West Bengal Weather Update: মোটের উপর আজ পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নিম্নচাপের জেরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলের জেলাগুলিতেও মৎস্যজীবীদের জন্য রয়েছে সতর্কবার্তা। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী কয়েক দিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, নিম্নচাপের কারণে বঙ্গোপসাগরে উত্তাল পরিস্থিতি তৈরি হতে পারে। তারই জন্য মৎস্যজীবীদের জন্য সমুদ্রের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। যদিও মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে দূরে সরে যাওয়ার কারণে তেমন ভারী দুর্যোগের আশঙ্কা আর নেই। আজ শনিবার মূলত পরিষ্কার আকাশ থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
শহর কলকাতায় আজ সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বেলা বাড়লে কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তিলোত্তমা মহানগরীতেও আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন- Minakshi Mukherjee: আরজি করের বিক্ষোভে নিগ্রহ করেছে পুলিশ, কমিশনারকে নালিশ মীনাক্ষীর
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পং বাদ দিলে উত্তরবঙ্গের আর কোনও জেলাতেই আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন- এক হাতেই অসাধ্য সাধন! দারুণ দক্ষতায় এই অসীম বিজয়ের গল্প প্রেরণা দেবে