/indian-express-bangla/media/media_files/lewDrasiz42Ovh8TtI9r.jpg)
দুর্গাপুজোর অনুদান নিচ্ছে না আরও একটি ক্লাব।
RG Kar Protest: আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা বাংলা। এর আগেও তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যুর প্রতিবাদ জানিয়ে একাধিক পুজো কমিটি এবারের দুর্গা পূজার অনুদান নেবে না বলে জানিয়েছে। এবার সেই তালিকায় নবতম সংযোজন জেলার আরও একটি পুজো কমিটি। থানার আইসিকে রীতিমতো চিঠি দিয়ে অনুদান না নেওয়ার কথা জানানো হয়েছে পুজো কমিটির পক্ষ থেকে। চিঠিতে অনিবার্য কারণবশত পুজোর অনুদান তাঁরা নেবেন না বলে জানিয়েছেন।
এ বছর দুর্গাপূজার অনুদান বাড়িয়ে ৮৫ হাজার টাকা করেছে রাজ্য সরকার। তবে আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যেই রাজ্যের বেশ কয়েকটি দুর্গাপূজা কমিটি সরকারের দেওয়া অনুদান ফেরানোর কথা ঘোষণা করেছে। এবার পূর্ব বর্ধমানের কালনার একটি দুর্গাপূজা কমিটিও একই পথে হাঁটল।
কালনা থানার আইসিকে চিঠি লিখে অনুদান না নেওয়ার কথা জানিয়েছে এই পুজো কমিটি। পূর্ব বর্ধমানের পূর্ব সাতগেছিয়া সংহতি পুজো কমিটি, এবারের দুর্গাপুজোর অনুদান নিচ্ছে না। যদিও অনুদান না নেওয়ার পিছনে আরজি কর কাণ্ডের প্রতিবাদের কথা চিঠিতে উল্লেখ করা হয়নি।
আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যুর বিচার চেয়ে সরব সমাজের একটি বড় অংশ। শহর কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও বিভিন্ন সংগঠন প্রতিবাদে সোচ্চার হয়েছে। পথে নেমেছেন বুদ্ধিজীবীদেরও একটি বড় অংশ। অভিনয় জগত থেকে শুরু করে লেখক, শিল্পী সংগঠনের নানা নামজাদা ব্যক্তিত্বরাও পথে নেমে আরজি কর কাণ্ডের প্রতিবাদে সোচ্চার হয়েছেন। নারকীয় এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে আন্দোলন বিক্ষোভের সুর ক্রমশ চড়া হচ্ছে।
আরও পড়ুন- RG Kar Case: 'ঘরে মেয়ের দেহ শায়িত, টাকার অফার করে পুলিশ', মারাত্মক অভিযোগ নির্যাতিতার বাবার