Advertisment

জ্ঞান ফিরেছে বুদ্ধবাবুর, তবে এখনও সঙ্কটেই প্রাক্তন মুখ্য়মন্ত্রী

উডল্য়ান্ডস সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে জ্ঞান ফিরেছে বুদ্ধবাবুর। তাঁকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। প্রাক্তন মুখ্য়মন্ত্রীর শরীরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ নিয়ন্ত্রণে এসেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
buddhadeb bhattacharya, বুদ্ধদেব ভট্টাচার্য

বুদ্ধদেব ভট্টাচার্য

খানিকটা ভাল থাকলেও এখনও সঙ্কটজনক প্রাক্তন মুখ্য়মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। উডল্য়ান্ডস সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে জ্ঞান ফিরেছে বুদ্ধবাবুর। তাঁকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। প্রাক্তন মুখ্য়মন্ত্রীর শরীরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ নিয়ন্ত্রণে এসেছে।

Advertisment

হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে,  বুদ্ধবাবুর শরীরে অক্সিজেন স্য়াচুরেশন এখন ৯২ থেকে ৯৫। তাঁকে ৩৫ শতাংশ ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। ধীরে ধীরে ভেন্টিলেটর সাপোর্ট কমানোর চেষ্টা চালানো হচ্ছে। আজ সকাল ১০টায় বসছে মেডিক্য়াল বোর্ড। তারপরই পরবর্তী চিকিৎসা পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর।

বুধবার দুপুরে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। দীর্ঘদিন ধরেই অসুস্থ তিনি। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকে। বাড়তে থাকে কার্বন ডাই অক্সাইডের মাত্রা।

আরও পড়ুন: ‘উনি ভাল হয়ে উঠুন, আমি এইটুকুই চাই’, হাসপাতালে বুদ্ধবাবুকে দেখে প্রতিক্রিয়া মমতার

বুদ্ধবাবুর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। পরে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, ‘উনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আমরা সকলে ওঁকে শ্রদ্ধা করি। উনি ভাল হয়ে উঠুন, আমরা এইটুকুই চাই’। পাশে দাঁড়িয়ে থাকা বুদ্ধবাবুর কন্যার পিঠে হাত দিয়ে সান্ত্বনাও দেন মমতা।

হাসপাতালে বুদ্ধবাবুকে দেখতে যান বামফ্রন্ট চেয়ারম্য়ান বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তীরাও। বুদ্ধবাবুর আরোগ্য় কামনা করে টুইট করেন রাজ্য়পাল জগদীপ ধনকড়।

উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর মাসেও শ্বাসকষ্টের কারণে চিকিৎসক ফুয়াদ হালিমের পরামর্শ অনুযায়ী তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় নিজেই বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন বারবার। সেইবার তিনদিন পরই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। তবে বছর ঘুরতে না ঘুরতেই ফের শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করতে হল তাঁকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Buddhadeb Bhattacharya
Advertisment