Advertisment

তৃণমূল বিধায়ক ছেলে বাবা'কে আগেই বাড়ি থেকে তাড়িয়েছিলেন, এবার মুখ ঘোরাল হাইকোর্টও!

অভিযোগ ছেলে বিধায়ক হওয়ার পরই জড়িয়েছেন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে। গত প্রায় আট মাস ধরে শ্রীঘরে।

author-image
IE Bangla Web Desk
New Update
Calcutta High Court did not respond TMC MLA Jibankrishna Sahas father Biswanaths plea , শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাবা বিশ্বনাথের আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট

কলকাতা হাইকোর্ট

জেলবন্দি বড়ঞার তৃণমূল বিধায়ক জীবকৃষ্ণ সাহা। চলতি বছর এপ্রিলে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে কান্দির বাড়ি থেকে গ্রেফতার করেসিবিআই। জীবনকৃষ্ণের বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দাদের তল্লাশির সময় মহানাটক হয়েছিল। নিজের ফোন পাঁচিল বেয়ে উঠে বাড়ির পাশে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ ছিল শাসক দলের এই বিধায়কের বিরুদ্ধে। জীবনের গ্রেফতারের পরই অনেকে বিদায়কের প্রতাপ ও প্রভাব নিয়ে অনেক কথা বলেছিলেন। সেই তালিকায় ছিলেন জীবনকৃষ্ণের বাবা বিশ্বনাথ সাহাও। তাঁর দাবি নিয়ে শোরগোল পড়েছিল। বিশ্বনাথ দাবি করেছিলেন যে, ছেলে বিধায়ক হওয়ার পর তাঁকে মারধর করে কান্দির বাড়ি থেকে বের করে দিয়েছে।

Advertisment

আরও পড়ুন- বর্ধমান স্টেশনে হাড় হিম কাণ্ড, নিহত ৩, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদের দফারফা

ছেলের গ্রেফতারির পর নিজের কান্দির বাড়ি ফেরৎ চেয়ে কলকাতা হাইকোর্টে অভিযোগ জানিয়ে একটি মামলা করেছিলেন বিধায়ক জীবনকৃষ্ণের বাবা বিশ্বনাথ। বুধবার সেই মামলাই শুনলেন না বিচারপতি। উল্টে তা ফেরত পাঠিয়ে দিয়েছেন নিম্ন আদালতে। এ দিন মামলাটি কলকাতা হাইোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে উঠলে তাঁর পরামর্শ ছিল, এটি একান্তই পারিবারিক একটি বিষয়। নিম্ন আদালতে আবেদন করা হোক।

আরও পড়ুন- এবার নবান্নকে সময় বেঁধে দিলেন অভিষেক! কাজ না হলে কী করবেন?

কান্দির বিধায়ক জীবনকৃষ্ণের বাবা বিশ্বনাথ সাহা অভিযোগ করেছিলেন যে, ২০২৩-য়ের প্রথম দিকে তাঁকে মারধর করে ছেলে বাড়ি থেকে বের করে দেন। ওই বাড়িতে তাঁর রেশন ডিলারশিপ অফিস ছিল। ছেলের ভয়ে এখন সেটা খুলতে পারছেন না তিনি। থানায় অভিযোগ জানালেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি। পাল্টা পুলিশের দাবি, ওই বাড়িটি ভাড়ার, ওটার মালিকানা নিয়ে জটিলতা রয়েছে।

আরও পড়ুন- মারকাটারি স্পেল শীতের, কলকাতায় আজ মরশুমের শীতলতম দিন

আরও পড়ুন- নেশা-পেশায় জোকারওয়ালা, দু-দশক ধরে কলকাতায় বড়দিনে সান্তা ফেরি সেলিমের   

WB SSC Scam Jibankrishna Saha Calcutta High Court tmc
Advertisment