North 24 Parganas News: ব্যবসায়ীকে মারধর, রেহাই পাননি অন্তঃস্বত্ত্বা স্ত্রীও, কাঠগড়ায় তৃণমূলের প্রধান ও তার দলবল

TMC: এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। পুলিশে অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা বধূ ও তাঁর আক্রান্ত স্বামী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

TMC: এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। পুলিশে অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা বধূ ও তাঁর আক্রান্ত স্বামী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

author-image
Utsab Mondal
New Update
Businessman beaten up, pregnant wife not spared Accused Tmc pradhan and his team: বাগদায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ তৃণমূলের প্রধান ও তার দলবলের বিরুদ্ধে

Bagda News: ভাঙচুরের ছবি।

Businessman beaten up, pregnant wife not spared, Accused Tmc pradhan and his team: তৃণমূলের শ্রমিক সংগঠনের কার্যালয়ের উল্টোদিকের দোকানের সামনে প্রতিদিন মদ্যপান করেন স্থানীয় পঞ্চায়েত প্রধানের অনুগামীরা, এমনই অভিযোগ। উত্তর ২৪ পরগনার বাগদা কৃষক বাজারের সামনে এমন ঘটনা যেন প্রায় 'গা-সওয়া' হয়ে গিয়েছিল স্থানীয়দের। সম্প্রতি সহ্যের সীমা পেরোতেই ওই দোকানমালিক তাঁর দোকানের সামনে যেতেই বারণ করেছিলেন ওই যুবকদের। দোলের দিন তারই 'বদলা' নিল প্রধানের অনুগামীরা, এমনই অভিযোগ আক্রান্ত দোকানমালিকের। 

Advertisment

দোলের দিন কেন দোকান খোলেননি? এই প্রশ্ন করে এবার বাগদা কৃষক বাজারের সামনে ওই দোকানের মালিক রাজু বিশ্বাসকে হেনস্থা, মারধরের অভিযোগ উঠেছে। রাজুকে বাঁচাতে গেলে তাঁর অন্তসত্ত্বা স্ত্রীকেও ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। ওই ব্যক্তির বাড়িতে বাগদা পঞ্চায়েতের প্রধান সঞ্জিত সরদার নিজে দাঁড়িয়ে থেকে হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। খোদ প্রধানের ছোঁড়া ইটের ঘায়ে ওই বাড়ির মহিলা জখম হয়েছেন বলে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, প্রধান ও তাঁর দলবলের বিরুদ্ধেরাজু বিশ্বাস নামে ওই ব্যক্তির দোকানে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। বাগদা থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা মহিলা। 

অভিযোগকারী অন্তঃসত্ত্বার অভিযোগ, তাঁর বাড়ির সামনের দোকানে বিভিন্ন সময় মদ্যপান করে গালাগাল করে প্রধানের অনুগামীরা। গতকাল তাঁর স্বামীর সঙ্গে অভব্য আচরণ করেছিল তাঁরা। স্বামী প্রতিবাদ করলে তাঁকে মারধর শুরু করে প্রধানের অনুগামীরা। তিনি ঠেকাতে গেলে তাঁকেও ধাক্কা মারা হয়। পরবর্তী সময়ে পুলিশের আশ্বাসে তিনি থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।

আরও পড়ুন- Best Places to Visit Bengal in March: মার্চে বেড়ানোর সেরার সেরা ফাটাফাটি ঠিকানা! বাংলারই অপূর্ব কয়েকটি জায়গার হালহদিশ

Advertisment

অভিযুক্তদের মধ্যে অন্যতম ওই এলাকার বাসিন্দা শুভেন্দু মণ্ডল। শুভেন্দুর দাবি, একজন প্রতিবন্ধী ছেলেকে মারধর করছিলেন ওই দোকানমালিক। তিনি ঠেকাতে গেলে তাকেও মারধর করা হয়। তিনিও পাল্টা থানায় অভিযোগ করেছেন রাজুর বিরুদ্ধে। যদিও এই বিষয়ে বাগদা গ্রাম পঞ্চায়েতের অভিযুক্ত প্রধান সঞ্জিত সরদার কোনও বক্তব্য করতে চাননি। এই বিষয়ে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন, তিনি বিষয়টি শুনেছেন। পুলিশ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেবে বলে তিনি আশাবাদী। 

tmc news of west bengal news in west bengal Bengali News Today North 24 Pargana