/indian-express-bangla/media/media_files/2025/03/15/zIFzTcXWX9qtOUzEkfEJ.jpg)
Places to Visit in North Bengal in March 2025: মার্চে এরাজ্যেরই ফাটাফাটি এই জায়গায় বেড়ানোর ষোলোআনা মজা নিন।
Top West Bengal's Tourist Places to Visit in March: সরকারি স্কুলগুলিতে বাচ্চাদের ফাইনাল পরীক্ষা শেষ। বেসরকারি স্কুলগুলি ধরলে মোটামুটিভাবে মার্চ মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই ছাত্র-ছাত্রীদের বার্ষিক পরীক্ষা শেষ হয়ে যাবে। আর তাই মার্চ মাসের বাকি কয়েকটা দিন কাছেপিঠে হোক কিংবা একটু দূরে কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করেন অনেকেই। এই মার্চ মাসে বেড়ানোর জন্য এই রাজ্যেরই ফাটাফাটি কয়েকটি ডেস্টিনেশনের হদিশ মিলবে বিশেষ এই প্রতিবেদনে।
দার্জিলিং
মার্চ মাসে এরাজ্যে বেড়াতে যাওয়ার আদর্শ একটি জায়গা হল পাহাড়নগরী সুন্দরী দার্জিলিং। বছরের এই সময়টায় শৈলশহর দার্জিলিং যেন আরও রঙিন হয়ে ওঠে। দার্জিলিঙের দারুণ আবহাওয়ায় বছরভর এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। তবে ভ্রমণ বিশেষজ্ঞরা বলেন, দার্জিলিং ভ্রমণের সেরা সময় হল মার্চ মাস। এই সময় সৌন্দর্য্য যেন তার শীর্ষে থাকে। মার্চে দার্জিলিঙের পাহাড়ে ঢালের চা গাছগুলির বেড়ে ওঠা দেখলে আপনি তাদের প্রেমে পড়ে যাবেনই।
শান্তিনিকেতন
বাংলায় মার্চ মাসে বেড়ানোর আরও একটি চিত্তাকর্ষক জায়গা হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন। বোলপুরের এই স্থানটি তার শৈল্পিক এবং সাহিত্যিক ঐতিহ্যের জন্য বিখ্যাত। শান্তিনিকেতনের প্রধান আকর্ষণ হল বিশ্বভারতী, যা রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। এছাড়াও এখানে বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে। এই অঞ্চলটি বিভিন্ন প্রজাতির হরিণ এবং অনেক পরিযায়ী পাখির আবাসস্থল। মার্চে বিভিন্ন ধরনের উৎসবের আয়োজন করা হয় এখানে।
সুন্দরবন
শীতের মরশুম কাটিয়েই আসে মার্চ মাস। আর এই মার্চ মাসে এ রাজ্যে বেড়ানোর আরও একটি আদর্শ জায়গার নাম হল সুন্দরবন। প্রাকৃতিক বৈচিত্রে সমৃদ্ধ রাজ্যের এই বনভূমি। মার্চ মাসটি সুন্দরবনের বন্যপ্রাণীদের দেখার জন্য একটি দুর্দান্ত সময়। সারা বছরের মধ্যে এই সময়টায় অনেক প্রাণীই জলের সন্ধানে ঘুরে বেড়ায়। যার মধ্যে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে হরিণ, বুনো শুয়োর, কুমির-সহ বিভিন্ন ধরনের পাখি। জলের টানে এরা প্রায়শই নদীর ধারে আসে। তাই মার্চে সুন্দরবনে গেলে দক্ষিণরায়ের দেখা মিলতেই পারে।
ডুয়ার্স
মার্চ মাসে পশ্চিমবঙ্গের ফাটাফাটি কয়েকটি টুরিস্ট ডেস্টিনেশনের অন্যতম হল ডুয়ার্স। উত্তরবঙ্গের এই ডুয়ার্স মার্চে যেন মায়াবী হয়ে ওঠে। মার্চে ডুয়ার্স বেড়াতে গিয়ে আপনি দেখে নিতে পারেন বক্সা টাইগার রিজার্ভ থেকে শুরু করে গোরুমারা জাতীয় উদ্যান, লাভা-লোলেগাঁও-সহ আরও অনেক কিছু। ভরা মার্চে এখানকার দিকে দিকে চা বাগানের মনোমুগ্ধকর দৃশ্য তারিয়ে তারিয়ে উপভোগ করতে পারেন।
বকখালি
সমুদ্র যাঁরা ভালোবাসেন মার্চ মাসে তাঁদের ডেসিনেশন হতে পারে বকখালি। নিরিবিলি এই প্রান্ত আপনাকে অদ্ভুত এক ফিলিংস এনে দেবে। দিন কয়েকের অনাবিল অবসরের জন্য এই জায়গার জুড়ি মেলা ভার। মার্চ মাসে এই এলাকা যেন আরও মোহময়ী হয়ে ওঠে। বছরের এই সময়টায় এখানে সামুদ্রিক খাবারের কার্নিভাল অনুষ্ঠিত হয়। পর্যটকরা এখানে সামুদ্রিক খাবার পেতে পারেন। বকখালিকে কেন্দ্র করে আপনি ঘুরে নিতে পারেন ফ্রেজারগঞ্জ, হেনরিস আইল্যান্ড, বকখালি ওয়াচ টাওয়ার, বিশালক্ষী মন্দির, ফ্রেজারগঞ্জ পার্ক-সহ পার্শ্ববর্তী কয়েকটি জায়গা।
আরও পড়ুন- Kolkata Weather Today:প্রবল বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়, তুমুল দুর্যোগ শুরু কবে থেকে? চলবে কতদিন?
বিষ্ণুপুর
বিষ্ণুপুর হল পশ্চিমবঙ্গের একটি সাংস্কৃতিক শহর। যদি আপনার স্থাপত্য বা আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ থেকে থাকে তাহলে মার্চ মাসে বাংলায় ভ্রমণের জন্য এই শহর সেরা জায়গা। বিষ্ণুপুরের মূল আকর্ষণ গুলির মধ্যে রয়েছে রাসমঞ্চ, জোর বাংলা মন্দির, মদনমোহন মন্দির এবং অন্যান্য আরও কয়েকটি জায়গা। শতাব্দী প্রাচীন পোড়ামাটির মন্দিরগুলি এখনও এখানে তাদের সৌন্দর্য্য দিয়ে দর্শনার্থীদের তৃপ্ত করে চলেছে। মার্চ মাসে স্থানীয়রা দোল-সহ আরও কিছু আঞ্চলিক উৎসবের আয়োজন করেন। পর্যটকরা যেখানে চাইলেই গিয়ে যোগ দিতে পারেন।