Highlights of Union Budget 2025 in Bengali: "বাংলা দীর্ঘদিন ধরেই। আজও বঞ্চিত।" শনিবার সংসদে কেন্দ্রীয় বাজেট পেশের পর এমনই প্রতিক্রিয়া সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবারের বাজেটে বিহারের জন্য ঢালাও বরাদ্দ করেছে কেন্দ্র। এই বিষয়টিকে নিয়েও কেন্দ্রের শাসকদল BJP-কে তুমুল কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ।
Advertisment
বাজেট নিয়ে কী বললেন অভিষেক?
"বাংলা থেকে যে সময় ১৮টা সাংসদ জিতিয়ে পাঠিয়েছিল তখনও বাংলাকে ওরা কিছু দেয়নি। আজও বিজেপির ভালো সংসদ রয়েছে। তারপরও বাংলাকে কিছু দেওয়া হল না। যদিও এটার পরেও ওই সাংসদরা এর কোনও প্রতিবাদ করবেন না। বাংলা দীর্ঘদিন ধরেই বঞ্চিত রয়েছে। আজও বঞ্চিত।"
অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করেন বিহারে নির্বাচন রয়েছে বলেই বাংলার পড়শি রাজ্যের জন্য ঢালাও বরাদ্দ ঘোষণা হয়েছে কেন্দ্রীয় বাজেটে। এ ব্যাপারে কেন্দ্রকে কটাক্ষ করে অভিষেক বলেন, "নির্বাচন রয়েছে। সেই কারণেই বিহারের জন্যই সব কিছু করা হয়েছে।। এরা তো নির্বাচনকে মাথায় রেখেই বাজেট পেশ করে।"
উল্লেখ্য, শনিবার কেন্দ্রীয় বাজেট পেশ করে বিহারের জন্য ঢালাও বরাদ্দের ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেটে বিহারের জন্য মাখানা বোর্ড তৈরি করা, পশ্চিম কোসি খালের জন্য আর্থিক বরাদ্দ, আই আই টি পাটনার সম্প্রসারণের পাশাপাশি আরও একাধিক ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বছর শেষেই বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে বাজেটে বিহারের জন্য এই বরাদ্দ রীতিমতো আলোচনার বিষয় হয়ে উঠেছে।