Burdwan Medical College: ইনজেকশন দেওয়ার পর অসুস্থ একের পর এক প্রসূতি, হাসপাতালে ধুন্ধুমার, চূড়ান্ত আতঙ্ক

Burdwan Medical College: সন্তান জন্ম দেবার পর ভালই ছিলেন প্রসূতিরা। কিন্তু সোমবার রাত বাড়তেই ঘটে বিপত্তি। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি থাকা একের পর এক প্রসূতি অসুস্থ হয়ে পড়েন।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
Burdwan Medical College: several pregnant woman Severe illness West Bengal News

ইনজেকশন দেওয়ার পর অসুস্থ একের পর এক প্রসূতি, হাসপাতালে ধুন্ধুমার, চূড়ান্ত আতঙ্ক Photograph: (প্রদীপ চট্টোপাধ্যায় )

Burdwan Medical College:  ইনজেকশন দেওয়ার পর অসুস্থ একের পর এক প্রসূতি। বর্ধমানের হাসপাতালে ধুন্ধুমার। 

Advertisment

সন্তান জন্ম দেবার পর ভালই ছিলেন প্রসূতিরা। কিন্তু সোমবার রাত বাড়তেই ঘটে বিপত্তি। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি থাকা একের পর এক প্রসূতি অসুস্থ হয়ে পড়েন। ঘটনার কথা জানাজানি হতেই হাসপাতালে ছড়িয়ে পড়ে চূড়ান্ত চাঞ্চল্য। উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। তাঁরা প্রসূতিদের ভুল ইনজেকশন  দেওয়ার 
অভিযোগ তুলে সরব হন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ সেই উড়িয়ে দিয়েছে। তাদের সাফাই যা ঘটেছে সেটা হল ইনজেকশন পরবর্তীতে ’অ্যালার্জিটিক’ সমস্যা। 

প্রসূতিদের পরিবারের সদস্য জয়দেব মণ্ডল, শেখ রহমতুল্লা, সুমন দাস প্রমুখরা বলেন, তাঁদের রোগী প্রসূতি বিভাগে ভর্তি আছেন। সন্তান জন্ম দেবার পর সকলেই ভাল ছিল। সোমবার সন্ধ্যায় তাঁদের পরিবারের প্রসূতিদের একসাথে তিনটি ইনজেকশন  দেওয়া হয়। তার পর থেকেই একের পর এক প্রসূতি অসুস্থ হয়ে পড়েন। তাদের কাঁপুনি হতে থাকে। জ্বরও চলে আসে। পরিবারের সদস্যরা আরও দাবি করেন ঘটনার পর হাসপাতালের পক্ষ থেকে তাঁদের ডেকে পাঠানো হয়। কিন্তু কোনোভাবেই উপরে যেতে দেওয়া হয় না। তাঁদের সন্দেহ, প্রশক্ষিত  নয় ,এমন কেউ এই ইনজেকশন  দিয়েছে। তাই এই ঘটনা ঘটেছে। 

বাবার মুখাগ্নি করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, মেধাধী স্বর্ণাভ'র মানসিক দৃঢ়তাকে কুর্নিশ গোটা বাংলার

Advertisment

বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল মৌসুমী বন্দ্যোপাধ্যায় ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, “ইনজেকশন দেওয়ার পর একটা অ্যালার্জিটিক সমস্যা হয়। তাতে যে সাতজন অসুস্থ হন, তারা সকলেই এখন সুস্থ আছেন। বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে’। 

প্রসূতির পরিবারের সদস্যদের অভিযোগ,“যাঁরা ইনজেকশন দিয়েছে, তাঁরা কেউ প্রশিক্ষিত নয়। খালিপেটে পরপর তিন থেকে চারটে ইনজেকশন দেবার জন্যই প্রসূতিরা চরম অসুস্থ বোধ করে। প্রসূতিদের জ্বর চলে আসে, খিচুনিও  শুরু হয়। ”

burdwan