scorecardresearch

পাহাড়-পেরনো জেদেই প্রশ্নাতীত সাফল্য! টেটে প্রথম ইনার অদম্য লড়াই জানলে প্রেরণা পাবেন

ইনার এই পথ চলাটা কিন্তু নেহাত সহজ ছিল না। কী বলছেন ইনা? শুনুন ভিডিও-য়।

Ena Singha secured first position in Primary TET 2023
টেটে প্রথম ইনা সিংহ। ছবি: প্রদীপ চট্টোপাধ্যায়।

একজন ফাইটারের মতো করেই নিজের নজরকাড়া সাফল্যকে দেখছেন টেটে প্রথম স্থানাধিকারী বর্ধমানের ইনা সিংহ। ২০২২-এর প্রাথমিক টেটে ইনাই প্রথম হয়েছেন। ইংরেজিতে স্নাতক এই তরুণী টেটে সাফল্যের জন্য শুরু থেকে ধনুকভাঙা পণ করেছিলেন। বিশেষভাবে কোনও কোচিং না নিয়েও নিজে থেকে পড়াশোনা করেই প্রশ্নাতীত এই সাফল্য ঝুলিতে পুরেছেন ইনা। বাড়ির মেয়ের এই সাফল্যে গর্বিত পরিবারের সদস্যরাও।

শুক্রবারই ২০২২ টেটের ফল প্রকাশ করেছে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই প্রথম সাংবাদিক বৈঠক করে ২০২২ সালের টেটের ফল প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। মোট ৬ লক্ষ ২০ হাজার পরীক্ষার্থীর ফল প্রকাশিত হয়েছে। বর্ধমানের ইনা সিংহ টেটে প্রথম হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন চারজন। এভাবে প্রথম থেকে ১০-এর মধ্যে মোট ১৭৭ জন চাকরিপ্রার্থী রয়েছেন।

আরও পড়ুন- নিয়োগ ‘দুর্নীতি’র তোলপাড় আবহেই প্রকাশিত টেটের ফল, প্রথম বর্ধমানের ইনা সিংহ

বর্ধমানের বাড়িতে আজ খুশির রোল। নজিরবিহীন ফল করা ইনা এদিন বলেন, ‘একজন ফাইটারের মতো করেই এই সাফল্যকে দেখছি। আমি নিজের অধিকার সফলভাবে স্থাপন করার জন্য লড়েছি। সবাই নিজেদের লড়াই লড়ছেন।’ টেটে ১৫০-এর মধ্যে ১৩৩ নম্বর পেয়েছেন ইনা। শুরু থেকেই সাফল্যের শিখর ছোঁয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন এই তরুণী।

আরও পড়ুন- গ্রুপ ‘ডি’ মামলায় মরার ওপর খাঁড়ার ঘা! চাকরি গেল ১৯১১ জনের, হতে পারেন গ্রেফতারও

তাঁর কথায়, ‘আমি আশাবাদী ছিলাম। কখনও কোনও কোচিং সেন্টারে পড়াশোনা করিনি। আমি অনেক বেসরকারি স্কুল, এনজিও-তে চাকরি করেছি। প্রচুর টিউশনিও করতাম। এবার ডব্লিউবিসিএস-এর দিকে যাব।’

আরও পড়ুন- টেট-এ বিশাল ব়্যাঙ্ক, কিন্তু চাকরির ‘নিশ্চয়তা’ নিয়েই প্রশ্ন!

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Burdwan girl ena singha secured first place in primary tet 2022