স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি-র গ্রুপ ডি নিয়োগে দুর্নীতি মামলায় স্থগিতাদেশ বহাল রাখল কলকাতা হাইকোর্ট। আগামী শুক্রবার পর্যন্ত উচ্চ আদালতে বহাল রইল স্থগিতাদেশ। একইসঙ্গে গ্রুপ ডি মামলায় সিঙ্গল বেঞ্চের সিবিআই অনুসন্ধানের নির্দেশেও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আগামী দু'সপ্তাহ সিঙ্গল বেঞ্চে এই মামলার কোনও শুনানি হবে না।
মঙ্গলবার SSC গ্রুপ ডি নিয়োগে দুর্নীতি মামলার শুনানি চলে বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে। এদিন মামলাকরীদের পক্ষে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। উচ্চ আদালতে এদিন বিকাশ ভট্টাচার্য তাঁর সওয়ালে বলেন, ''গ্রুপ ডি নিয়োগের পাশাপাশি আরও অনেক ক্ষেত্রেই বেশ কিছু অনিয়ম হয়েছে। রাজ্য সরকার স্কুল খোলার কথা বলে আদততে এক্ষেত্রে অনিয়মকেই সমর্থন করছে।''
এর আগে SSC গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির মামলায় নজিরবিহীন রায় দেয় কলকাতা হাইকোর্ট। চাকরিরত ৫৭৩ জনের বেতন বন্ধ ও তাঁদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ।
আরও পড়ুন- আনিস মৃত্যু: মহাকরণ অভিযানে আলিয়ার পড়ুয়ারা, সেভেন পয়েন্টে মানব বন্ধন
যদিও পরে সেই নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। মঙ্গলবারও হাইকোর্টে SSC গ্রুপ ডি নিয়োগে দুর্নীতি মামলার শুনানি হয়। এবার বেতন বন্ধ ও চাকরি বাতিলের নির্দেশ স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। আপাতত আগামী ৭ দিনের জন্য বহাল থাকবে এই স্থগিতাদেশ।
অন্যদিকে, এদিন গ্রুপ ডি মামলায় সিঙ্গল বেঞ্চের আর একটি নির্দেশেও স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর আগে এই মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ। এদিন সেই নির্দেশেও আগামী দু'সপ্তাহ স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।