Lok Sabha Election 2024: বর্ধমান-দুর্গাপুরের CPIM প্রার্থী ড. সুকৃতি ঘোষাল এক মঞ্চে বসে রয়েছেন তৃণমূলের নেতা ও মন্ত্রীদের সঙ্গে। এই ছবি ভাইরাল (Viral) হতেই তোলপাড় পড়ে যায় জেলা রাজনৈতিক মহলে। এদিকে তৃণমূল নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠতার ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে সিপিএমকে একহাত নিয়েছে BJP।
BJP-র এই অভিযোগ প্রসঙ্গে CPIM প্রার্থী ড.সুকৃতি ঘোষালের স্পষ্ট বক্তব্য, 'আমি বাম কর্মী বলে গর্বিত। ওই অনুষ্ঠানটি তৃণমূলের উদ্যোগে হয়নি। ভোটের সময় বিজেপি যদি ব্যবহার করে আমার কিছু বলার নেই।' তৃণমূলের দাবি, '২০১৯-এ বিজেপি ও সিপিএমের আঁতাত দেখা গিয়েছে। আর ওই অনুষ্ঠান দলের ছিল না।'
বিজেপির দাবি, কয়েক মাস আগে সুকৃতি ঘোষাল তৃণমূল নেতৃত্বের সঙ্গে এক মঞ্চে বসেছেন। তৃণমূল নেতৃত্বের পিছনে দ্বিতীয় সারিতে তাঁকে বসে থাকতে দেখা যাচ্ছে। এই মঞ্চে আর কে কে ছিলেন? ছবিতে দেখা যাচ্ছে, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ও জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি দেবু টুডুর পিছনে বসে আছেন আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুরের CPIM প্রার্থী ড. সুকৃতি ঘোষাল। এছাড়াও মঞ্চে থাকতে দেখা গিয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক উজ্জ্বল প্রামাণিক, বিধায়ক শম্পা ধাড়া, পুরসভার চেয়ারম্যান পরেশ সরকারদের। এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস।
রাজ্যে পালাবদলের পর থেকে সেভাবে তৃণমূল নেতাদের সঙ্গে এক মঞ্চে সিপিএম নেতাদের দেখা যায়নি। এক নবান্নে 'ফিস ফ্রাইয়ের বোঝা' এখনও বইতে হচ্ছে সিপিএমকে। সেক্ষেত্রে বর্ধমানের মতো একসময়ের লাল দুর্গে সিপিএম এমন একজনকে প্রার্থী করল যিনি তৃণমূল নেতা-মন্ত্রীদের সঙ্গে একমঞ্চে বসে আছেন? তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
সুকৃতি ঘোষাল বর্ধমানের মহারানি মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন দীর্ঘ ১৮ বছর। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, 'এই অনুষ্ঠানটি ব্যক্তিগত উদ্যোগে হয়েছিল। বিজয় তোরণ চত্বরে বর্ধমানের রাজা ও রানির আবক্ষ মূর্তি প্রতিস্থাপন হচ্ছিল। অনুষ্ঠানের গুরুত্ব বোঝে না। মহারানি মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাছাড়া ওই অনুষ্ঠানের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।' প্রসেনজিতের আরও দাবি, "আমাদের সঙ্গে সিপিএমের কোনও আঁতাত নেই। কিন্তু ২০১৯-এ বিজেপির সঙ্গে সিপিএমের আঁতাত দেখা গিয়েছে।'
আরও পড়ুন- স্ত্রীকে তাঁর ‘মনের মানুষের’ কাছে ফেরালেন স্বামী নিজেই! তাজ্জব কাণ্ডে হইচই
এদিকে সিপিএম প্রার্থী বিজেপির অভিযোগ নিয়ে বিন্দুমাত্র বিচলিত নয়। ড. সুকৃতি ঘোষাল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, 'রাজা-রানির আবক্ষ মূর্তির উন্মোচন অনুষ্ঠানে হাজির ছিলাম। কিন্তু সেটা তৃণমূলের অনুষ্ঠান ছিল না। অনুষ্ঠানটা বর্ধমানের সেন্টিমেন্টের সঙ্গে জড়িত ছিল। আমি অতিথি হিসাবে হাজির ছিলাম। কেউ যদি সেই অনুষ্ঠানের ছবি নিয়ে ভোটের সময় রাজনৈতিক ফায়দা তুলতে চায় আমার কিছু বলার নেই। মানুষই তার মোকাবিলা করবে।' তবে নিজে বাম কর্মী হিসাবে গর্বিত বলে জানিয়ে দেন তিনি।