Calcutta High Court: ফের হাইকোর্টে ধাক্কা রাজ্যের! চাকরিহারাদের ভাতা নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ

SSC-interim stay: বেনজির নির্দেশ কলকাতা হাইকোর্টের। আবারও উচ্চ আদালতে মুখ পুড়লো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের।

SSC-interim stay: বেনজির নির্দেশ কলকাতা হাইকোর্টের। আবারও উচ্চ আদালতে মুখ পুড়লো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের।

author-image
IE Bangla Web Desk
New Update
Calcutta HC 100‑day work scheme  ,100‑day project restart August 1  ,MGNREGA West Bengal interim order  ,HC allows conditions to curb corruption  ,Nodal officer MGNREGA monitoring,  3‑year suspension MGNREGA Bengal,হাইকোর্ট ১০০ দিনের কাজ,  কলকাতা হাইকোর্ট নির্দেশ ১ আগস্ট,  MGNREGA পুনরায় চালু পশ্চিমবঙ্গ  ,দুর্নীতি রোধ কেন্দ্র শর্ত আরোপ,  নোডাল অফিসার MGNREGA  ,তিন বছর বন্ধ ১০০ দিনের প্রকল্প

Calcutta High Court: কলকাতা হাইকোর্ট।

Group C D allowance petition: আবারও কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা রাজ্য সরকারের। SSC-এর চাকরিহারাদের ভাতা নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ উচ্চ আদালতের। এসএসসি-র গ্রুপ-C ও গ্রুপ-D কর্মীদের ভাতা নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের। ভাতা নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ বিচারপতি অমৃতা সিনহার। আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল। এসএসএসসি-র চাকরিহারা গ্রুপ-C কর্মীদের মাসে ২৫ হাজার টাকা ও গ্রু-D কর্মীদের মাসে ২০ হাজার টাকা ভাতা দেওয়ার নির্দেশিকা জারি করেছিল রাজ্য সরকার।

Advertisment

ভাতা মামলায় হাইকোর্টে শুক্রবার বিরাট ধাক্কা রাজ্য সরকারের। বিচারপতি অমৃতা সিনহা শুক্রবার জানিয়েছেন, আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত কিংবা আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গ্রুপ-C এবং গ্রুপ-D কর্মীদের ভাতা দিতে পারবে না রাজ্য সরকার। আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দিতে হবে। ১৫ দিনের মধ্যে হলফনামা দিতে হবে মামলাকারীদেরও।

উল্লেখ্য, ২০১৬ সালের SSC-এর গোটা প্যানেল বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। একসঙ্গে চাকরিহারা হয়েছিলেন এই রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং গ্রুপ-C গ্রুপ-D কর্মী। গত মে মাসে রাজ্য সরকার চাকরিহারা গ্রুপ-C এবং গ্রুপ-D কর্মীদের প্রতি মাসে ২৫ হাজার ও ২০ হাজার টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এই মর্মে জারি হয়েছিল সরকারি নির্দেশিকা।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates:ফের ভয়ঙ্কর দুর্ঘটনায় বীভৎস মৃত্যুমিছিল! ছড়িয়ে ছিটিয়ে পড়ে একের পর রক্তাক্ত দেহ, হাহাকার

তবে এই নির্দেশিকার পরপরই রাজ্যের সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। চাকরিহারা গ্রুপ-C এবং গ্রুপ-D কর্মীদের ভাতা দেওয়ার এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী বলে দাবি করেন মামলাকারীদের আইনজীবী। শুক্রবার সেই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা রাজ্য সরকারের শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছেন।

আরও পড়ুন- Hilsa:উঠছে টন টন ইলিশ, দিন কয়েকেই রূপোলি শষ্যের দাম কোথায় নামতে পারে জানেন?

শুক্রবার ভাতা নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ার সময় বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তোলেন, "টাকার পরিমাণ ২৫ হাজার এবং ২০ হাজার করা হল কেন? কীসের ভিত্তিতে টাকার এই অঙ্ক নির্ধারণ করা হল? সুপ্রিম কোর্টের রায়ের পরে আলোচনা বা স্ক্রুটিনি ছাড়া কেন তড়িঘড়ি ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল?"

আরও পড়ুন- Success Story:দুরন্ত বিক্রমে 'বিশ্বজয়'! সুন্দরবনের রবীনের অনন্য কীর্তিতে বাংলার মুখ উজ্বল

এরপরেই ভাতা নির্দেশিকা নিয়ে করা মামলার রায়দান করেন বিচারপতি অমৃতা সিনহা। রাজ্য সরকারের দেওয়া গ্রুপ-C এবং গ্রুপ-D কর্মীদের ভাতা নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছেন বিচারপতি সিনহা। আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বহাল এই স্থগিতাদেশ।

Calcutta High Court SSC recruitment WB SSC Scam