/indian-express-bangla/media/media_files/G7PBmlmeX5rpgtxzfdBP.jpg)
সিঁথির মোড়ে অবরোধ।
RG Kar Protest: আরজি কর কাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও প্রাক্তনীদের ডাকে 'রাত ঘেরাও' কর্মসূচি চলছিল। অভিযোগ, সেই কর্মসূচি চলাকালীন এক সিভিক ভলান্টিয়ার মত্ত অবস্থায় এসে চড়াও হয় আন্দোলনকারীদের উপর। কলকাতা পুলিশের এক সার্জেন্ট গিয়ে ওই সিভিক ভলান্টিয়ারকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেন। শান্তিপূর্ণ জমায়েতে পুলিশি 'হুজ্জুতি'র অভিযোগে এরপর থেকে সিঁথির মোড়ে টানা শুরু হয় পথ অবরোধ।
আবারও কাঠগড়ায় এক সিভিক ভলান্টিয়ার। এর আগে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনে গ্রেফতার হয়েছেন পেশায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। আরজি করের ঘটনার প্রতিবাদে রবীন্দ্রভারতীর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও প্রাক্তনীরা 'রাত ঘেরাও' কর্মসূচি চালাচ্ছিলেন। গতকাল রাতে তাদের সেই কর্মসূচি চলাকালীন সেখানে হঠাৎই ঢুকে পড়ে এক সিভিক ভলান্টিয়ার। পুলিশ লেখা বাইকে চেপে এসে ওই সিভিক ভলান্টিয়ার ব্যারিকেডে ধাক্কা দেন এবং আন্দোলনকারীদের সঙ্গে চূড়ান্ত দুর্ব্যবহার শুরু করেন বলেও অভিযোগ। ওই সিভিক ভলান্টিয়ার সেই সময় মত্ত অবস্থায় ছিলেন বলেও অভিযোগ পড়ুয়াদের।
সেই সময় ঘটনাস্থলে এসে পৌঁছোন কলকাতা পুলিশের সার্জেন্ট তারকেশ্বর পুরী। আন্দোলনকারীদের অভিযোগ, ওই পুলিশ অফিসার ওই সিভিক ভলান্টিয়ারকে কার্যত 'সেফ প্যাসেজ' করে এলাকা থেকে সরিয়ে দেন। এতে বেজায় ক্ষুব্ধ হন আন্দোলনকারীরা। প্রতিবাদে ভোর সাড়ে চারটে থেকে টানা সিঁথির মোড়ে শুরু হয় অবরোধ। পুলিশের বিরুদ্ধে আবারও 'হুজ্জুতি'র অভিযোগে বিক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা।
আরও পড়ুন- Weather Update: নিম্নচাপের ফাঁড়া এখনও কাটেনি, আগামী কয়েকদিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?
ভোররাত থেকে সিঁথির মোড় চত্বরে রাস্তার দুই ধারে সারি দিয়ে আটকে পরে বহু গাড়ি ও ট্রাক। একটানা অবরুদ্ধ হয়ে পড়ে বিটি রোড। সার্জেন্ট তারকেশ্বর পুরী ও সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে FIR দায়েরের দাবি তুলতে থাকেন পড়ুয়ারা। ওই দুই ব্যক্তির বিরুদ্ধে FIR দায়ের না করা হলে অবরোধ উঠবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয় পুলিশকর্তাদের। শেষমেষ জোড়া FIR দায়ের হয়। প্রায় সাড়ে চার ঘন্টা পর অবরোধ উঠে যায়। বিটি রোডে আবারও শুরু হয় যান চলাচল।
আরও পড়ুন- Minakshi Mukherjee: আরজি করের বিক্ষোভে নিগ্রহ করেছে পুলিশ, কমিশনারকে নালিশ মীনাক্ষীর