RG Kar Case: আরজি কর হাসপাতালে মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে রয়েছে গোটা বাংলা। বিচারের দাবিতে অনড় বর্ধমান-সহ রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র ও সিনিয়র ডাক্তাররা অন্দোলন চালিয়ে যাচ্ছেন। সেই আন্দোলনের সাথী হওয়া বঙ্গের সাধারণ মানুষের চিকিৎসা পেতে যাতে কোন অসুবিধায় পড়তে না হয় তাই চালু হয়েছে অভয়া ক্লিনিক। বর্ধমান টাউনহলে চলা সেই ’অভয়া ক্লিনিক’ বন্ধ করার জন্য শাসকদলের কয়েকজনের ফরমান জারি নিয়ে বৃহস্পতিবার ব্যাপক বিক্ষোভ ছড়ায়। পরে যদিও বর্ধমান পুরসভার পুরপ্রধান পরেশ সরকারের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলেও মাইকে প্রচার বন্ধ রেখেই অভয়া ক্লিনিক চালাতে হয় প্রতিবাদী ডাক্তার দেয় ।
চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনার তদন্ত এখন চালাচ্ছে সিবিআই। তদন্তে নেমে সিবিআই জালে পুড়েছে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষকে। একই সময়ে ডাক্তার সন্দীপ ঘোষের সিন্ডিকেটের সাগরেদ ডাঃ অভীক দে’র বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে। আর অপর সাগরেদ ডাঃ বিরুপাক্ষ বিশ্বাসকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বদলির নির্দেশও বলবৎ হয়েছে। এইসব করেও জুনিয়র ডাক্তার মন গলাতে পারেনি প্রশাসন ও স্বাস্থ্য দফতর। রাজ্যের অন্য হাসপাতালের মত বর্ধমান হাসপাতালের জুনিয়র ডাক্তাররা পাঁচটি দাবি নিয়ে আন্দোলন জারি রেখেছেন। তাঁদের পাশে এসে দাঁড়িয়েছেন সিনিয়র ডাক্তাররা। হাসপাতালে জরুরি পরিষেবা চালু থাকলেও অভয়াকে খুনের বিচারের দাবিতে আউটডোর করছেন না জুনিয়র চিকিৎসকরা।
পরিবর্তে রোগী স্বার্থে বর্ধমান হাসপাতালের জুনিয়র ডাক্তাররা চালু করেছেন অভয়া ক্লিনিক। বর্ধমান টাউনহলে সকাল ১০টা থেকে দুপুর ২টো অবধি ওই ক্লিনিক চলে। সেই ক্লিনিকে জুনিয়রদের সঙ্গে রোগী দেখেন সিনিয়র ডাক্তার বাবুরা। এ বিষয়ে ডা: সুবর্ণ গোস্বামী জানান, সংগত কারণেই জুনিয়ররা আন্দোলন করছেন। তাই তাঁদের পাশে সিনিয়ররা ডাক্তাররাও আছেন।
আরও পড়ুন আরজি কর কাণ্ডের প্রতিবাদ? দুর্গাপুজোর অনুদান ফেরাল আরও একটি ক্লাব
অভয়া ক্লিনিকের চিকিৎসকরা বৃহস্পতিবার জানান, চিকিৎসার পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধও দেওয়া হচ্ছে। মেডিসিন, শিশু বিভাগ, স্ত্রী-রোগ, স্কিন, সার্জারি, ইএনটি, চক্ষু, হাড় প্রভৃতি বিভাগ নিয়ে হাসপাতালে আউটডোর যেমন হয় তেমনটাই যথা সম্ভব পরিষেবা রোগীদের দেওয়ার ব্যাপার ডাক্তারবাবুরা সচেষ্ট রয়েছেন। অভয়ার জন্য ডাক্তাররা আন্দোলন জিইয়ে রেখে পরিষেবা দিয়ে চলার জন্য রোগীরা ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানাতে কার্পণ্যা করেননি।
এদিকে এদিন বর্ধমান টাউন হলে অভয়া ক্লিনিক নিয়ে সমস্যা তৈরি হয়। তৃণমূল কংগ্রেসের শিক্ষক দিবসের একটি কর্মসূচি একই জায়গায় চলাকালীন শাসকদলের কয়েকজন ব্যক্তি গিয়ে তাড়াতাড়ি ক্লিনিক বন্ধের ফরমান জারি করেন বলে অভিযোগ। এ নিয়ে বাকবিতন্ডা তৈরি হলে বর্ধমান পুরসভার পুরপ্রধান পরেশচন্দ্র সরকারকে চিকিৎসকরা সাফ জানিয়ে দেন, অভয়া ক্লিনিক বন্ধ হবে না। রোগীরা যতক্ষণ আসবেন তাঁরা পরিষেবা দিয়ে যাবেন। তবে পুরপ্রধানের অনুরোধ মেনে শুধুমাত্র মাইকে প্রচার বন্ধ রাখেন অভয়া ক্লিনিক পরিচালনায় থাকা ডাক্তাররা।