India-Bangladesh Relation: পায়ের তলায় ভারতের জাতীয় পতাকা, এবার বাংলাদেশ বয়কটের ডাক দিল দিল্লি

India-Bangladesh Relation: বাংলাদেশে হিন্দুদের উপর হামলা ও ভারত বিদ্বেষী মনোভাবের কারণে প্রতিবেশী দেশের সঙ্গে বাণিজ্য বর্জনের ডাক দেওয়া হয়েছে। দোকানদাররা তাদের দোকানের বাইরে ‘বয়কট বাংলাদেশ’-এর লিফলেট লাগিয়েছেন।

India-Bangladesh Relation: বাংলাদেশে হিন্দুদের উপর হামলা ও ভারত বিদ্বেষী মনোভাবের কারণে প্রতিবেশী দেশের সঙ্গে বাণিজ্য বর্জনের ডাক দেওয়া হয়েছে। দোকানদাররা তাদের দোকানের বাইরে ‘বয়কট বাংলাদেশ’-এর লিফলেট লাগিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
delhi Kashmiri gate auto parts traders boycott business Bangladesh

পায়ের তলায় ভারতের জাতীয় পতাকা, এবার বাংলাদেশ বয়কটের ডাক দিল দিল্লি Photograph: (ফাইল ছবি)

India-Bangladesh Relation:  পায়ের তলায় ভারতের জাতীয় পতাকা। এবার বাংলাদেশ বয়কটের ডাক দিল দিল্লি। 

Advertisment

‘বয়কট বাংলাদেশ’ অভিযান দিকে দিকে জোরদার হতে শুরু করেছে।  ত্রিপুরা, অসম ও পশ্চিমবঙ্গ-এর পর এবার  দেশের রাজধানী দিল্লি আওয়াজ উঠেছে বাংলাদেশ বয়কটের। 

দিল্লির কাশ্মীরে গেট এলাকায় অবস্থিত অটো পার্টস পাইকারি প্রায় ২০,০০০ দোকান বাংলাদেশের সঙ্গে বানিজ্য বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছে।  বাংলাদেশে হিন্দুদের উপর হামলা ও ভারত বিদ্বেষী মনোভাবের কারণে প্রতিবেশী দেশের সঙ্গে বাণিজ্য বর্জনের ডাক দেওয়া হয়েছে। দোকানদাররা তাদের দোকানের বাইরে ‘বয়কট বাংলাদেশ’-এর লিফলেট লাগিয়েছেন। 

Advertisment

মহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এবং প্রতিবেশী দেশে হিন্দুদের উপর লাগাতার নির্যাতনের ঘটনা ঘটছে। আর তা নিয়ে রীতিমত চুপ ইউনূস সরকার। এবার বাণিজ্য বন্ধের মাধ্যমে 'বয়কট বাংলাদেশের ডাক দিয়েছে' দিল্লির কাশ্মীর গেটে অবস্থিত অটো পার্টসের পাইকারি বিক্রেতারা।  

অটোমোটিভ পার্টস মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি বিনয় নারাং বলেন, "বাংলাদেশে হিন্দুদের ওপর যে অত্যাচার হয়েছে, আমাদের মন্দির ভেঙে ফেলা হয়েছে এবং সেখানে আমাদের অনেক হিন্দু ভাইকে হত্যা করা হয়েছে। আমাদের কাশ্মীর গেট অটো পার্টস মার্কেট অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে যে আমরা বাংলাদেশের সঙ্গে সকল প্রকারের ব্যবসা বন্ধ করে দেব।"

"কাশ্মীরি গেটে প্রায় ২০,০০০ অটো যন্ত্রাংশের দোকান রয়েছে এবং ২০০০টি দোকান বাংলাদেশে গাড়ির যন্ত্রাশং রপ্তানি করে, তাদে্র সবাই বাংলাদেশের সঙ্গে ব্যবসা বন্ধ করে দিয়েছে।  আমরা ১৫ জানুয়ারি পর্যন্ত এটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রয়োজনে পরবর্তীতেও  আমরা তা চালিয়ে যাব।"

Bangladesh Crisis