/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/buddhadeb-759.jpg)
বুদ্ধদেব ভট্টাচার্য। ছবি: টুইটার।
বায়না জুড়েছিলেন প্রথম দিন থেকেই। তবে পরিবার ও চিকিৎসকদের নির্দেশে তিন দিন তিনি কাটিয়েছেন নার্সিংহোমে। আর নয়! সোমবারই নার্সিংহোম থেকে বাড়ি ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর বাড়ি ফেরার সময়ও নার্সিহোমে ছিলেন দলের নেতা, কর্মীরা।
সোমবার সকালে চিকিৎসক সপ্তর্ষী বসু জানান, 'আপাতত বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা স্থিতিশীল। শ্বাস-প্রশ্বাসের সুবিধার জন্য বাইপ্যাপ লাগানো রয়েছে। নিউমোনিয়ার প্রকোপ কমছে। কিন্তু সংক্রমণ পুরোপুরি যায়নি। তাই ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক, নেবুলাইজার, বুকের ফিজিওথেরাপি সবই চলছে।'
আরও পড়ুন: নারদকাণ্ডে ফের শোভন-শুভেন্দুকে সিবিআই তলব, ডাকা হয়েছে ম্যাথুকেও
রোগ নিরাময় করেই আরও তিন দিন বাদ অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাড়ি ফেরার অনুরোধ করেছিলেন নার্সিংহোমের চিকিৎসকরা। কিন্তু, সেই অনুরোধ ফিরিয়ে দেন তিনি। সূত্রের খবর, তাঁরে দেখার জন্য নার্সিংহোমে সব সময় ভিড়, পার্টি নেতাদের আনাগোনা, সংবাদ মাধ্যমের উপস্থিতিতে তিনি বিরক্তবোধ করছেন। তাই দ্রুত বাড়ি ফিরতে জেদ ধরেছিলেন বুদ্ধবাবু।
আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে বড় পদক্ষেপের সঙ্গে ‘ইসরো স্পিরিট’কে মেলালেন মোদী
গত শুক্রবার, প্রবল শ্বাসকষ্ট জনিত সমস্যা হওয়ায দক্ষিণ কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। গড়া হয় মেডিক্যাল বোর্ড। তবে, প্রথম দিন থেকেই বাড়ি ফেরার জেদ ধরেছিলেন তিনি। তাঁকে দেখতে হাসপাতালে যান রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সহ অন্যান্য সব রাজনৈতিক দলের নেতৃত্ব।
আপাতত স্থির হয়েছে, সিপিএমের এই নেতার সঙ্গে তাঁর বাড়িতে সব সময় থাকবেন একজন চিকিৎসক ও নার্স। তারাই মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখভাল করবেন।