Advertisment

সিএএ প্রতিবাদে ভুক্তভোগী লখনউয়ের বাঙালি বন্দিদের পাশে তৃণমূল

এর আগে ম্যাঙ্গালোরে নিহত সিএএ প্রতিবাদী দু'জনের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেয় তৃণমূল। উত্তরপ্রদেশে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে গেলে তাদের আটকে দেয় পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সিএএ প্রতিবাদ ঘিরে উত্তাল উত্তরপ্রদেশ।

সিএএ প্রতিবাদ ঘিরে উত্তাল উত্তরপ্রদেশ। গ্রেফতারের সংখ্যা হাজারেও বেশি। এই তালিকায় রয়েছে মালদা জেলার হরিশচন্দ্রপুরের ৬জন। এবার তাদের সাহায্যের আশ্বাস দিল তৃণমূল কংগ্রেস।

Advertisment

প্রাক্তন সাংসদ তাজমুল হোসেনের নেতৃত্বে মঙ্গলবার হরিশচন্দ্রপুরে ওই ৬ জনের বাড়িতে যান রাজ্যের শাসক দলের এক প্রতিনিধি দল। ধৃতদের পরিবারের লোকদের জামিনের জন্য দল আইনী ও আর্থিক সহায়তা করবে বলে আশ্বাস দেওয়া হয়। তাজমুল হোসেন বলেন, 'এই ৬ জনই লখনউতে হোটেলে কাজ করতেন। গত ১৯ ডিসেম্বর তাদের গ্রেফতার করে ইউপির হজরতজঙ্গ থানার পুলিশ। দল ও বাংলার সরকার তাদের ছাড়াতে সব ধরনের চেষ্টা করবে বলে জানিয়েছি।' সহায়তার কথা স্বীকার করেছে ধৃতদের পরিবার।

আরও পড়ুন: উত্তরপ্রদেশের পর কর্নাটক, ফের বিজেপি সরকারের দ্বারা ‘বঞ্চিত’দের পাশে মমতা

নাগরিকত্ব আইনের প্রতিবাদে ধৃত বাংলার ৬ জন হলেন, সঞ্জুর হক, শহিদুল হক, খইরুল হক, সাগর আলি, শাহ আলম ও আসলাম। তৃণমূলের আশ্বাসে কিছুটা স্বস্তিতে ধৃতদের পরিবার। আপাতত ভিন্ন রাজ্যে বন্দি ছেলেদের ফিরে পেতে চাইছেন তারা। ধৃত সাগর আলির ভাই আব্দুল হোসেনের দাবি, 'দাদা কাজের জন্য লখনউতে রয়েছে গত সাত বছর। ওরা বিক্ষোভ আন্দোলন দেখছিল, তখনই পুলিশ ধরে জেলে পুড়েছে।' সঞ্জুর হকের বাবা এনারুল হক বলেন, 'বাঙালি হয়ে কেন আন্দোলন দেখবে, এই আক্রোশ থেকেই আমার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।' পরিবারগুলির দাবি, অর্থের কারণেই তারা লখনউ যেতে পারছেন না।

আরও পড়ুন:  ‘এদেশে থাকলে বলতেই হবে ভারত মাতা কি জয়’, সাফ ঘোষণা মোদীর মন্ত্রীর

পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই জেলা প্রশাসনের মাধ্যমে উত্তরপ্রদেশে জেলবন্দি মালদার ৬ জনের প্রয়োজনীয় কাগজ জোড়াগ করেছে। বৃহস্পতিবার, ধৃতদের কোর্টে পেশ করা হবে। লখনউ থেকে ফোনে ইন্ডিয়ান এক্সপ্রেসকে আইনজীবী আব্দিল মাজিদ বলেন, 'দাঙ্গায় মদতের অভিযোগ আনা হয়েছে ৬ জনের বিরুদ্ধে। কিন্তু, ওদের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। আপাতত লখনউ-এর জেলা সংশোধনাগারে বন্দি রয়েছেন তারা।' আইনজীবী মাজিদই আগামীকাল তাদের হয়ে আদালতে সওয়াল করবেন বলে জানিয়েছেন।

এর আগে মেঙ্গালোরে নিহত সিএএ প্রতিবাদী দু'জনের পরিবারের হাতে আর্থিক সাহায্য় তুলে দিয়েছেন তৃণমূলের প্রতিনিধি দল। উত্তরপ্রদেশে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বাংলার শাসক দলের প্রতিনিধিরা। কিন্তু, লখনউ বিমানবন্দরেই তাদের আটকে দেয় পুলিশ।

Read the full story in English

West Bengal caa
Advertisment