Road Accident: ভয়ঙ্কর দুর্ঘটনা! পরপর শেষ তিনটি তরতাজা প্রাণ, শোকের ছায়া এলাকায়

Road Accident: দুর্ঘটনায় মৃতদের দেহের ময়নাতদন্ত এদিন বর্ধমান হাসপাতাল পুলিশ মর্গে সম্পন্ন হয়। পরে সন্ধ্যায় দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হলে এলাকায় নেমে আসে শোকের ছায়া। পুলিশ দুই ঘটনায়ই তদন্ত শুরু করেছে।

Road Accident: দুর্ঘটনায় মৃতদের দেহের ময়নাতদন্ত এদিন বর্ধমান হাসপাতাল পুলিশ মর্গে সম্পন্ন হয়। পরে সন্ধ্যায় দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হলে এলাকায় নেমে আসে শোকের ছায়া। পুলিশ দুই ঘটনায়ই তদন্ত শুরু করেছে।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
IMG-20250813-WA0011

ভয়ঙ্কর দুর্ঘটনা

Road Accident: পূর্ব বর্ধমানের জামালপুর থানা এলাকায় মাত্র এক ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন। গুরুতর জখম হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন আরও এক যুবক। বুধবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনাগুলি ঘটে মুসুন্ডা ও জৌগ্রামের সড়কপথে।

Advertisment

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতরা হলেন— শিবাজিত হাঁসদা (১৮), অরিন্দম মুরমু (১৮) এবং মসলেম মল্লিক (৬২)। আহত ১৯ বছর বয়সি হিমাংশু হেমব্রম বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে খবর, শিবাজিতের বাড়ি জামালপুরের মুহিন্দর গ্রামে, অরিন্দমের বাড়ি বিষ্ণুবাটি গ্রামে এবং আহত হিমাংশুর বাড়ি সাহাপুরে। এই তিনজন অভিন্ন হৃদয় বন্ধু মঙ্গলবার সন্ধ্যায় বর্ধমান ২ নম্বর ব্লকের শক্তিগড়ে আদিবাসী ফাংশন দেখতে গিয়েছিলেন। বুধবার সকালে বাইকে চেপে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে বাড়ি ফেরার পথে জামালপুরের মুসুন্ডা এলাকায় তারা দুর্ঘটনার কবলে পড়েন। গুরুতর জখম অবস্থায় তিনজনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিবাজিত ও অরিন্দমকে মৃত ঘোষণা করেন।

Advertisment

অপরদিকে, জৌগ্রাম এলাকায় সাইকেলে করে বাড়ি ফিরছিলেন জামালপুরের আবুজহাটির বাসিন্দা মসলেম মল্লিক। জাতীয় সড়কের সাইড লেন দিয়ে যাওয়ার সময় পিছন থেকে আসা একটি ট্র্যাক্টর তাকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পুলিশ মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি ঘাতক ট্র্যাক্টরটিকে আটক করেছে।

দুর্ঘটনায় মৃতদের দেহের ময়নাতদন্ত এদিন বর্ধমান হাসপাতাল পুলিশ মর্গে সম্পন্ন হয়। পরে সন্ধ্যায় দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হলে এলাকায় নেমে আসে শোকের ছায়া। পুলিশ দুই ঘটনায়ই তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন - এই জেলাগুলিতে, স্বাধীনতা দিবস ১৫ই আগস্ট নয়, দুই দিন পরে পালিত হয়, কেন জানেন?

accident