Advertisment

BJP Candidate: কেন্দ্রীয় মন্ত্রী তথা বাংলায় BJP-র এই প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা জানেন? তাজ্জব বনে যাবেন!

Lok Sabha Election 2024: ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি। মোদী-শাহরা তাঁকে মন্ত্রী করেছিলেন। তবে তাঁকে নিয়ে বিতর্ক কম নেই। মামলায়-মামলায় জড়িয়ে একাধিকবার তাঁকে আদালতের দ্বারস্থ পর্যন্ত হতে হয়েছে।

author-image
Joyprakash Das
New Update
BJP Central Team Faces Protest at Amtala in South 24 Parganas

BJP Central Team Faces Protest: বিজেপির কেন্দ্রীয় দলকে ঘিরে বিক্ষোভ।

Lok Sabha Election 2024: কোচবিহার (Cooch Behar) লোকসভা কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। তৃণমূল থেকে BJP-তে এসে ২০১৯-এর লোকসভা নির্বাচনে (Lok Sabha Polls) জয় পেয়েছিলেন তিনি। বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) ডেপুটি নিশীথ। নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রয়েছে বিভিন্ন থানায়। তিনি তাঁর নির্বাচনী হলফনামায় উল্লেখ করেছেন ৪টে থানায় ১৪টি FIR রয়েছে তাঁর বিরুদ্ধে। যা নিয়ে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। অভিজ্ঞ মহলের মতে, রাজনৈতিক নেতাদের মামলা লেগেই থাকে।

Advertisment

রাজ্যে প্রথম দফার নির্বাচন আগামী ১৯ এপ্রিল। ওই দিন কোচবিহার, "আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোট। নির্বাচনী জনসভায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে বলেছেন, "যাঁর বিরুদ্ধে হাজার হাজার কেস। দল থেকে তাড়িয়ে দিয়েছি। আমাদের দলের আপদ বিজেপির সম্পদ। শুধু গুণ্ডামি করে বেড়ায়। কী কী কেস আছে, কত কেস আছে। সব নথিবদ্ধ আছে।"

নিশীথ প্রামাণিক নির্বাচনী হলফনামায় উল্লেখ করেছেন দিনহাটা থানায় তাঁর বিরুদ্ধে ৯টি FIR আছে, কোতোয়ালি থানায় ২টি, আলিপুরদুয়ারে ২টি ও মাথাভাঙায় ১টি FIR আছে। কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা ও মাথাভাঙা আদালতে মামলাগুলি চলছে। হলফনামায় উল্লেখ করা করা হয়েছে একাধিক ধারায় মামলা চলছে। ধারাগুলির মধ্যে উল্লেখযোগ্য, 406/420/506/34 আইপিসি, 148/147/149/427/326/302 আইপিসি, 188/353/332/506/34 আইপিসি, 341/427/324 আইপিসি, 447/427/379 আইপিসি, 35ARMS ACT সহ বিভিন্ন ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

প্রতারণা, হত্যা, স্বেচ্ছায় সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য আঘাত করা, ক্ষোভের অভিপ্রায়ে মহিলার উপর হামলা বা অপরাধমূলক বল প্রয়োগ করা, আবাসিক বাড়িতে চুরি, অপরাধমূলক ষড়যন্ত্র, দাঙ্গা, বেআইনি সমাবেশ, সরকারি কর্মীকে কাজে বাধা দান-সহ বিভিন্ন অভিযোগে মামলা চলছে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে। তিনিই জানিয়েছেন নির্বাচনী হলফনামায়।

আরও পড়ুন- Mamata Banerjee: ‘আমরা না করলে কোথায় পেতেন?’, সন্দেশখালির রেখা পাত্রকে লক্ষ্মীর ভাণ্ডার খোঁচা মমতার

এদিকে হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, নিশীথ প্রামাণিকের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হল তিনি মাধ্যমিক পাশ। তাঁরই সই করা হলফনামা অনুযায়ী নিশীথ প্রামাণিক ২০০১ সালে মাধ্যমিক পাশ করেছিলেন। দিনহাটার ভেটাগুড়ি লালবাহাদুর শাস্ত্রী বিদ্যাপীঠ থেকে তিনি মাধ্যমিক পাশ করেছেন। এবারের হলফনামায় আয়কর রিটার্নের যে তথ্য দিয়েছেন নিশীথ অধিকারী তাতে দেখা যাচ্ছে, ২০২১-২২ আর্থিক বছরে যা রোজগার করেছেন তার থেকে চলতি ২০২৩-২৪ আর্থিক বছরে দ্বিগুণ আয় করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।

আরও পড়ুন- Lok Sabha Polls 2024: প্রতিশ্রুতির ফুলঝুড়িতেই চিঁড়ে ভেজানোর চেষ্টা! ভোটের ‘ললিপপ’ NRC-CAA! রাজবংশীদের মনের কথা কী?

তথ্য অনুযায়ী ২০১৯-২০ আর্থিক বছরে আয় ৭,৫১,১২০ টাকা, ২০২০-২১-এ আয় ১১,৪৭,৬৭০ টাকা, ২০২১-২২ সালে ৫,৮০,১৪০ টাকা, ২০২২-২৩ এ ১০,৭২,১২২ টাকা ও ২০২৩-২৪ সালে আয় ১২,৩৪,৫৭৪ টাকা।

Cooch Behar Nisith Pramanik loksabha election 2024
Advertisment