কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে স্বস্তি পেল সিপিএম। সোমবার হাওড়ায় মিছিলের অনুমতি দিল উচ্চ আদালত। এক ঘণ্টা মিছিল করতে ছাড় সিপিএমকে। পরে সভাও করতে পারবে সিপিএম। 'সব রাজনৈতিক দলেরই শান্তিপূর্ণ উপায়ে সভা-মিছিল করার অধিকার রয়েছে।' সিপিএমের সভা-মিছিলের অনুমতি দিতে গিয়ে এদিন এমনই মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা।
উল্লেখ্য, সোমবার হাওড়ার কাজি পাড়া থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিছিল করতে চেয়ে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিল সিপিএম। তবে পুলিশের তরফে সিপিএমকে সেই মিছিলের অনুমতি দেওয়া হয়নি। ওই এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার যুক্তি দেখিয়েই মিছিলের অনুমতি দেয়নি প্রশাসন। তবে প্রশাসনের সেই যুক্তি মানতে নারাজ সিপিএম। প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইেকার্টে মামলা হয়।
আরও পড়ুন- বিদেশ যেতে বাধা অভিষেকের স্ত্রীকে, বিমানবন্দরে যেতেই আটকানো হল
শেষমেশ বিচারপতি রাজাশেখর মান্থা হাওড়ায় সিপিএমকে সভা-মিছিলের অনুমতি দিয়েছেন। তবে এক্ষেত্রে মিছিল থেকে স্লোগান তোলার ব্যাপারে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। মিছিল থেকে যাতে কোনও উস্কানিমূলক স্লোগান দেওয়া না হয় সেব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে।
আরও পড়ুন- উদ্ধারের আড়ালে অবাধে লুঠ দুর্ঘটনাগ্রস্ত করমণ্ডলে, ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী জিয়াদুল!