/indian-express-bangla/media/media_files/2025/08/21/burdwan-medical-college-surgery-2025-08-21-08-45-50.jpg)
১৩ লক্ষ টাকার ’হার্ট সার্জারি’ সম্পূর্ণ বিনামূল্যে!
Burdwan Medical College: এক টাকাও খরচ করতে হয় নি রোগীকে। সম্পূর্ণ বিনা খরচে 'বেলুন সার্জারিতে’ সেই রোগীরই হার্ট ভালভ প্রতিস্থাপন হল বর্ধমান মেডিক্যালের সুপার স্পেশালিটি উইং ’অনাময়’ হাসপাতালে। ওপেন হার্ট সার্জারির বদলে আধুনিক বেলুন সার্জারির মাধ্যমে হার্টের ’অ্যাওর্টিক ভালভ’ প্রতিস্থাপন করলেন চিকিৎসকরা।
প্রায় ১৩ লক্ষ টাকার এই জটিল অপারেশন একেবারে বিনামূল্যে হল রাজ্য সরকারি পরিকাঠামো ব্যবহার করে।চিকিৎসকদের মতে,এই সাফল্য শুধু বর্ধমান নয়,সমগ্র দক্ষিণবঙ্গের চিকিৎসা পরিষেবার মানকে নতুন উচ্চতায় পৌঁছে দিল।
নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন বীরভূমের নলহাটি থানার বুজুং গ্রামের ৭২ বছরের প্রবীণ অমিয়কুমার মণ্ডল। চিকিৎসার জন্য ৮ আগস্ট তিনি ভর্তি হন বর্ধমান মেডিক্যালে। পরীক্ষায় ধরা পড়ে তাঁর হার্টের একটি ’ভালভ’ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। বয়সের কারণে ওপেন হার্ট সার্জারি ঝুঁকিপূর্ণ হওয়ায় তাকে অনাময় সুপার স্পেশালিটি উইংয়ের হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়।
হৃদরোগ বিভাগের প্রধান ডাঃ দীপঙ্কর ঘোষ দস্তিদার ‘বেলুন সার্জারির’ মাধ্যমে ওই রোগীর হার্টের ভালভ প্রতিস্থাপনের প্রস্তাব দেন। সেইমত ১৩ আগস্ট সফলভাবে সম্পন্ন হয় সেই অপারেশন। একটি বৃহৎ বিশেষজ্ঞ চিকিৎসক দলের নেতৃত্বে এই অভিনব প্রয়াস বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের উইংস অনাময়ে ইতিহাসে প্রথম এবং পিজির পর রাজ্যের দ্বিতীয় উদাহরণ।
ডাঃ দীপঙ্কর ঘোষ জানান, “অমিয়বাবুর ভালভ পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। অপারেশনের পর তিনি এখন সম্পূর্ণ সুস্থ। আজই তিনি বাড়ি ফিরছেন।”হাসপাতালের সুপার ডাঃ তাপস ঘোষ বলেন, “ভালভের দামই প্রায় ১০ লক্ষ টাকা, সঙ্গে অন্যান্য খরচ মিলিয়ে প্রায় ১৩ লক্ষ। মুখ্যমন্ত্রীর উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে ভালভের ব্যবস্থা করা হয়। এমনকি কলকাতায় একাধিকবার নিয়ে গিয়ে পরীক্ষার খরচও সরকারই বহন করেছে।”
হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বুধবার বাড়ি ফিরলেন অমিয়কুমার মন্ডল। আবেগপ্রবণ স্ত্রী মঞ্জু মণ্ডল জানান,অনাময় হাসপাতালের চিকিৎসক এবং সরকারি আধিকারিকরা যে ভাবে পাশে দাঁড়িয়েছেন, তাতে আমরা কৃতজ্ঞ। সারা জীবন ওনাদের কাছে কৃতজ্ঞ থাকবো । আশা করি আরও অনেকে এই সুযোগ পাবেন।”