Advertisment

উত্তাল বাংলা, মমতা সরকারের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যকে রিপোর্ট তলব করেছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বুধবার এ মামলার পরবর্তী শুনানি।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata, highcourt, মমতা, হাইকোর্ট

রাজ্য সরকারকে রিপোর্ট তলব হাইকোর্টের।

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভের আগুনে জ্বলছে বাংলা। এই পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা নিয়ে রাজ্য সরকারের থেকে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে ক’দিন ধরে বাংলার বিভিন্ন প্রান্তে অশান্তি চলছে। সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগও সামনে এসেছে। সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। এ ব্যাপারে অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানিয়ে হাইকোর্টে সোমবার মামলা করেন এক নাগরিক। সেই মামলাতেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যকে রিপোর্ট তলব করেছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বুধবার এ মামলার পরবর্তী শুনানি।

Advertisment

আরও পড়ুন: ‘আমার সরকার ফেলতে হলে ফেলে দিন’, চরম বার্তা মমতার

নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ চলছে। কোথাও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলছে, কোথাও রেল স্টেশনে ভাঙচুর চালানো হচ্ছে। রেল অবরোধ, রাস্তা অবরোধের জেরে চরম ভোগান্তির শিকার হচ্ছে মানুষ। কেন রাজ্য সরকার সিএএ লাগু করতে চাইছে না? কেন এত গোলমাল সত্ত্বেও রাজ্য সরকার নিশ্চুপ? এ নিয়ে হাইকোর্টে মামলা করেন হাওড়ার এক বাসিন্দা। সেই মামলাতেই এদিন রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। সিএএ বিক্ষোভ ঘিরে যেভাবে রাজ্যে বিক্ষোভ চলছে, তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কী পদক্ষেপ করছে সরকার, সে ব্যাপারে জানতে চেয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, এমনটাই খবর।
আরও পড়ুন: কলকাতায় বিজেপির মিছিলে তুলকালাম, পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি গেরুয়া কর্মীদের

উল্লেখ্য, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে এ রাজ্যের বিভিন্ন এলাকায় রেল অবরোধ চলছে। ক’দিন আগে উলুবেড়িয়া স্টেশনে ব্যাপক ভাঙচুর চালান বিক্ষোভকারীরা, এমনটাই অভিযোগ। দীর্ঘক্ষণ রেল অবরোধের জেরে ওই শাখায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। মুর্শিদাবাদের বেলডাঙা স্টেশনেও অবরোধ ঘিরে উত্তেজনা ছড়ায়। রেলপথে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান আবরোধকারীরা। রবিবারও বিভিন্ন স্টেশনে রেল অবরোধ চলে। বিক্ষোভকারীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘দয়া করে রেল, রাস্তা অবরোধ করবেন না। আইন হাতে তুলে নেবেন না’’। কিন্তু এরপরও অবরোধ চলছে বাংলার বিভিন্ন প্রান্তে। এর জেরে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।

West Bengal
Advertisment