scorecardresearch

ED-CBI জিজ্ঞাসাবাদ এড়াতে অভিষেকের জরুরি আর্জি! কান পাতল ডিভিশন বেঞ্চ?

কুন্তলের চিঠি মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করতেই পারে ED-CBI, নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা।

calcutta hc division bench rejects abhisek banerjee's appeal
অভিষেকের আর্জিতে কী জানাল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ?

আরও অস্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের জরুরি ভিত্তিতে আবেদন শুনতে রাজিই হল না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর সেই আবেদন এদিন গ্রাহ্য করেনি আদালত।

অভিষেকের আবেদন নাকচ করা নিয়ে কী বলেছে ডিভিশন বেঞ্চ?

জানা গিয়েছে, আগে থেকে বেশ কিছু মামলা জমে থাকায় নতুন করে অন্য মামলার জরুরি শুনানিতে রাজি হয়নি ডিভিশন বেঞ্চ। বিচারপতি সুব্রত তালুকদার আবেদনকারীদের অবকাশকালীন বেঞ্চে যাওয়ার পরামর্শ দিয়েছেন। আগামী সোমবার থেকে হাইকোর্টে গরমের ছুটি পড়ে যাচ্ছে। তার আগে শনি ও রবিবার আদালত ছুটি।

শুক্রবার আগে থেকে জমে থাকা কিছু মামলার শুনানি ছিল। সেই কারণেই এদিন নতুন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষের আইনজীবীদের জরুরি ভিত্তিতে মামলা শুনতে রাজি হয়নি ডিভিশন বেঞ্চ। শেষমেশ বিচারপতি অমৃতি সিনহার কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষের আবেদন ফেরত পাঠানো হয়।

আরও পড়ুন- WB Madhyamik Result 2023 Live: মাধ্যমিকে জেলার জয়-জয়কার, মেধা তালিকায় নেই কলকাতা

উল্লেখ্য, বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ই বহাল রেখেছেন বিচারপতি অমৃতা সিনহা। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করেছেন বিচারপতি সিনহা। একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে ২৫ লক্ষ টাকা করে জরিমানা করেছে আদালত।

সেই টাকা অবিলম্বে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। বিচারপতি সিনহার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করেছিলেন অভিষেক ও কুন্তলের আইনজীবীরা। তবে ডিভিশন বেঞ্চ জরুরি ভিত্তিতে সেই মামলার শুনানিতে রাজি হল না।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Calcutta hc division bench rejects abhisek banerjees appeal605891