টি নিয়ে চর্চা বেড়েছে। যদিও সেই ভিডিওটির সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বাদানুবাদ শুরু হতেই বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মানুষজন ভিড় জমান। প্রশাসন সূত্রে খবর, ওই এলাকায় যেখানে বেড়া দেওয়ার কাজ হচ্ছিল তা বাংলাদেশের অভ্যন্তরের অংশ বলে দাবি করে বিজিবি।
জানা গিয়েছে, সোমবার বিকেলে কাঁটাতার লাগানোর সময়েই বিজিবি বাধা দেয়। বাংলাদেশের অংশে কাঁটাার লাগানো হচ্ছে বলে দাবি করে সেদেশের সেনাবাহিনী। তবে মঙ্গলবার সকালে ফের বিএসএফ এবং বিজিবি-র আধিকারিকরা বৈঠকে বসেন। ফের এক দফা আলোচনা হয় দু'পক্ষের মধ্যে। সীমান্তের যে এলাকায় বেড়া দেওয়া হচ্ছে সেটি ভারতের অংশ বলে বিজিবি-কে বোঝানো হয়। সূত্রের খবর এরপরেই সীমান্তের ওই অংশে কাঁটাতার দেওয়ার কাজও শুরু হয়।
আরও পড়ুন- Gangasagar Mela 2025:মকর সংক্রান্তিতে পুণ্যস্নান করতে চান? কীভাবে যাবেন গঙ্গাসাগরে? রইল সব হালহদিশ
এদিকে, বাংলাদেশ সীমান্তের যেখানে গোলমালের ঘটনা ঘটে তা মালদার কালিয়াচক ৩ নং ব্লকের অন্তর্গত বাখরাবাদ গ্ৰাম পঞ্চায়েত এলাকার। বাংলাদেশের দিকে এই এলাকাটি রাজশাহী জেলার শিবগঞ্জ থানার আওতাধীন। তবে সাময়িক বাদানুবাদকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ওই এলাকার বর্তমান পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে বলেই প্রশাসন জানিয়েছে।